PDA

View Full Version : পরাজিত নও,তমি পরাজিত নও..ubada ibnus samit
02-27-2019, 11:41 AM
পরাজিত নও,তুমি পরাজিত নও
----------------------------

দেড়শ কোটির এই উম্মাহ।
ওরা শুধু পৃথিবীর মৌলিকতম অধিকারগুলো চেয়েছিল,
ওরা চেয়েছিল ওদের মায়েরা যেন না হয় গোলামের গর্ভধারিণী,ওদের পিতারা যেন না হয় দাসের জনক..

বাপের হারানো ভিটা ফিরে চেয়েছিল ওরা
ওরা চেয়েছিল নিরাপদ হোক বোনের আচল..
নষ্টা বহুগামিনীর মত ওরা কখনো চায়নি ওদের প্রভূ হোক সংসদে বসা কিছু নাদান গোলাম।

ওদের মৌলিকতম অধিকার ফিরিয়ে দিতে,
বুঝে নিতে সব দেনাপাওনার খেরোখাতা
একে সাতচল্লিশের ট্রিগারে
তুমি রেখেছো আঙুল।

হে যুবক!হে বিজয়ী বিপ্লবী!!

যখন ব্যার্থ হও তুমি
শাহবাগ মোড়ে কোনো চাপাতি হামলায়,
যখন অন্তরীন হও তাগুতের গড়ে তোলা অন্ধ কারাগারে,
যখন বিদ্ধ হও তীব্র প্রশ্নবাণে,ছাগুদের উপহাসে,
যখন বিক্ষত হও রিমান্ডে-নির্যাতনে-অকথ্য টর্চারে;
বুকটান করে যখন দাড়াও তুমি নষ্ট আদালতে,
যখন ঝুলতে থাকো জাহিলিয়্যাতের ঘৃণ্য রশিতে;
মৃদু হাসি মুখে যখন কাফনে তুমি নিশ্চুপ হয়ে রও,
পৃথিবীর কোনো দেশে কোনো শক্তির কাছে কোনো কালে-
পরাজিত
নও..,
তুমি
পরাজিত
নও.....

হাসসান সাবিত
02-27-2019, 05:10 PM
মাশাআল্লাহ!
হৃদয় নাড়ানো পোস্ট!
জাযাকাল্লাহ!

sadat
02-28-2019, 12:14 PM
মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে। তবে আমার মতে কবিতার নামটা শুধু " পরাজিত নও " দিলেই সুন্দর হবে, ইনশাআল্লাহ।

ubada ibnus samit
02-28-2019, 09:25 PM
মাশাআল্লাহ!
হৃদয় নাড়ানো পোস্ট!
জাযাকাল্লাহ!
প্রিয় কবি হাসসান সাবিত ভাইয়ের একটু উৎসাহ আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন।
আমীন।