Announcement

Collapse
No announcement yet.

🔸🔸তাঁরাই এই রাস্তার সূচনা করেছেন🔸

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🔸🔸তাঁরাই এই রাস্তার সূচনা করেছেন🔸

    * 🔸🔸তাঁরাই এই রাস্তার সূচনা করেছেন🔸🔸

    সুমাইয়্যা.. ইয়াসির.. মুস'আব.. আনাস বিন নযর..
    হামজা বিন আব্দুল মুত্তালিব...
    এবং আব্দুল্লাহ বিন জাহাশ..
    সা'দ বিন রাবিয়া...
    আমর বিন জামুহ...

    তাঁরা ইসলামের গৌরবময় সময় কিবা রাজত্ব দেখেননি!

    তাঁরা উমর রা. এবং খালিদ রা. এর বিজয়লাভ অবলোকন করেন নি!

    তাঁরা পারস্য সম্রাট রুস্তমের সামনে রিবঈ ইবনে আমর রা. এর আপন দীনের কর্তৃত্ব প্রকাশকে দেখেন নি!

    তাঁরা হারুন আর রাশিদকে দেখেন নি, যখন তিনি মেঘকে লক্ষ্য করে বলছিলেন, "হে মেঘ তুমি যেখানেই বর্ষিত হবে সেখানকার ফসল আমি লাভ করব"!

    🔸🔸তাঁরা রাস্তার সূচনা করেছেন🔸🔸

    আর তাঁরা এর প্রাথম দিকেই মৃত্যুবরণ করেছেন এবং এর শেষ পর্যন্ত পৌঁছতে পারেন নি। তাঁরা যার সূচনা করেছিলেন তার ফল ভোগ করতে পারেন নি।
    "আল্লাহ তাঁদের উপর সন্তষ্ট হোন"

    °○ রাস্তার শেষপ্রান্ত নিয়ে প্রশ্ন করো না ○°

    °● আসল হচ্ছে, রাস্তার মধ্যে থাকা..●°

    যদি তোমার রাস্তার শুরুতেই অথবা মধ্যখানে মারা যাও তবে তোমার কোন ক্ষতি হবে না.. তুমি তাদের অন্তর্ভুক্ত হবে, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন-

    "মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি।
    [৩৩:২৩]

    আমরা রাস্তায় হাঁটি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি (আমাদের থেকে) তা কবুল করে নেন। আর আমাদের লক্ষ্য শেষপ্রান্তে পৌঁছা নয়। বরং আমাদের লক্ষ্য হচ্ছে এই রাস্তায়ই মৃত্যুবরণ করা। আর আল্লাহ তাঁর দীনের হেফাজতকারী।

    প্রত্যেক মুহুর্তে, প্রতি ঘন্টায় আমরা আমাদের নিয়্যাতকে যাচাই করি...

    কারণ আমরা জানি না যে, কখন আমাদের চলে যাওয়ার সময় এসে পড়বে...

    "হে আল্লাহ আমাদের হেদায়াত দিন এবং আমাদের দ্বারা (অন্যান্যদেরকে) হেদায়াত দিন আর আমাদেরকে মানবজাতির হেদায়াতের মাধ্যম বানান।"

    🖋 ড. ইয়াদ আল কুনাইবি হাফিজাহুল্লাহ

  • #2
    MasaAllah . Allah jajaye khayer dan korun

    Comment

    Working...
    X