Announcement

Collapse
No announcement yet.

জিহাদ-কিতাল: কাকে বলে ও কত প্রকার; এক ভাইয়ের প্রশ্নের উত্তর

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • জিহাদ-কিতাল: কাকে বলে ও কত প্রকার; এক ভাইয়ের প্রশ্নের উত্তর

    এক ভাই জানতে চেয়েছেন:
    ১. জিহাদ কাকে বলে ?
    ২. জিহাদ কত প্রকার ও কি কি ?
    ৩. ক্বিতাল কাকে বলে ?
    ৪. ক্বিতাল কত প্রকার ও কি কি ?
    ৫. ২ টার মাঝে পার্থক্য কি কি ?


    উত্তর:
    বিসমিল্লাহির রাহমানীর রাহীম
    মুহতারাম ভাই, কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম। তবে শুধু এতুটুকুতে হয়তো আপনার চাহিদা পূরণ হবে না। তাই রিপ্লাইটা সহ এখানে আরেকটু বিস্তারিত বলছি।


    এক. জিহাদ কাকে বলে?
    উত্তর: আল্লাহর দ্বীনকে বিজয়ী করার উদ্দেশ্যে কাফের-মুরতাদদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা কিংবা জান-মাল ও বুদ্ধি-পরামর্শ দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাতে কোন ধরণের সহায়তা করাকে জিহাদ বলে। আমীরের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ সামর্থ্যানুযায়ী যে যেভাবে সহায়তা করবে সবই জিহাদ হবে। যে যতটুকু কুরবানী দেবে সে ততটুকু সওয়াব পাবে। আশাকরি বুঝতেই পারছেন- জিহাদ বলতে শুধু যুদ্ধ নয়; কাফেরদের বিরুদ্ধে জয় লাভের জন্য যুদ্ধ এবং আমীরের নির্দেশনাধীন যুদ্ধ সংশ্লিষ্ট অন্য সকল কাজও জিহাদ।


    দুই. জিহাদ কত প্রকার ও কি কি?

    উত্তর: জিহাদ দুই প্রকার:
    ১. ইকদামি তথা আক্রমণাত্মক জিহাদ। কাফেরদের দেশ বিজয় করে সেখানে ইসলামী হুকুমত কায়েম করার জন্য এ জিহাদ করা হয়। এটি ফরযে কেফায়া।
    ২. দিফায়ী তথা প্রতিরক্ষামূলক। কাফেররা মুসলমানদের উপর বা তাদের কোন ভূমিতে আক্রমণ চালালে তা প্রতিহত করা ফরয। একে দিফায়ি জিহাদ বলে। এটি ফরযে আইন।


    ফরযে কিফায়া ও ফরযে আইন কাকে বলে, ফরযে আইন কতজনের উপর হয়- কয়দিন আগে এ সম্পর্কে একটা সংক্ষিপ্ত পোস্ট দেয়া হয়েছিল। আপনি সেটা দেখতে পারেন।

    লিংক: https://dawahilallah.com/showthread....2503;&%232472;


    জিহাদের প্রকারের ব্যাপারে আপনি এই লেখাটা দেখতে পারেন। এখানে উভয় প্রকার জিহাদ (ইকদামি ও দিফায়ি) সম্পর্কে দলীলভিত্তিক আলোচনা আছে। লেখাটা বিজয়ে লেখা, তাই এখানে পোস্ট করতে পারছি না।

    https://my.pcloud.com/publink/show?c...0fQqkTajSkztoy



    জিহাদের সংজ্ঞা ও প্রকারের গোছানো আলোচনা আপনি ‘ফাযায়েলে জিহাদ’ কিতাবে পাবেন। পৃষ্ঠা: ৩-৩৪
    এক ভাই সেটার লিংক দিয়েছেন:
    https://my.pcloud.com/publink/show?c...aeyA7sYQdQnJJX


    তিন. কিতাল কাকে বলে?
    উত্তর: কিতাল অর্থ- যুদ্ধ, লড়াই। কিতালের জন্য দু’টি পক্ষ থাকা জরুরী।


    চার. কিতাল কত প্রকার ও কি কি?
    উত্তর: মুহতারাম ভাই, এ প্রশ্নের দ্বারা আপনার কি উদ্দেশ্য বুঝতে পারছি না। বুঝিয়ে বললে হয়তো উত্তর দেয়া যাবে। তবে এতটুকু বলতে পারি যে, কিতাল দুই প্রকার:
    ১. দ্বীনের জন্য কিতাল: এটা জিহাদ হবে। সওয়াব পাওয়া যাবে। নিহত হলে শহীদ হবে।
    ২. দুনিয়ার জন্য কিতাল: এটা ফাসাদ ও সন্ত্রাস হবে। গুনাহগার হবে। নিহত হলে বা অন্যকে হত্যা করলে জাহান্নামী হবে।


    যেমন- এক হাদিসে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে-

    جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: الرجل يقاتل للمغنم، والرجل يقاتل للذكر، والرجل يقاتل ليرى مكانه، فمن في سبيل الله؟ قال: من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله.

    “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে আরজ করলো- কেউ যুদ্ধ করে গনিমতের লোভে, কেউ যুদ্ধ করে প্রশংসা লাভের জন্য আর কেউ যুদ্ধ করে তার বাহাদুরী ও বীরত্ব প্রদর্শনের উদ্দেশ্যে। এদের কার যুদ্ধ আল্লাহর রাস্তায় (জিহাদ) গণ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আল্লাহর কালিমা বুলন্দীর জন্য যে যুদ্ধ করে, তারটাই কেবল আল্লাহর রাস্তায় গণ্য হবে।” (সহীহ বুখারী: ২৮১০, সহীহ মুসলিম: ৫০২৮)


    অন্য হাদিসে হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

    إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار. قلت: يا رسول الله! هذا القاتل، فما بال المقتول؟ قال: إنه كان حريصا على قتل صاحبه.

    “দুই মুসলমান যদি (না-হক্ব) পরস্পর তরবারি নিয়ে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী হবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ! হত্যাকারী জাহান্নামী হওয়ার বিষয়টা তো বুঝতে পারছি, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন- কারণ, সেও তার প্রতিপক্ষকে হত্যার আকাংখায় ছিল।” (সহীহ বুখারী: ৬৮৭৫, সহীহ মুসলিম: ৭৪৩৪)


    পাঁচ. জিহাদ ও কিতালের মাঝে পার্থক্য কি?
    উত্তর: জিহাদ ব্যাপকার্থবোধক, যার মাঝে কিতাল এবং কিতাল সংশ্লিষ্ট সকল কাজ অন্তর্ভূক্ত। যেমন- মুজাহিদদের জন্য অর্থ সংগ্রহ করা, খানা-পিনার ব্যবস্থা করা, আহত মুজাহিদদের চিকিৎসা করা, জিহাদে অর্থ প্রদান, বুদ্ধি-পরামর্শ বা টেকনোলোজি দিয়ে মুজাহিদদের সহায়তা- ইত্যাদি সব কিছু জিহাদে শামিল।

    আর কিতাল হল জিহাদের একটা গুরুত্বপূর্ণ মারহালা। অতএব, জিহাদ শুধু কিতালের মাঝেই সীমাবদ্ধ না। কিতাল জিহাদের চূড়ান্ত পর্ব। এই মারহালায় পৌঁছতে এবং তা চালিয়ে নিতে অন্য যত কাজের প্রয়োজন সবগুলোই জিহাদ। তবে তা মনমতো হলে হবে না, আমীরের নির্দেশনায় হতে হবে।


    মুহতারাম ভাই, আপাতত এতটুকুই উত্তর দিলাম। যদি আপনার প্রশ্নের অন্য কোন উদ্দেশ্য থাকে, তাহলে ব্যাখ্যা করে বললে ইনশাআল্লাহ উত্তর দেয়া যাবে।

    ওয়াসসালাম।

  • #2
    মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ভাই...

    আমি একটি বাস্তব উদাহরণ যোগ করতে চাই ইনশাআল্লাহ... বর্তমানে প্রতিটি দেশেই একটি সেনাবাহিনী থাকে। এক কথায় তাদের মূল কাজঃ যুদ্ধ করা। কিন্তু খেয়াল করলে দেখা যায়, এ সকল সেনাবাহিনীর মধ্যে আছে বিভিন্ন বিভাগ। যেমনঃ

    - মেডিক্যাল কোর - এদের কাজ সেনাবাহিনীকে চিকিৎসা সেবা দেয়া। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - ডেন্টাল কোর - এদের কাজ সেনাবাহিনীর দাঁতের চিকিৎসা করা। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - এএফএনএস (Armed Forces Nursing Service) - এদের কাজ সেনাবাহিনীকে বিভিন্ন সিএমএইচ এ নার্স এর সেবা প্রদান করা। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - এডুকেশন কোর - এদের কাজ সেনাবাহিনীকে শিক্ষা (বিএসসি, বিকম এ রকম সাধারণ কলেজ-ভার্সিটির পড়ালেখা) প্রদান। যুদ্ধ বিষয়ক কোন শিক্ষা না। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - ইলেক্ট্রিকাল ও ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং কোর - এদের কাজ সেনাবাহিনীর গাড়ী ও সরঞ্জাম মেরামত ইত্যাদি। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - আরভিএফসি (Remount, Veterinary and Farms Corps) - এদের কাজ ঘোড়া প্রতিপালন, গরুর খামার করে সেনাবাহিনীকে গরুর দুধ খাওয়ানো। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - এসিসি (Army Corps of Clerks) - এদের কাজ সেনাবিহিনীর বিভিন্ন অফিসে ক্লার্কের কাজ করা। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - অর্ডন্যান্স - এদের কাজ সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম যেমনঃ অস্ত্র, গুলি, গাড়ী, গাড়ীর তেল, রেশন, ইউনিফর্ম ইত্যাদি কেনা-কাটা ও পৌছানো। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - সিগনালস - এদের কাজ চিঠি, ওয়ারলেস, টেলিফোন ইত্যাদির মাধ্যমে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও হেডকোয়ার্টারের মধ্যে যোগাযোগের ব্যবস্থা করা। এটি এদের একমাত্র কাজ। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - সার্ভিস কোর - এদের কাজ সেনাবাহিনীকে গাড়ী দিয়ে কোথাও পৌঁছানো, রেশন ইত্যাদি পৌঁছানো। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - এফসি - ফাইনান্সিয়াল কন্ট্রোলার - এরা সেনাবাহিনীর বেতন-ভাতা ইত্যাদি হিসাব রাখে। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - আইএসপিআর - এদের কাজ মিডিয়াতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন বিবৃতি, বক্তব্য ইত্যাদি প্রচার করা। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - ডিজিডিপি - ডিফেন্স পারচেজ - এদের কাজ সকল বাহিনীর সরঞ্জাম ক্রয় করা। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    - জিই - গ্যারিসন ইঞ্জিনিয়ার - এদের কাজ সেনাবাহিনীর বাসস্থান, রাস্তাঘাট, লাইট-ফ্যান ইত্যাদি ব্যবস্থা করা। এটি এদের একমাত্র কাজ। যুদ্ধ / সম্মুখ-যুদ্ধ / কিতাল এদের অদৌ কোন কাজ নয়।

    সূত্র - https://www.army.mil.bd/Arms-and-Services

    লিংক থেকে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর এতগুলো বিভাগের মধ্যে হাতেগুনা ৩/৪টি ছাড়া বাকী সবই কিন্তু উপরের এই বিভাগগুলো। উপরের সকল কোর / বিভাগই কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে (নার্স ছাড়া)। এদেরকে সবাই সেনাবাহিনী বলে। তারা সেভাবেই বেতন পায়। সমাজে সেনাবাহিনী পরিচয় দিয়েই চলে।

    কিন্তু মূল যুদ্ধে সরাসরি ফাইট / শত্রুকে আঘাত করা / হত্যা করা / আক্রমণ করা / এমনকি নিজেদের দখলে থাকা জায়গা রক্ষা করাও এদের কাজ না। এদের একমাত্র কাজ তাই যা তার নামের পাশে আছে। তবে যুদ্ধের ময়দানে গেলে ব্যক্তিগতভাবে আত্মরক্ষার সুযোগ তারও আছে।

    তো এদের সবার কাজই আসলে গাইরে কিতাল (কিতাল নয়)। কিন্তু এই সকল কাজই জিহাদের কাজের মধ্যে সামিল। এদের কাজগুলো সাধারণভাবে যুদ্ধের কাজ, যুদ্ধের প্রস্তুতির কাজ। তাদেরকেও সবাই আর্মি বলে। যদিও তাদের মূল কাজ / উদ্দেশ্য অদৌ শত্রুকে আঘাত করা / কিতাল নয়।

    তবে কথা হল - এ সকল সেনাবাহিনী কিতাল করে তাগুতের পথে। আর মুজাহিদরা কিতাল করেন আল্লাহর পথে।

    একইভাবে কিতালরত মুজাহিদিনের জন্য উপরের বিভিন্ন ধরনের সাপোর্ট দরকার। এই সাপোর্ট সবগুলোই জিহাদের আওতায় পরবে ইনশাআল্লাহ।

    - যারা মুজাহিদিনের চিকিৎসা করেন
    - যারা মুজাহিদিনকে দাওরা শরীয়াহ করান, শরীয়াতের হুকুম-আহকাম শিক্ষা দেন, জানিয়ে দেন কিংবা অন্য যে কোন শিক্ষা দেন
    - যারা মুজাহিদিনের গাড়ী / যান-বাহন মেরামত করেন
    - যারা মুজাহিদিনের আসলিহাত ও অন্যান্য সরঞ্জাম ক্রয় করেন
    - যারা মুজাহিদিনকে এবং তাদের আসলিহাত-সরঞ্জাম ইত্যাদি বিভিন্ন জায়গায় পৌঁছে দেন
    - যারা মুজাহিদিনের বিভিন্ন রিপোর্ট / ফাইল ইত্যাদি তৈরি ও দেখভাল করেন
    - যারা মুজাহিদিনের যোগাযোগ ব্যবস্থা / ফোরাম ইত্যাদি দেখভাল করেন
    - যারা মুজাহিদিনের আর্থিক যোগান দেন
    - যারা মিডিয়াতে কাজ করেন
    - যারা আনসার হিসেবে ঘরের সাপোর্ট দেন

    এসবই আসলে বাস্তবে সকল বাহিনীর দরকার হয়। মুজাহিদিনেরও দরকার। আর এ সবই আল্লাহর পথে করা হলে জিহাদ ফি সাবিলিল্লাহ।

    মহান রব যেন আমাদেরকে বিভিন্ন উপায়ে জিহদ ফি সাবিলিল্লাহতে শরীক থাকার সুযোগ দান করেন। আমীন।
    কথা ও কাজের পূর্বে ইলম

    Comment


    • #3
      JazakAllahu Khairan. Important alochona.
      وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ

      অর্থঃ আর তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায়; এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয়ে যায়, তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন। (সূরা আনফাল ৮ : ৩৯)

      Comment


      • #4
        জাঝাকুমুল্লাহ! ইলম ও জিহাদ ভাই খুব গুরুত্তপুর্ন একটা পোষ্ট আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন।
        আমি হতে চাই খালেদ বিন ওয়ালিদ (রা এর মত রণকৌশল ও ওমর (রা এর মত কাফেরদের প্রতি কঠোর।

        Comment


        • #5
          Originally posted by ইলম ও জিহাদ View Post
          এক ভাই জানতে চেয়েছেন:

          মুহতারাম ভাই, আপাতত এতটুকুই উত্তর দিলাম। যদি আপনার প্রশ্নের অন্য কোন উদ্দেশ্য থাকে, তাহলে ব্যাখ্যা করে বললে ইনশাআল্লাহ উত্তর দেয়া যাবে।

          ওয়াসসালাম।
          জাজাকাল্লাহ খাইর। ভাই ।
          আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

          না ভাই আমার প্রশ্নের অন্য কোণ উদ্দেশ্য নেই । আস্তাগফিরুল্লাহ। জানাটা আমার এখানে প্রশ্ন করার উদ্দেশ্য।
          আল্লাহ যেন আমল করার তাওফীক্ব দান করেন । আমিন।

          ভাই আপনি দুইটা হাদিস উল্লেখ করেছেন ।
          এই দুইটা হাদিস কোন সময়ের ? মানে কত হিজরী সনের ?

          রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে জিহাদ কি ফরযে কেফায়া ছিল ? না ফরযে আইন ছিল ?

          বা কখনো আইন, কখনো কেফায়া এমন ছিল ?

          কখন ফরযে কেফায়া ছিল ? কখন ফরযে আইন ছিল ?

          সর্বদা এক ছিল ? না কখনো অবস্থা ভিন্ন ছিল ?

          জাজাকাল্লাহ খাইর। আমিন ।
          Last edited by Taalibul ilm; 09-28-2018, 10:57 AM.

          Comment


          • #6
            Originally posted by Taalibul ilm View Post
            মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ভাই...

            আমি একটি বাস্তব উদাহরণ যোগ করতে চাই ইনশাআল্লাহ... বর্তমানে প্রতিটি দেশেই একটি সেনাবাহিনী থাকে। এক কথায় তাদের মূল কাজঃ যুদ্ধ করা। কিন্তু খেয়াল করলে দেখা যায়, এ সকল সেনাবাহিনীর মধ্যে আছে বিভিন্ন বিভাগ।
            এসবই আসলে বাস্তবে সকল বাহিনীর দরকার হয়। মুজাহিদিনেরও দরকার। আর এ সবই আল্লাহর পথে করা হলে জিহাদ ফি সাবিলিল্লাহ।

            মহান রব যেন আমাদেরকে বিভিন্ন উপায়ে জিহদ ফি সাবিলিল্লাহতে শরীক থাকার সুযোগ দান করেন। আমীন।
            জাজাকাল্লাহ। ভাই ।
            আপনিও অনেক সুন্দর একটা পোষ্ট করেছেন।
            আল্লাহু তায়ালা আপনাকে উতম প্রতিদান দেন । আমিন ।

            Comment


            • #7
              জাযাকুমুল্লাহ।
              তালিবুল ইলম ভাইয়ের আলোচনাও ত্বা-গুতদের তাক লাগিয়ে দেয়ার মতো। জাযাকাল্লাহ।

              Comment


              • #8
                mashallah. অনেক ভাল আলোচনা। অনেকের উপকারে আসবে ইনশাআল্লাহ।

                Comment


                • #9
                  আসসালামু আলাইকুম ওয়ারহ মাতুল্লাহি ওয়াবারকাতুহ সম্মানিত শাইখ!

                  পোস্টে থাকা এই লিংক দুটি কাজ করছে না। বইগুলোর লেখকের নাম বললে অনলাইন থেকে খুঁজে নিতে সহজ হতো শাইখ। অনুগ্রহ করে যদি বলতেন, উপকৃত হতাম ইন শা আল্লাহ

                  Originally posted by ইলম ও জিহাদ View Post
                  জিহাদের প্রকারের ব্যাপারে আপনি এই লেখাটা দেখতে পারেন। এখানে উভয় প্রকার জিহাদ (ইকদামি ও দিফায়ি) সম্পর্কে দলীলভিত্তিক আলোচনা আছে।[/B] লেখাটা বিজয়ে লেখা, তাই এখানে পোস্ট করতে পারছি না।

                  https://my.pcloud.com/publink/show?c...0fQqkTajSkztoy

                  জিহাদের সংজ্ঞা ও প্রকারের গোছানো আলোচনা আপনি ‘ফাযায়েলে জিহাদ’ কিতাবে পাবেন। পৃষ্ঠা: ৩-৩৪
                  এক ভাই সেটার লিংক দিয়েছেন:
                  https://my.pcloud.com/publink/show?c...aeyA7sYQdQnJJX
                  সাহসিকতা আয়ু কমায় না আর কাপুরুষতা আয়ু বৃদ্ধি করে না। জিহাদের মাধ্যমেই উম্মাহ জীবন লাভ করে।

                  Comment

                  Working...
                  X