Announcement

Collapse
No announcement yet.

বিজয়ের মাস রামাদান

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • বিজয়ের মাস রামাদান

    ## রামাদান মাস এমন একটি মাস যা নেকী ও পুণ্য সংগ্রহের অনন্য একটি মাস। এই মাস ইবাদতের মাস , এই মাস দান সদাকার মাস, এই মাস অপরকে ইফতার করানোর মাস। কখনো কি ভেবে দেখেছেন ? আপনি যদি এই আমালগুলী উত্তম পন্থায় আদায় করেন । তাহলে এমন একটি সারাংশ দাঁড়াবে যা আপনাকে চমকে দেবে। আপনি যদি রাসুলের বাণী অনুযায়ী এই ইবাদতের মাসে ইবাদত স্বরূপ গ্রহণ করেন ইলায়ে কালিমাতুল্ল্আহ। আর যদি দান করেন "ফি সাবিলিল্লাহ এর সর্বোত্তম মেযদাকে। এবং আপনি ইফতার করালেন এমন আল্লাহর বান্দাকে যার প্রতিটি মুহূর্ত ফরয ইবাদতে মাশগুল যার সমকক্ষ অন্য কোন আমল নেই। সুবহানাল্লাহ!!
    তাহলে এবার চিন্তা করুন আপনি কোন মাকামে আছেন। আর এমন মাকামে থেকে এমন এমন আ'মাল করলে দীনের বিজয় কেন হবে না?! আর কেনই বা মাজলুমানা যিন্দেগীর অবসান ঘটবে না?!
    আজ থেকে সাড়ে চৌদ্দশত বছরের ইতিহাসের পাতায় খুজঁলে আপনি এই মাসটিকেই পাবেন "বিজয়ের মাস" বদর থেকে শুরু করে অসংখ্য জয় এই মাসেই ছিনিয়ে এনেছেন রাসুল-সাহাবা থেকে শুরু করে তাবেয়ী, তাবে তাবেয়ী সহ দীনের পথের অতন্দ্র প্রহরীরা। সাম্প্রতিক সময়ে আপনি চাইলে আফগান,সিরিয়ায় নযর বুলাতে পারেন।

    কিন্তু আফসোস রামাদান যেন আমাদের জন্য পরাজয়ের মাস,দুঃখ-দুর্দশার মাস। রামাদান আসলে আমাদের হতাশা আর অনিশ্চয়তার জীবন যাপন শুরু হয়। চীনের উইঘুর, কাশ্মীর, আরাকান, ফিলিস্তিন সহ অসংখ্য মুসলিম রাষ্ট্রগুলীর মুসলমানের নির্যাতনের রূপরেখা কোন কাতেবের কালিতে অংকন করা সম্ভব নয়। কিন্তু কেন এই হাল?! এর প্রতিকার কী?

    আশ্চর্য! যেই মাস আমাদের পূর্বপুরুষদের বিজয়ের মাস আজ আমাদের জন্য সেটা পরাজয়ের মাস। আল্লাহ তুমি আমাদের গৌরবময় অতীত ফিরিয়ে দাও! সালাফের পদাংক অনুসরণ করার তৌফিক দাও! ইবাদতের মাসে সর্বোত্তম পন্থায় সর্বোত্তম ইবাদত করার তৌফিক দাও!
    আমীন ! আমীন !! আমীন !!!
Working...
X