PDA

View Full Version : হৃদয়ের চাবি...।alyaumul jadeed
06-17-2019, 10:34 PM
হৃদয় অনেকগুলো পাথরের স্তরে আবৃত থাকে। প্রত্যেক স্তর এক বা একাধিক তালা দ্বারা বন্ধ করা থাকে।

এই তালাগুলোর চাবি একটাই, কিন্তু একবারে একটার বেশি তালা খুলে না। চাবিটা হচ্ছে হতাশা বা ডিপ্রেশন।

আল্লাহ তাঁর যেই বান্দাকে যত বেশি ভালবাসেন, তাঁকে তত বেশি পরীক্ষা করেন। প্রত্যেক পরীক্ষায় আল্লাহ তাঁর হৃদয়কে হতাশা দিয়ে একবার বারি মারেন, আর একটা করে তালা খুলে যায়। এভাবে যাঁকে যত বেশি ভালবাসেন, তাঁর হৃদয়কে তত বেশি করে বারি মারেন। আর এভাবে বারি মারতে মারতে তাঁর হৃদয়কে তিনি যতটুক চান ততটুক খুলে দেন, যতক্ষণ না তিনি তাঁকে নিজের কাছে তুলে নেন।

এবং হৃদয় যত খুলতে থাকে, বিস্ময় ততই বাড়তে থাকে, সুবহানাল্লাহ...!

বারি খেতে খেতে বান্দার হৃদয় এক সময় এতই নরম হয়ে যায়... হায়......... এতই নরম হয়ে যায় যে, উমার রাদিয়াল্লাহু 'আনহুর মতো কঠোর হৃদয়ের মানুষও অশ্রু ঝরাতে ঝরাতে ক্লান্ত হয়ে যান...!!!

এটা তো একটা আজব দুঃখ মিশ্রিত সুখ...। কিন্তু একটা খুব সুন্দর জিনিসও আছে, জানেন...?!

এই হৃদয় যখন একটা নির্দিষ্ট পর্যাযে যায়, তখন সে আল্লাহকে অনুভব করতে শুরু করে, ঠিক যেমন আমরা বাতাসকে অনুভব করতে পারি। তার মনে হতে থাকে যে তার রব তার সাথেই আছে, তাকে দেখছে, তাকে সাহস দিচ্ছে, আশা দিচ্ছে...! সুবহানাল্লাহ...! সে যখন দোয়া করে, তাঁর দোয়া কবুল হয়ে যায়...! যদিও কখনও কখনও তা অসম্ভব মনে হয়...!!

আরও গভির স্তরে গেলে তো সে অন্য দুনিয়ার বাসিন্দা হয়ে যায়...! তাঁর সাহায্যে আল্লাহ ফেরেশতা সৈন্য পর্যন্ত পাঠিয়ে দেন...! অন্ধকারে তাঁর চার পাশে আলো ছড়িয়ে পড়ে...! এমনকি তাঁর দোয়ায় সূর্য পর্যন্ত থেমে যায়...! আল্লাহু আকবার...!

কিন্তু তার সাথে আসে দুঃখ, আর অঝোর ধারার অশ্রু...! আশলে বান্দা বুঝতে না চাইলেও আল্লাহ চান তাঁর বান্দাকে তাঁর জন্য নির্ধারিত উচ্চ মাকামে নিয়ে যেতে, তাঁর হৃদয়ের ও অন্তরের আবর্জনা ছেঁকে বের করে দিতে...। যেন শেষ পর্যন্ত এমন অবস্থার আবীর্ভাব হয় যেন বান্দা আল্লাহর সাথে মিলিত হওয়া ছাড়া কোনোভাবেই আর শান্ত থাকতে পারে না...! এবং তার পরেই তিনি তাঁকে নিজের কাছে তুলে নেন...! সুবহানাল্লাহ...!

আল্লাহ যেন আমাদেরকে তাঁর প্রিয় বান্দাদের মধ্যে কবুল করে নেন, অন্ধকারে যাঁদের চার পাশ আলোকিত হয়ে যায়, যাঁদের হৃদয় আল্লাহর সাথে একা সময় কাটাতে আসক্ত হয়ে পড়ে...! আমীন...!!! আমীন......!!! আমীন...............!!!

Harridil Mu'mineen
06-18-2019, 03:56 PM
মাশা আল্লাহ্। খুবই উত্তম পোষ্ট। জাযাকাল্লাহু খাইরান।

কালো পতাকাবাহী
06-18-2019, 04:05 PM
মাশা'আল্লাহ! খুবই সুন্দর ও উপকারী পোষ্ট। আল্লাহ সুব. আপনার 'ইলমে বারাকাহ দান করুন,আমীন।

খুররাম আশিক
06-18-2019, 04:20 PM
আখি,খুব সুন্দর পোস্ট করেছেন। আল্লাহ কবুল করুন আমীন।
আল্লাহ, আপনি আমাদের কখনো ছেড়ে যায়েন না।

alyaumul jadeed
06-18-2019, 09:45 PM
মাশা'আল্লাহ! খুবই সুন্দর ও উপকারী পোষ্ট। আল্লাহ সুব. আপনার 'ইলমে বারাকাহ দান করুন,আমীন।

আমীন ভাই...! জাযাকাল্লাহু খাইরা...!

alyaumul jadeed
06-18-2019, 09:46 PM
আখি,খুব সুন্দর পোস্ট করেছেন। আল্লাহ কবুল করুন আমীন।
আল্লাহ, আপনি আমাদের কখনো ছেড়ে যায়েন না।

আমীন ভাই ... :)

abu ahmad
06-19-2019, 10:15 AM
মাসাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই...অনেক ভাল লাগল পড়ে..অজান্তেই চোখ অশ্রুসিক্ত হয়ে গেল...আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন...এই কামনা মহামহিম রাব্বুল আলামীনের দরবারে...! আল্লাহুম্মা তাকাব্বাল