Announcement

Collapse
No announcement yet.

ফেতনার যুগে করণীয় ও আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বানী

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ফেতনার যুগে করণীয় ও আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বানী

    রাসূল সা. এর ভবিষ্যদ্বাণীর আলোকে বর্তমান সময়টা যে ফেতনার যুগ তা মনে হয় উপলব্ধি করতে অসুবিধা হওয়ার কথা নয়।হাদীসের ভাষায় তাসবীর বাঁধন খুলে দিলে যেমনি একের পর এক দানা ছিটকে পড়তে থাকে,তেমনি করে শেষ যামানায় ফেতনা ছড়াবে।প্রিয় রাসূল সা. সে সময়ের কথা চিন্তা করে কখনো নির্বাক হয়ে ধ্যানমগ্ন হয়ে পরতেন।কখনো সাহাবাদের একত্রিত করে অনাগত ভবিষ্যত সম্পর্কে জানিয়ে দিতেন,সাথে সাথে তার করণীয় বলে দিতেন।এ ফেতনার কথা শুনে কখনো তারা ভয়ে কাঁদতে থাকতেন।পরক্ষনেই করণীয় জানতে পেরে এতটাই উদ্বেলিত হতেন যে,একজন নারীও সে ভবিষ্যদ্বানীর উত্তম দলের সদস্য হতে মরিয়া হয়ে
    রাসূলের কাছে সে জন্য দোয়া চাইতেন।পথের তোয়াক্কা না করে সে দলে জান- মাল সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত থাকতেন।রাসূল সা. জানতেন এসব ঘটনার অনেকটাই আরো পরে পর্যায়ক্রমে ঘটবে।তাই সাহাবাদের আগ্রহ - উদ্দীপনা,ভয়- উদ্বিগ্নতা দেখে সান্তনা দিতেন।
    এমনি ছিলেন রাসূলের সাহাবীরা ; রাসূলের কথা যারা মনপ্রান এক করে আত্মস্থ করতেন। অতঃপর তা বাস্তবায়নে কোন রক্তচক্ষুকে ভয় করতেননা।তবে যাদের জন্য এই ভবিষ্যদ্বানী বলে গেলেন,যারা এর প্রকৃত হক্বদার,সে আমরা কি আজ মিলিয়ে দেখছি ফিতনা সম্পর্কিত রাসূলের ভবিষ্যদ্বানীগুলো।নিজেদের কর্মপন্থা কি ঠিক করে নিচ্ছি ; কিংবা যাচাই করে দেখেছি নিজেদের অবস্হান কোথায়? যদি মনে করি রাসূলের ভবিষ্যদ্বানী সে যুগ এখনো ' দূর কি বাত' তাহলে বলতে হয়,আমরা রাসূলের সাহাবীদের চেয়ে দ্বীন বেশি বুঝে গেছি।আর না হয় ফেতনার সয়লাবে অজান্তেই ধীরে ধীরে ভেসে যাবে।
    ** রাসূল স. বলেন--
    عن جابر بن عبدالله ، قال: قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا، ثم يعود غريبا كما بدأ ، فطوبى للغرباء ، قيل : يا رسول الله ، ومن الغرباء؟ قال: الذين يصلحون إذا فسد الناس،
    হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্নিত,তিনি বলেন,রাসূল স. বলেছেন,ইসলাম অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছে,অচিরেই তা আবার অপরিচিত হয়ে যাবে।সুতরাং গুরাবাদের জন্য সুসংবাদ! সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাযি. জিজ্ঞেস করলেন,হে আল্লাহর রাসূল গুরাবা কারা? তিনি বললেন,ঐসব লোক যারা মানুষ যখন বিগড়ে যাবে তখন তাদের সংশোধনের দায়িত্ব আন্জাম দিবে।

    ** عن عمران بن حصين قال ، قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طاءفة من أمتى يقاتلون على الحق ظاهرين على من ناواهم، حتى يقاتل آخرهم المسيح الدجال ،
    হযরত ইমরান ইবনে হুসাইন রাযি. বর্ননা করেন,রাসূল স. বলেন,আমার উম্মতের একটি দল হক্বের পথে অবিচলভাবে জিহাদ ও কিতাল করে যাবে।তারা তাদের বিরোধীদের ওপর সর্বদা বিজয়ী থাকবে।এ দলটির সর্বশেষ অংশ ঈসা আ. এর সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে।

    ** عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال؛قال رسول الله صلى الله عليه وسلم: عصابتان من أمتى أحرزهماالله من النار: عصابة تغزو الهند، و عصابة تكون مع عيسى بن مريم ،
    হয়রত সাওবান রাযি. যিনি রাসূল সা. এর আযাদকৃত গোলাম ছিলেন থেকে বর্নিত,রাসূল সা. বলেন,আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন।তার একটি হলো হিন্দুস্তানে যুদ্ধরত বাহিনী।অপরটি হলো ঈসা আ. এর যোদ্ধাদল।

  • #2
    আখি, অনেক গুরুত্বপূর্ণ লিখা। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। এত গুরুত্বপূর্ণ একটি পোস্ট কিন্তু আমাদের নজর আছে অন্য দিকে!
    والیتلطف ولا یشعرن بکم احدا٠انهم ان یظهروا علیکم یرجموکم او یعیدو کم فی ملتهم ولن تفلحو اذا ابدا

    Comment


    • #3
      আখি, অনেক গুরুত্বপূর্ণ লিখা। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন।

      Comment


      • #4
        আমিন।আল্লাহ আমাদের ক্ষমা করুণ।

        Comment


        • #5
          অনেক গুরুত্বপূর্ণ লিখা। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন।

          Comment

          Working...
          X