Announcement

Collapse
No announcement yet.

Operation Unthinkable: তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Operation Unthinkable: তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা।

    operation unthinkable এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মিত্র শক্তি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শুরু করতে গিয়েছিল এক নতুন যুদ্ধ।কিন্তু operation unthinkable এর কথা টানতে গেলে কিছু কথা বলে রাখা ভালো।
    1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে অক্ষ শক্তি আর মিত্র শক্তিদের মাঝে ভার্সাই চুক্তি হয়। ভার্সাই চুক্তি হওয়ার পরেই জার্মানির উপর বিভিন্ন বিধিনিষেধ-নিষেধাজ্ঞা পড়ে।কিন্তু বিশ্বযুদ্ধের পরেই লেনিনের নেতৃত্বে রাশান সাম্রাজ্য শুরু হয় বিপ্লব।সোভিয়েত ইউনিয়ন নামে নতুন ভাবে আরম্ভ করে এক যুগের।কার্ল ম্যাক্স এর সমাজতন্ত্র আকর্ষন করে ইউরোপজুড়ে হাজারো শ্রমিক-নিষ্পেষিতদের।ব্রিটেন-ফ্রান্স-আমেরিকার বুর্জোয়াও শ্রেনীরা চিন্তিত হয়ে পড়ে।এই সময়ে হিটলারের নেতৃত্বে জার্মানীও নতুন যুগে প্রবলভাবে প্রবেশ করে।ভার্সাই চুক্তির ধারাগুলোকে একের পর এক ভেঙ্গে ফেলতে শুরু করে নাৎসী সরকার।কিন্তু ইউরোপের মোড়ল ব্রিটেন-ফ্রান্স হিটলারকে নিয়ে তখন চিন্তিত ছিল না,হিটলারের শক্তিকে অনেকটা তারা প্রচারেই সীমাবদ্ধ ভাবতো।তাদের কাছে নাৎসী জার্মান থেকেও বড় শত্রু ছিল সোভিয়েত রাশিয়া।কারন সোভিয়েত রাশিয়ার বদৌলতে ফ্রান্স-ব্রিটেনে সোসিয়ালিস্ট পার্টির জনপ্রিয়তা বাড়তেছিলো।এতে বিচলিত হয়ে পড়ে বুর্জোয়া শ্রেনী। হিটলারের সমাজতন্ত্রবিরোধী নীতি দেখে ব্রিটেন-ফ্রান্স জার্মানীকে দাঁড় করিয়েছিলো সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে এক দানব হিসবে।হিটলারকে তো বাধ দেইনাই উলটা সুযোগসুবিধা দিয়েছিল।হিটলারও কম যান না,১৯৩৯ সালে ব্রিটেন-ফ্রান্সের চোখে ধুলো দিয়ে সোভিয়েতের সাথে ১০ বছরের অনাক্রমন চুক্তি করেন(যদিও ২ বছরের মাথায় চুক্তি ভেঙ্গে সোভিয়েত আক্রমনের নির্দেশ দেন)

    জার্মানীর পোল্যান্ড আক্রমনের মধ্যে দিয়ে ১৯৩৯ এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। ফ্রান্স-ব্রিটেন যে দানব তৈরী করেছিল,তা শেষে তাদেরকেই কামড় বসায়।সোভিয়েত ইউনিয়নকেও আক্রমন করে।শেষে বিশাল ধ্বংসযজ্ঞ আর নারকীয় হত্যাকান্ডের পর ১৯৪৫ এ শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

    কিন্তু যুদ্ধের পরে পূর্ব ইউরোপের প্রায় পুরোটাই ছিল সোভিয়েতের হাতে।স্টালিনের স্বভাব ছিল হটকারিতায় ভরপুর।আবার সমাজতন্ত্রের প্রতি ব্রিটেন-আমেরিকার আগের দ্বন্দ্ব তো আছেই।তাই সোভিয়েত ইউনিয়নকে পুরো যুদ্ধ সরিয়ে দিতে এক নতুন অপারেশনের প্ল্যান করা হয়েছিল,যেটার নাম operation unthinkable.

    স্টালিনের হটকারিতার উপর সন্দেহ ছিল সোভিয়েত ইউনিয়ন আবার পশ্চিম ইউরোপের উপর আক্রমন করে বসতে পারে।তাই পোল্যান্ডসহ পূর্ব ইউরোপ দখল নিতে ব্রিটেন এক বিরাট পরিকল্পনা নেয়। সোভিয়েত ইউনিয়নের ম্যানপাওয়ার বেশি থাকার জন্য জার্মানীর আত্মসমর্পণকারী সৈন্যদেরও অপারেশনের অন্তর্ভূক্ত করা হয়।মূলত এটি ছিল মিত্র শক্তি আর সোভিয়েতদের বিশ্বাস না থাকার ফলাফল।তবে এই অপারেশনের মূল দায়িত্বে ছিল ব্রিটিশ সাম্রজ্য।(তার সাথে জার্মানী,ইতালি,ফ্রান্স এর সৈন্যরা) সাথে আমেরিকা তার পূর্ব ফ্রন্টে জাপানের সাথে যুদ্ধ সত্ত্বেও সর্বোচ্চ দিয়ে যুদ্ধ করবে।

    কিন্তু,বিধিবাম সোভিয়েতরা তাদের গুপ্তচরদের(cambridge five) মাধ্যমে এই অভিযানের পরিকল্পনা জেনে যায়।ফলে দ্রুতই সোভিয়েত রেডগার্ডকে ডিফেন্সিভ পজিশনে থাকার জন্য বলা হয়েছিল স্বয়ং সোভিয়েত কমান্ডার Jhukov.

    কিন্তু পূর্ব ফ্রন্টে জাপান তখনো আত্নসমর্পন করে নাই।তাই আমেরিকা দুইদিকেই যুদ্ধ চালানোর জন্য দ্বিধাগ্রস্থ ছিল।আবার সোভিয়েত দখলকৃত এলাকায় আক্রমন চালালে সোভিয়েত-জাপান তুমুলগতিতে মিত্রে পরিনত হবে,তখন যুদ্ধ ঘুরে যেতে পারে।মিত্রতা গড়ে তুলবে বলে আমেরিকার ধারনা ।ফলে যুদ্ধ আরো এগিয়ে যাবে।এমনিতেই যুদ্ধের ফলে আমেরিকা ছাড়া বাকিদের অর্থনীতি ভেঙ্গে গিয়েছিল।তবে তাও পরিকল্পনা এগিয়ে যায়,ব্রিটেনের প্রাইম মিনিস্টার নির্বাচনের তারিখে অপারেশনের তারিখ নির্বাচিত হয়।

    এভাবে এমন বহু দ্বিধাদন্দ্বের ফলে ভেস্তে যায় অপারেশন unthinkable এর প্ল্যান।আর এমনভাবে শুরু হয় cold war বা স্নায়ু যুদ্ধ
    শরিয়াহর জন্য আমরা নিবেদিত.....

  • #2
    আল্লাহ তা‘আলা আপনার সকল মেহনতকে কবুল করুন এবং আমাদেরকে উপকৃত করুন। আমীন
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment

    Working...
    X