Announcement

Collapse
No announcement yet.

সকল গুরাবা'র পক্ষ থেকে অনুপ্রেরণামূলক একটি কবিতা >> আমি এক অপরিচিত

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • সকল গুরাবা'র পক্ষ থেকে অনুপ্রেরণামূলক একটি কবিতা >> আমি এক অপরিচিত

    সকল গুরাবা'র পক্ষ থেকে অনুপ্রেরণামূলক একটি কবিতা >> আমি এক অপরিচিত

    আমি এক অপরিচিত----
    মানুষের মাঝে আমার আলোচনা হয় না কখনো;
    তাদের মস্তিষ্কে আমার স্মৃতি ক্ষীণ থেকে ক্ষীণতর।
    আমাকে বলা হয় না----

    'ওহে বৎস!
    পথ চলছি তো নিরবিচ্ছিন্ন
    পথ নিয়ে ভাবছি না মোটে-ও।
    পা জোড়ার সন্ঞ্চালন চলছে অবিরাম, ক্রমাগত।
    সুস্থ নাকি অসুস্থ?! যাই হোক না কেন,
    উন্মত্ত প্রতিযোগিতা, সংকীর্ণ স্বার্থচিন্তা আর স্বার্থ সংরক্ষণকেই-
    বানিয়ে নিয়েছি জীবনের লক্ষ্য!
    তাই... তুমি কি জানো?
    কি সে পথ- যা আমাকে করবে মুক্ত?
    ভাবতে পারব বিহঙ্গ পাখির মতো?
    যে পথ নিয়ে যাবে আমাকে সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে
    আদি ফিতরাতের দাবীগুলো পূর্ণ করে
    আমাকে করবে পবিত্র ও প্রশান্ত।'


    বলে না কেউ আমাকে- এরকম করে
    ক্লান্ত-শ্রান্ত ও লান্ঞ্চিত অথচ সুখে থাকার মিথ্যে ভেক
    তাদেরকে আবদ্ধ করে রাখে!
    তাদের কাছে সহনীয় হয়ে আছে!

    সুসংবাদ হল: গ্বইবকে ঘিরে বাসনা
    কিয়াম আর শাহাদাতের তামান্না
    দুনিয়াবী চাওয়া-পাওয়ার অনুভূতিকে করেছে নিষ্ক্রিয়
    আল্লাহর অনুগ্রহে দারিদ্র্যতা সত্ত্বেও এ অন্তর অভাবমুক্ত।
    Last edited by Abu Zor Gifari; 03-14-2019, 10:45 AM.
    আল্লাহ আমাকে মাফ করুন ও ক্ষমা করে দিন।
    হয়তো শরীয়াহ নয়ত শাহাদাহ।
Working...
X