Announcement

Collapse
No announcement yet.

"কিছু না করলে হেলমান্দ হাতছাড়া হয়ে যাবে

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "কিছু না করলে হেলমান্দ হাতছাড়া হয়ে যাবে

    শিরোনামের উক্তিটি হচ্ছে, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রাসুলইয়ার।
    যা তিনি অবগত করেছেন আফগানিস্থানের প্রেসিডেন্ট আশরাফ গণিকে উদ্দেশ্য করে।
    তাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে,

    গত দুই দিনে তালেবানের হামলায় ৯০ জন সৈন্য মারা যাওয়ার পর তিনি ফেসবুকে প্রেসিডেন্ট আশরাফ গণিকে উদ্দেশ্য করে লিখেছেন-
    কিছু না করলে হেলমান্দ হাতছাড়া হয়ে যাবে।


    ফেসবুকে তার বার্তায় তিনি লিখেছেন, ‘ফেসবুকের মাধ্যমে এ ধরণের বার্তা দেওয়াটা সঠিক নয়, কিন্তু হেলমান্দ শত্রুদের হাতে চলে যেতে পারে।...।’


    ঐ কর্মকর্তা আরো লিখেছেন, ‘সহকর্মীরা প্রেসিডেন্টকে সঠিক চিত্রটি বলছেন না,’ এ জন্যই তিনি সরাসরি প্রেসিডেন্টের কাছে সরাসরি তার হস্তক্ষেপের জন্য আবেদন করছেন।


    ফেসবুকের স্ট্যাটাসে রাসুলইয়ার প্রেসিডেন্ট গনিকে উদ্দেশ্যে করে লিখেছেন, ‘তাড়াতাড়ি কিছু করুন। জীবণ-মরণ অবস্থা থেকে হেলমান্দকে বাঁচান। যারা আপনাকে বলছে, সবকিছু স্বাভাবিক আছে, তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিন।’


    আফগানিস্তানে কোনো আঞ্চলিক কর্মকর্তার কাছে থেকে ইন্টারনেটে সামাজিক মাধ্যম ব্যবহার করে এভাবে খোলাখুলি সরকার বা প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে কথা বলার কোনো নমুনা বিরল।


    ফেসবুকে এই বার্তায় স্পষ্টতই অস্বস্তিতে পড়েছে আফগান সরকার।


    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকী বিবিসিকে বলেছেন, রাসুলইয়ার হেলমান্দে যে প্রাণহানির কথা লিখেছেন, সে ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হবে।

    http://www.rtnn.net/bangla//newsdeta...4#.VndWc17ltdg

  • #2
    ইনশাআল্লাহ্* বিজয় অতি সন্নিকটে।

    Comment

    Working...
    X