PDA

View Full Version : ইতিহাসের পাতা থেকেabu ubadah
03-23-2020, 03:27 PM
একটি সৈন্য বাহিনী ! সংখ্যা তেমন বেশি না, মাত্র ১৫০০০ হাজার যুদ্ধ থেকে ফিরছে, ক্লান্ত পরিস্রান্ত, কেউ কেউ গুরুতর আহত । এক জাগায় তারা বিশ্রামের জন্য তাবু গাড়ল, তাদের সেনাপতি ঘুরে ঘুরে দেখছিল আর খোঁজ নিচ্ছিল সৈন্যদের, হঠাৎ তার কাছে খবর আসল রোমান সেনাপতি রোমানোস ৩ লক্ষ সৈন্য নিয়ে তার দিকে এগিয়ে আসছে.....! সেনাপতি কিংকর্তব্যবিমূঢ় !! এখন কি উপায় আমি কি করব... এই আহত সৈন্যদের মৃত্যু*মুখে ঠেলে দিব.... নাকি তাদের নিয়েই ঝাপিয়ে পড়ব... চিন্তায় বিভর হয়ে নিজ তাবুতে গিয়ে বসে পড়লেন , হতাশার সাগরে নিমজ্জিত তিনি হঠাৎ সম্মতি ফিরে পেলেন ...একটি আয়াত মনে পড়ল তার ... "কত অল্প সংখ্যক দল আধিক্যের উপর বিজয় লাভ করেছে" তিনি চিৎকার দিয়ে বলতে লাগলেন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য ! নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য !! অতপর তিনি করপুর মেখে কাফনের কাপড় পরিধান করে তাবু থেকে বের হলেন... এবং সৈন্যদের উদ্দেশ্যে বললেন ! হে আমার প্রিয় ভাই শত্রুরা আমাদের দিকে ধেয়ে আসছে... অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অপর দিকে আমরা ক্লান্ত সংখাতেও কম... কিন্তু মুসলমান কখনো সংধিক্যের কারণে জয় লাভ করেনি.... করেছে ইমানি বলে... তাই আজ তোমাদের ইমানি পরিক্ষার সময় এসেছে , আল্লাহ তোমাদের ভালোবাসেন তাই তোমাদের পরিক্ষা করতে চান...আমি তোমাদের জোর করবো না যারা এই পরিক্ষায় অংশ নিতে চাও কাফনের কাপড় পরে নাও এবং আমার সাথে রওনা হও.... সাথে সাথে সমস্ত সৈনিক তার সাথে যোগ দিল... তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে যাত্রা শুরু করলেন...যখন দুই দল মুখোমুখি হল.. তখন সেনাপতি তাদের দেখে মুচকি হাসলেন আর আল্লাহর কাছে মিনতি করলেন.. হে আল্লাহ আমি কাফনের কাপড় পরেছি এটাকে আর খুলিও না... এই কাপড়ে হাশরে হাজির হওয়ার তাওফিক দান করো.... কিন্তু আল্লাহ চাচ্ছিলেন অন্য কিছু.... তিনি আবারও প্রমান করলেন মুসলমান কখনো সংখাধিক্যের কারণে বিজিত হয় না..... তিনি এক বিশাল জয় এনে দিলেন... রোমানোস বন্দি হল ।
এই সেনাপতির নাম ছিল আল্প আরসালান তিনি সেলজুকের সুলতান.... এই যুদ্ধের নাম ছিল মালাজগির্দের যুদ্ধ .যা বাইজেন্টাইনদের জন্য অনেক বড় পরাজয় ছিল...আর তা সংঘটিত হয়েছিল ১০১৭ ঈসায়ীতে ।