Announcement

Collapse
No announcement yet.

স্বপ্নে বিজয়ের সংবাদ পেয়েছি

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • স্বপ্নে বিজয়ের সংবাদ পেয়েছি

    بسم الله الرحمٰن الرحيم



    সায়্যিদুনা, আমিরুল মু'মিনীন হযরত আবু-বকর রাদ্বিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করেন, সেদিন রাতে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আয-যুহারী রাদ্বিয়াল্লাহু আনহু একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটি তিনি হযরত উমর রাদ্বিয়াল্লাহু আনহুকে শোনান। তিনি বলেন, 'আমি দামেস্কের চতুপার্শ্বে মুসলামনদেরকে আল্লাহু আকবার স্লোগানসহ যুদ্ধরত অবস্থায় দেখেছি। এ সময় দেখলাম, একটি দূর্গ মাটিতে সম্পূর্ণ ধ্বসে গেছে। খালিদ রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখলাম তিনি তরবারি হাতে দামেস্কে প্রবেশ করছেন। এ সময় তাঁর সামনে আগুন দেখতে পেলাম এবং এ আগুনে যেন তিনি পুড়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ আগুন নিভে গেলো। '
    এ স্বপ্নের কথা হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু শুনে বলেন বলেন, 'সুুসংবাদ গ্রহণ করুন। আজ রাত বা আজ দিনেই ইন শা আল্লাহ দামেস্ক আমাদের হাতে পদানত হবে।'

    এর কয়েকদিন পর হযরত আবু-উবাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহুর নির্দেশে দামেস্ক বিজয়ের সুসংবাদ নিয়ে মদীনায় উপস্থিত হন হযরত উকবা ইবনে আমির আল-জুহানী রাদ্বিয়াল্লাহু আনহু। তিনি আসার পর হযরত উমর রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে জিজ্ঞেস করলেন, 'আপনি রওয়ানা দিয়েছেন কতদিন হয়েছে?' তিনি বললেন, 'এক সপ্তাহ।'

    হযরত উমর রাদ্বিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, 'কী সংবাদ নিয়ে এসেছেন? ' হযরত উকবা ইবনে আমির আল-জুহানী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, 'ভালো। শীঘ্রই আমি হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে জানাতে চাই।' হযরত উমর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, 'তিনি ইন্তেকাল করে আল্লাহ সুবহানাহু তা'য়ালার নিকট চলে গেছেন এবং দুর্বল শরীরের উমরকে খেলাফতের দায়িত্ব অর্পণ করে গেছেন। সে যদি ইনসাফ করে, তাহলে মুক্তি পাবে। আর যদি বে-ইনসাফ বা দায়িত্বে অবহেলা করে, তাহলে ধ্বংস হবে।'
    হযরত উকবা বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, 'আমি হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুর ইন্তিকালের সংবাদ শুনে কাঁদলাম এবং তাঁর জন্য আল্লাহর নিকট তাঁর রহমতের দোয়া করলাম। অতঃপর হযরত উমর রাদ্বিয়াল্লাহু আনহুকে হযরত আবু উবাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহুর পত্রটা হস্তান্তর করলাম। হযরত উমর রাদ্বিয়াল্লাহু আনহু পত্রটি পড়ে জুম'আর নামায পর্যন্ত অপেক্ষা করলেন। নামায শেষে যখন তিনি সমবেত মুসলমানদেরকে দামেস্ক বিজয়ের সুসংবাদ শোনালেন, তখন সকলে সমস্বরে 'আল্লাহ আকবার' ও 'লা ইলাহা ইল্লাল্লাহ'র শ্লোগান দিলেন এবং এবং আনন্দ প্রকাশ করলেন।

    সূত্রঃ আল্লামা ওয়াকেদি রাহ. সম্বলিত অমর গ্রন্থ ফুতুহুশ শাম থেকে নেয়া।
Working...
X