Announcement

Collapse
No announcement yet.

ইরাকের বসরা নগরীতে বিক্ষোভে প্রাণ গেল ১৫ জনের, আহত ১৯০

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ইরাকের বসরা নগরীতে বিক্ষোভে প্রাণ গেল ১৫ জনের, আহত ১৯০

    ইরাকের বসরা নগরীতে সরকারের বিরুদ্ধে বেশকিছুদিন যাবৎ চলে আসা বিক্ষোভে প্রাণ হারিয়েছেন ১৫জন এবং আহত হয়েছেন আরো ১৯০ জন। সরকারী বাহিনী এবং বিক্ষোভকারী সাধারণ জনতার মাঝে ঘটা ঐ সংঘর্ষে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে বলে জিনহুয়া নিউজ এজেন্সি’ র বরাত দিয়ে জানিয়েছে ‘গ্রেইটার কাশ্মীর’ নামক সংবাদসংস্থা।
    সংবাদ সংস্থাটি আরো জানিয়েছে, ইরাকের বসরা নগরীটি বসবাসের অনুপযোগী হয়ে উঠাতে বিক্ষোভ শুরু করেন নগরবাসীরা। ২০ লক্ষাধিক মানুষের বাস বসরা নগরীতে। নগরবাসীর দাবি, জীবনধারণের জন্য জরুরি বিষয়াদি সঠিকভাবে তারা পাচ্ছেন না। অতিরিক্ত লবণাক্ত পানি সরবরাহ করাতে বসরার হাজার হাজার বাসিন্দাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
    এছাড়া দুর্নীতি, অবকাঠামোগত দুর্বলতা, জনকল্যাণে অনীহাসহ আরো বিভিন্ন ধরণের সমস্যার কারণেই বিক্ষোভে নামেন নগরবাসীরা। গত ১সপ্তাহ ধরে তারা প্রাদেশিক সরকারের কয়েকটি ভবনে আগুন লাগিয়েছেন এবং শিয়া মিলিশিয়াদের কয়েকটি হেডকোয়ার্টারেও আগুন দিয়েছেন বলে জানা গেছে।

  • #2
    আশাকরি, আল কায়দা ইরাকে আবার কাজে নামবে।
    والیتلطف ولا یشعرن بکم احدا٠انهم ان یظهروا علیکم یرجموکم او یعیدو کم فی ملتهم ولن تفلحو اذا ابدا

    Comment

    Working...
    X