Announcement

Collapse
No announcement yet.

বৃদ্ধের সালাতের ফতোয়া জানতে চাই

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • বৃদ্ধের সালাতের ফতোয়া জানতে চাই

    বৃদ্ধের সালাতের ফতোয়া জানতে চাই


    এক বৃদ্ধ বয়স ৮০-৮৫ বছর। বয়সের কারণে মাঝে মাঝে অনেক কিছুই ভুলে যায়। সালাত আদায়ের ক্ষেত্রে খুবই যত্নবান। উনি দাড়িয়ে সালাত আদায় করতে পারেন। উনি যখন সালাতে দাড়ায় তখন কোন সালাত আদায় করবে তা অন্য কেহ বলে দিতে হয়। তারপর দেখা যায়, সালাতের ভিতরে কোন সুরার পর কোন সুরা পড়বে এবং দুই রাকাআত পড়বে নাকি তিন/চার রাকাআত পড়বে তা আরেকজন উনার পাশে থেকে বলে দিতে হয়। তাছাড়া দেখা যায় চার রাকাআতের নিয়ত করে সালাত শুরু করছে কিন্তু সালাম ফিরায় দুই রাকাআত আদায় করে। আবার দেখা যায় দাড়িয়ে সুরা-কেরাআতের পরিবর্তে তাশাহুদ পড়তেছে। সালাতে এরকম আরও অনেক কিছু ভুলে যায়। কিন্তু বলার সাথে সাথে আবার সংশোধন করে নেয়। যার কারণে, উনি যখন সালাত আদায় করেন তখন উনার পাশে থেকে সবকিছু বলে দিতে হয়।

    বিষয়টি হলো:

    ১. সালাতে এভাবে পাশ থেকে কিছু বলে দেওয়া এবং সালাতরত অবস্থায় একটার পর একটা ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করানো কতটুকু শরীয়াত সম্মত?

    ২. যদি ভুল না ধরা হয় সেক্ষেত্রে তার ব্যাপারে সালাতের হুকুম কি হবে?

    ৩. উনার উপর সালাত আদায় করা কতটুকু জরুরী?

    ৪. সালাত আদায় করতে হলে আদায়ের পদ্ধতি কি হবে?

    বিষয়গুলো জানার জন্য ফতোয়া চাই।

  • #2
    জাযাকাল্লাহ।
    ভাই, আমরা দুঃখিত উত্তর দিতে বিলম্ব হওয়ার দরুন। মূলত আমাদের ফতওয়া বিভাগ এখনও অফিসিয়ালভাবে চালু হয় নি।
    তাই আপাতত আপনারা এসব ফতওয়া আপনাদের আশে পাশের দারুল ইফতা/ যোগ্য মুফতিদের থেকে জেনে নিতে পারেন।
    --------
    উত্তরঃ
    জি ভাই, কেউ পাশে দাড়িয়ে থেকে বলে দিবে এবং এভাবে নামাজ আদায় করলে নামায সহীহ হবে ইনশাআল্লাহ।
    [শাইখুল হাদীস আবু ইমরান (দাঃ বাঃ)]


    Comment

    Working...
    X