Announcement

Collapse
No announcement yet.

ঘুমোতে ভয় হয়, মনে হয় চাপাতি হাতে..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ঘুমোতে ভয় হয়, মনে হয় চাপাতি হাতে..

    .



    ঢাকা: ঘুমোতে পারিনা। দু’চোখের পাতা এক করলেই মনে হয়, চাপাতি হাতে ওরা আবার আসছে। আবার বুঝি আমার ওপর হামলা করবে।

    মঙ্গলবার সকালে কথা বলতে গেলে এভাবেই নিজের এখনকার মানসিক অবস্থার কথা প্রকাশ করেন ‘শুদ্ধস্বর’ প্রকাশনীর সত্ত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল। বেলা সাড়ে ১১টায় তার সঙ্গে কথা হয় নিউজবাংলাদেশের মেডিকেল প্রতিবেদকের।

    কেমন বোধ করছেন? জবাবে টুটুল বলেন, “আগের চেয়ে একটু ভালো। তবে এখনো ঘুমোতে পারছিনা। ঘুমালে ভয় হয়। মনে হয়, ওরা আবার আসছে। আবার বুঝি আমার ওপর হামলা করবে।’

    কেন এ হামলা? জবাবে টুটুল বলেন, “ওরা মূলত মুক্তচিন্তা চর্চা বন্ধ করার জন্য এভাবে হামলা করছে। তাছাড়া সামনে বই মেলা, আমার এবং দীপনের প্রকাশনী থেকে বেশ কিছু বই প্রকাশ হওয়ার কথা। এসব বই যাতে পাঠকদের হাতে না পৌঁছায়, সে চিন্তা থেকেই এই সময় হামলা করা হয়েছে।”

    এ ঘটনা কারা ঘটালো? জবাবে তিনি বলেন, ‘কোনো লেখা যদি কারো ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তখন সেটাকে ভিন্নভাবে আখ্যায়িত করে কিশোর ও তরুণদের উৎসাহিত করে হামলা করানো হয়। খুনীদের টার্গেট ছিলো আমাকে হত্যা করা। তবে আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গেছি।”

    সরকারকে কিছু বলতে চান?

    টুটুল: “সরকারকে শুধু একটা কথাই বলার আছে, তা হচ্ছে আমার মতো আর কোনো প্রকাশক বা লেখককে এই ধরণের হামলাম শিকার যেন না হতে হয়। প্রকাশক ও লেখকদের নিরাপত্তার ব্যবস্থা সরকারকেই করতেই হবে।”

    “এখন পর্যন্ত এ ধরণের ঘটনা যতগুলি ঘটেছে, তার একটিরও সুরাহা কোনো সরকারই করতে পারনি”- একথা বলেই আক্ষেপ করতে করতে আবারও বিছানায় লুটিয়ে পরেন শুদ্ধস্বর প্রকাশক আহমেদুর রশীদ টুটুল।

    পরে তার স্ত্রী শামীমা রুনার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘‘সরকারের কাছে নিরাপত্তা চাই পরিবারের জন্য। যে হামলা হয়েছে, পরেও যে এমন হামলা হবে না, তার কোনো নিশ্চয়তা নেই।”

    গত শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে বইয়ের প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয় এবং শাহবাগের আজিজ সুপার মার্কেটের জাগৃতির অফিসে দুই প্রকাশকসহ চারজনের ওপর হামলা হয়। হামলায় জাগৃতির প্রকাশক ফয়সাল আরিফিন দিপন নিহত হন। গত ফেব্রুয়ারিতে একই গোষ্ঠীর হামলায় নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়।

    নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচ/একে

  • #2
    লিঙ্কঃ
    https://www.youtube.com/watch?v=Pbk85ZFnnw8

    Comment

    Working...
    X