PDA

View Full Version : দুটি প্রশ্ন- আহলে ইলম ভাইদের সমীপেnidaye tawhid
04-18-2019, 07:51 PM
দুটি প্রশ্ন- আহলে ইলম ভাইদের সমীপে
১.আমরা সাধারণত পার্লামেন্ট এর সদস্যদেরকে তাকফীরে মুআইয়্যান (নিদির্ষ্টভাবে তাকফীর) করে থাকি। এর কারণ কী? যদি এর কারণ কুরআন বিরোধী আইন রচনা হয়ে থাকে তাহলে তো সংবিধান যে ২৮ জন মিলে রচনা করেছিল কাফের শুধু তারাই হওয়ার দরকার। বাকি ৩০০ পার্লামেন্ট সদস্যের প্রত্যেককে (ইসলামিস্টদের বাদে) আমরা কাফের বলি কেন ? তারা তো সেই রচনার সময় ছিলনা!
২. এমপি-মন্ত্রীদের মধ্যে হয়তো কেউ কেউ এমনও আছে যারা শুধু জনগণের খেদমতের নিয়তে এমপি হয়েছে। আল্লাহর আইনের বিরুদ্ধে যুদ্ধ করা তার কোনো উদ্দেশ্য না। তাছাড়া হয়তো অনেকে এমনও আছে, যে জানেই না যে, শরীয়ত বিরোধী আইন রচনা করা কুফরী কাজ। এখন প্রশ্ন হল, এমপি-মন্ত্রীদের অজ্ঞতা তাদের তাকফীরের জন্য মানে বা প্রতিবন্ধক হবে কিনা?
উত্তর তাড়াতাড়ি কাম্য। কাযাকুমুল্লাহ খায়ের।

Bara ibn Malik
04-19-2019, 07:03 AM
ভাই,এই প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়া হয়েছে। ফোরামে ইলম ও জিহাদ ভাইয়ের পোস্টগুলোতে খুজতে পারেন। আর আপনি বলেছেন তাড়াতাড়ি!! ভাই, এভাবে যদি ভাইদের উত্তরের জন্য অনবরত চাপ করি আমরা তাহলে ভাইয়েরা প্রশ্নের উত্তর দিতে দিতেই কাহিল হয়ে পড়বে। আল্লাহ আমাদের সহায় হউন,আমীন।