Announcement

Collapse
No announcement yet.

আকাবিরের মূল্যবান বাণী -15

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আকাবিরের মূল্যবান বাণী -15

    ٢١ - قال أبو عثمان الحيري رحمه الله تعالى* : الخوف من الله يوصلك إلى الله والكبر والعجب في نفسك يقطعك عن الله، واحتقار الناس في نفسك مرض لا يداوى .
    - حلية الأولياء وطبقات الأصفياء لأبي نعيم الأصبهاني ( 10 / 245 ) .

    21 - আল্লাহর ভয় আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। অহংকার ও আত্মম্ভরিতা আপনাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেবে। অন্যকে তুচ্ছ মনে করা এমন এক ব্যাধি যার চিকিৎসা দুষ্কর।
    -হযরত আবু ওসমান আল হিরী রহ.
    হিলয়াতুল আউলিয়া : 10/245
    *•┈┈•

    ٢٢ - كان إبراهيم بن بن أدهم* رحمه الله تعالى يقول :
    ☜ كنت في بطن أمي وحدي ،
    ☜ وخرجت إلي الدنيا وحدي ،
    ☜ وأموت وحدي ،
    ☜ وأدخل قبري وحدي ،
    ☜ وأسأل وحدي ،
    ☜ وابعث من قبري وحدي ،
    ☜ وأحاسب وحدي ،
    ☜ فإن دخلت الجنة دخلت وحدي ،
    ☜ وإن دخلت النار دخلت وحدي !
    ☜ ففي هذه المواطن لا ينفعني أحد ، فمالي وللناس .

    22 - হযরত ইবরাহীম বিন আদহাম রহ. বলতেন, আমি মায়ের গর্ভে ছিলাম একা। দুনিয়াতে এসেছি একা। মরবো একা। কবরে যাবো একা।কবরে উত্তর দিতে হবে একা। কবর থেকে উঠবো একা। হিসাব দিতে হবে একা। জান্নাতী হলে জান্নাতে যাবো একা। জাহান্নামী হলে জাহান্নামে যাবো একা। এসব জায়গায় কেউ আমার কোনও উপকারে আসেনি। আসবেও না। অতএব মানুষের সাথে এতো সম্পর্ক করে আমার কী লাভ?
    *•┈┈•

    ٢٣ - ‏من دلائل رقة قلب المؤمن أن يتوجع لعثرة أخيه المؤمن إذا عثر ، حتى كأنه هو الذي عثر بها، ولا يشمت به .
    ‏- الامام ابن القيم رحمه الله
    *مدارج السالكين : ٤٣٦/١

    23 - কারো অন্তর নরম হওয়ার অন্যতম একটি প্রমাণ হল, তার কোনো মুমিন ভাই পদস্খলনের শিকার হলে সে নিজের অন্তরে কষ্ট অনুভব করে। যেন সে নিজেই পদস্খলনের শিকার হয়েছে। সে কখনও তার ভাইয়ের বিপদে আনন্দিত হয় না।
    -ইমাম ইবনুল কাইয়িম রহ.
    মাদারিজুস সালিকীন : 436/1
    *•┈┈•

    *﴿ ٱلرَّحْمَٰنُ (١) عَلَّمَ ٱلْقُرْءَان ﴾
    *لَمَّا كَانَتْ هَذِهِ السُّورَةُ لِتَعْدَادِ نِعَمِهِ الَّتِي أَنْعَمَ بِهَا عَلَى عِبَادَه قَدَّمَ النِّعْمَةَ الَّتِي هِيَ أَجَلُهَا قَدْرًا ، وَأَكْثَرُهَا نَفْعًا ، وَأتَمُّهَا فائدة ، وَأَعْظَمَهَا عائدة : وَهِيَ نِعْمَةُ تَعْلِيمِ القُرآن .
    فَإنهَا مَدَارَ سَعَادَةِ الدَّارَيْنِ ، وَقُطْب رَحَى الخَيْرَيْنِ ، وَعِمَاد الأَمْرَيْنِ .
    - الإمَّام الشّوكَانِي رحمه الله تعالى

    24 - করুনাময় আল্লাহ। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন। সূরা আর রহমান :1-3
    আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে যতো নেয়ামত দিয়েছেন এ সূরায় (সূরা আর রহমানে) তিনি তা উল্লেখ করেছেন। ওসব নেয়ামতের মধ্যে যে নেয়ামতটি সবচেয়ে বড়, সবচেয়ে উপকারী, যার উপকারিতা পূর্নাংগ ও ব্যাপক তা হল, কোরআন শিক্ষা দানের নেয়ামত। এ নেয়ামতের কথা তিনি অন্য সব নেয়ামতের আগে (সূরার একদম শুরুতে এমনকি মানুষকে সৃষ্টি করার কথা বলারও আগে) উল্লেখ করেছেন। এর কারণ, এ নেয়ামতটিই হল ইহকাল ও পরকালের সৌভাগ্যের মূলভিত্তি এবং উভয় জগতের কল্যাণের বুনিয়াদ ও কেন্দ্রবিন্দু।
    - ইমাম শাওকানী রহ.
    *•┈┈•

    25 - একজন মুমিনের জীবন সৈনিকের জীবনের মতো হওয়া চাই। রাজা-বাদশাহদের মতো নয়।* সত্যিকার মুমিনরা দুনিয়ায় অল্প কিছু দিন সৈনিক সুলভ জীবন কাটিয়ে পরকালের চিরস্থায়ী 'শাহী জীবন' লাভ করে। আর এটাই হল সত্যিকারের বুদ্ধিমত্বা।
    -শাইখুল হাদিস আবু ইমরান হাফি.
    ❀ •┈┈•
    হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সাআদাতের জীবন এবং শাহাদাতের মৃত্যু দান করুন।

  • #2
    আখি,আল্লাহ আপনার কাজগুলো কবুল করুন, আমীন। হ্যা রব্বে কারীম, নছিহাগুলো আমল করার তাওফীক দান করুন, আমীন।
    ولو ارادوا الخروج لاعدواله عدةولکن کره الله انبعاثهم فثبطهم وقیل اقعدوا مع القعدین.

    Comment

    Working...
    X