Announcement

Collapse
No announcement yet.

হারিয়ে যাওয়া সুন্নাহঃ পর্ব ৬

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • হারিয়ে যাওয়া সুন্নাহঃ পর্ব ৬

    হারিয়ে যাওয়া সুন্নাহঃ পর্ব ৬

    কবর জিয়ারত করা


    আবু হুরাইরা রা. থেকে বর্ণিত,তিনি বলেন,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মায়ের কবর জিয়ারত করতে গেলেন ৷
    সেখানে তিনি নিজেও কাঁদলেন এবং আশেপাশের লোকদেরকেও কাঁদালেন ৷
    অতঃপর বললেন,আমি আমার রবের কাছে তার ব্যাপারে ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলাম,কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি ৷
    তারপর আমি তাঁর ব্যাপারে কবর জিয়ারতের অনুমতি চাইলাম ৷
    তখন আমাকে অনুমতি দেওয়া হলো ৷
    সুতরাং তোমরা কবর জিয়ারত করো ৷
    কারণ, তা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় ৷
    সহীহু মুসলিমঃ ৯৭৬



    বুরাইদা রা. থেকে বর্ণিত,তিনি বলেন,রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
    আমি তোমাদের কবর জিয়ারত করা থেকে নিষেধ করতাম,এখন তোমরা কবর জিয়ারত করো ৷
    আমি তোমাদেরকে কুরবানির গোশত তিন দিনের অধিক সময় রাখতে নিষেধ করতাম,কিন্তু এখন যতদিন সম্ভব তোমরা সংরক্ষন করতে পারো ৷
    তোমাদের নাবিজ (খেজুর ভেজানো পানি) মশক ব্যতীত অন্য পাত্র থেকে পান করা হতে নিষেধ করতাম,এখন তোমরা সব পাত্র থেকেই পান করতে পারো,কিন্তু নেশা চলে আসলে পান কোরো না ৷
    সহীহু মুসলিমঃ ৯৭৭


    অপর এক বর্ণনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
    আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম,তবে এখন জিয়ারত করতে পারো ৷
    কারণ,কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় ৷
    সুনানু আবি দাউদঃ ৩২৩৫



    আয়িশা রা.থেকে বর্ণিত,তিনি বলেন,যে রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে থাকতেন,সে রাতের শেষভাগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাকি কবরস্থানে চলে যেতেন ৷
    তারপর এই দুআ পড়তেন,
    অর্থঃ
    তোমাদের উপর সালাম বর্ষিত হোক,ওহে ঈমানদার কবরবাসী! পরকালীন যেসব প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল,তা তোমাদের নিকট এসে গেছে ৷
    আর আল্লাহর ইচ্ছায় আমরাও তোমাদের সাথে মিলিত হব ৷
    হে আল্লাহ! বাকি গারকাদ কবরবাসীদের তুমি ক্ষমা করে দাও ৷
    সহীহু মুসলিমঃ ৯৭৪



    রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর জিয়ারতের প্রতি উৎসাহ প্রদানের পাশাপাশি কবর জিয়ারত সম্পর্কিত নিষিদ্ধ বিষয়াবলিও স্পষ্ট করে দিয়েছেন ৷

    আবু মারসাদ গানাবি রা. থেকে বর্ণিত,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
    তোমরা কবরের উপর বোসো না এবং সেদিকে ফিরে সালাত আদায় কোরো না ৷
    গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

  • #2
    মাশাআল্লাহ, খুব উপকারী পোষ্ট।
    আল্লাহ তা‘আলা আপনার মেহনতকে কবুল করুন এবং আমাদেরকে আমল করার তাওফিক দান করুন। আমীন
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment

    Working...
    X