Announcement

Collapse
No announcement yet.

দক্ষ ও উপযুক্ত মালির সন্ধানে!

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • দক্ষ ও উপযুক্ত মালির সন্ধানে!


    বর্তমান এ পৃথীবিতে দক্ষ মানুষের বড়ই অভাব। রীতিমত দুর্ভিক্ষ বলা যায়। দক্ষ হয়ে গড়ে উঠার মত মানুষের অভাব, আমি এটা বলছিনা। বরং দক্ষ মানুষের অভাব। অভাব উপযুক্ত পরিচর্যার। অভাব সুন্দর আর সম্ভাবনাময় বীজ গুলোকে যত্ন করার মত লোকের; কেননা বীজ তো আছে প্রচুর, কিন্তু উপযুক্ত মালির অভাব।
    আমাদের আশে পাশে, আমাদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, এমন কত মানুষ আছে, আছে সম্ভাবনাময় অনেক বীজ, যাদের পিছনে ভালো মেহনত করলে, দরদ নিয়ে সময় দিলে, উপযুক্ত পরিচর্যা করলে তারা হয়ে উঠবে যুগের সালাহুদ্দীন, কাসেম নানুতুবী, আর মুহাম্মাদ বিন কাসেম। কিন্তু উপযুক্ত মালীর অভাবের কারণে বনে লাগানো সুন্দর সম্ভাবনাময় ‘বীজগুলো' অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে। পাখি-পোকা খেয়ে ফেলছে!
    সালাউদ্দিন হওয়ার মত লোক তো আছে বহুত; কিন্তু অভাব গড়ে তোলার মত নুরুদ্দিন জাঙ্কীর। মোহাম্মাদ বিন কাসেম হওয়ার মত লোক তো আছে বহুত; কিন্তু গড়ে তোলার জন্য অভাব কুতায়বা বিন মুসলিম আর হাজ্জাজ বিন ইউসুফদের।
    আবু হানিফার দক্ষ হাতের পরশ পেলে, দরদ মাখা দিলের মেহনত পেলেই আবু ইউসুফ, ‘কাজী এবং ফকীহ আবু ইউসুফ’ হবে। তাই তুমি বীজের ক্ষুদ্রতা নিয়ে ভেবোনা। সেদিকে মনোযোগ দিয়োনা। তুমি শুধু উপযুক্ত বীজ উর্বর মাটিতে রোপন করে যথাযথ যত্ন করে যাও। দেখবে, তোমার ছোট্ট এই বীজটি কত বড় মহীরুহ হয়ে উঠছে! ফলে-ফুলে নিজে সাজছে আর অপরকে তৃপ্তি দিচ্ছে,দর্শককে মুগ্ধ করছে। পরিবেশকে নির্মল করছে।
    কিন্তু পশ্চিমা সভ্যতা যেভাবে আমাদের মন মস্তিষ্কে গেঁড়ে বসেছে, যেভাবে আমাদের জীবনমান নিয়ন্ত্রন করছে মুসলিম বিশ্ব যে হারে তাদের উপর নির্ভর্শীল হয়ে উঠছে, তাতে উপযুক্ত মালি তৈরী করা এবং দক্ষ মালি হয়ে বেড়ে উঠা বড়ই কঠিন। বড় চ্যালেঞ্জের বিষয়। কিন্তু এই পৃথীবিতে আমাদের উত্থান ও আমাদের আসা সবই তো মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে অন্ধকারের গলি পথ থেকে বের করে হেদায়েত ও নববী আলোর রাজপথে নিয়ে আসার জন্য। তাই আমাদেরকে এই দুনিয়াতে একটু-আধটু কষ্ট তো করতে হবেই। বিরোধীদের কটু-কথা শুনতে হবেই। হয়ত বা গা-টাও একটু জ্বালাপোড়া করবে। হয়ত মন চাবে বিপদ সঙ্কুল ও বন্ধুর এ পথ ছেড়ে দিয়ে অন্যদের মত একটু আরামে থাকতে। একটু ভোগ বিলাসে মত্ত হয়ে যেতে। দুনিয়ার স্বাদটা একটু চেখে দেখতে। কিন্তু তাই বলে কি এ সব করা যাবে! নববী এ পথ কি ছেড়ে দেয়া যাবে ! শহীদদের এ পথকে কি পরিত্যাগ করা হবে !! সর্বোপরি দ্বীন কায়েমের এ পথ থেকে কি বিচ্ছিন্ন হওয়া যাবে !!!
    এই দুনিয়াটা আর ক'দিনের? নশ্বর এই দুনিয়া আর কতটুকু সুন্দর, কতটুকু মনোমুগ্ধকর ? এ দুনিয়া এবং এতে যা সৌন্দর্য আছে সবই তো মাত্র দু'দিনের। দু'দিন পরে মৃত্যুর সময় চোখ বুঝলে তো সবই অন্ধকার হয়ে যাবে, সব সুন্দর-ই বিদায় নেবে। তখন কি দুর্গন্ধময় এ পৃথিবীর চোখ ধাঁধানো আলো আর দেখা যাবে ? যাদের জন্য আমি দ্বীনের পথকে ছেড়ে দিব (!) তাদের চেহারাটুকু দেখা যাবে ? দেখা গেলেও কি তারা চরম এই বিপদের সময় আমার কোন কাজে আসবে? না তারা কোন কাজেই আসবেনা। বরং তারাই তখন সাহায্যের মুখাপেক্ষী থাকবে।
    তাই বলি কী, উপযুক্ত মালী হয়ে গড়ে উঠার চেষ্টায় ব্রতী হও। উপযুক্ত করে অন্যদেরকে গড়ে তুলতে চেষ্টা কর। তাহলে দেখবে ময়দানে-মাহশারের সেই কঠিন দিনে, তোমার এত এত সাওয়াব যা ইনশাআল্লাহ তোমাকে খুশী করিয়ে দিব। হ্যাঁ, এই সবের জন্য লাগবে অন্তরের ইখলাস আর দিলের তড়প। লাগবে ব্যাথাতুর একটি হৃদয়। লাগবে উম্মাহর চিন্তায় বিভোর হয়ে যাওয়ার মতন একটি চিত্ত। তাহলেই ইনশাআল্লাহ সফলতা তোমার পদচুম্বন করবে। দেখবে উপযুক্ত মালীর অভাব আর হবেনা। সম্ভাবনাময় বীজগুলো আর এভাবে নষ্ট হবেনা। তখন তোমার প্রিয় উম্মাহ হাঁসবে। পৃথিবীটা আবারো সুখে শান্তিতে ভরে উঠবে। আবারো কায়েম হবে এই জমীনে জমীনের মালিকের হুকুম। ইনশাআল্লাহ ।
    সম্মানিত পাঠক, তুমি কি কিছু শিখতে পেরেছ এই প্রবন্ধ থেকে? যদি উত্তর হয়ে থাকে হ্যাঁ,। তাহলে তুমি আল্লাহর ওয়াস্তে এই শিক্ষাটুকু জীবনে কাজে লাগিও!!
    আল্লাহ্ আমাদেরকে তাওফীক দান করুন। আমীন।
    Last edited by Munshi Abdur Rahman; 01-16-2023, 04:14 PM.
    আমরা গড়তে চাই, ধ্বংস নয়; আমরা ঐক্যবদ্ধ হতে চাই, বিভক্তি নয়; আমরা সামনে এগিয়ে যেতে চাই, পিছনে নয়! শাইখুনা আবু মোহাম্মাদ আইমান হাফিঃ

  • #2
    বলার ভাষা হারিয়ে ফেলেছি। সত্যিই সুন্দর, বড় অসাধারণ হৃদয়গ্রাহী এ মুক্তামালা, আছে কি কেউ সংগ্রহ করবে??
    হে মু'মিনগণ! তোমরা আল্লাহর সাহায্যকারী হও।

    Comment


    • #3
      মাশাআল্লাহ,,,
      খুবই চমৎকার ভাবে মনের আবেগগুলো প্রকাশ করেছেন
      আল্লাহ তা'আলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তাওফিক দান করুন,,,
      আমিন
      মুমিনের একটাই স্লোগান,''হয়তো শরীয়াহ''নয়তো শাহাদাহ''

      Comment


      • #4
        অনেক ভালো লিখেছেন প্রিয় ভাই!
        অনেক কিছু ভাবার আছে। আমাদের সমাজে অনেক ভাই আছেন আসলেই তাদের মধ্যে অনেক যোগ্যতা আছে কিন্তু এগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। দরদী মালীর অনেক অভাব আর সেই সাথে যোগ্যতারো। অন্যের হাত ধরে সামনে হাটতে হলে কিভাবে হাত ধরতে হয় তাও জেনে নিতে হয়।
        জীবনের ছোট -বড় সকল বিষয়ে সুন্নাহর উপর আমল করো, সর্বপরকার বিদ'আত থেকে দূরে থাকো! আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহর নবীকে অনুসরণ কর।

        Comment


        • #5
          হ্যা ভাই অনেক কিছু শিখতে পেরেছি। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম বিনিময় দান করুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলোবাস্তবায়ন। অনেক কিছুই বলা, ভাবা সহজ কিন্তু কাজে পরিণত করা অনেক কঠিন।
          খুব মনে পড়ছে একটা নাশিদ। আছেন কি কেউ কান পেতে শোনবেন
          শিষাডালা প্রাচীরের কর্মীরা কই,
          এই সমাজে তোমাদের বড় প্রয়োজন
          বসে থাকা কিছুতেই সাজে না এখন
          থাক যদি বসে মাঝ পথে এসে মিলবে কি করে মঞ্জিল
          ওরবে কি করে আবাবিল
          জীবনের ছোট -বড় সকল বিষয়ে সুন্নাহর উপর আমল করো, সর্বপরকার বিদ'আত থেকে দূরে থাকো! আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহর নবীকে অনুসরণ কর।

          Comment


          • #6
            মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় পোস্ট।
            লেখাটিতে চিন্তার যথেষ্ট খোরাক আছে।
            বাস্তবতার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন।
            জাযাকুমুল্লাহু খাইরান।
            এমন লেখার ধারাবাহিকতা বজায় রাখা উচিত।
            “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

            Comment


            • #7
              আল্লাহ আমাদের তাওফিক দান করুন, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো।
              চিন্তাশীলদের জন্য খোরাক আছে।
              ولو ارادوا الخروج لاعدواله عدةولکن کره الله انبعاثهم فثبطهم وقیل اقعدوا مع القعدین.

              Comment


              • #8
                মাশা'আল্লাহ! খুব সুন্দর ও উত্তম প্রবন্ধ। এই ধরণের লিখার ধারাবাহিকতা কামনা করছি ভাই।
                বিবেক দিয়ে কোরআনকে নয়,
                কোরআন দিয়ে বিবেক চালাতে চাই।

                Comment


                • #9
                  জাযাকাল্লাহু খাইরান! অনেক গুরুত্বপূর্ণ লেখা, অল্প কথায় অনেক বড় একটি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে এখানে, আমি মনে করি সকলেই এই বিষয়টি নিয়ে ফিকির করা উচিৎ, আল্লাহ তা‘আলা আমাদেরকে তাওফিক দান করুক, আমীন।
                  দ্বীনকে আপন করে ভালোবেসেছে যারা,
                  জীবনের বিনিময়ে জান্নাত কিনেছে তারা।

                  Comment


                  • #10
                    মাশা আল্লাহ।ভাষার প্রাঞ্জলতা যেমন ঝকঝক করে জ্বলছে,ভাবনার গভীরতা বহু গভীরে নিয়ে ঠেকছে...জাযাকাল্লাহ
                    রাব্বে কারিম.!আমাদের সকল কাজে ইখলাস দান করুন।বান্দার বাহবাহ পাওয়ার সুপ্ত কামনা থেকে হিফাজত রাখুন।আমিন।

                    Comment


                    • #11
                      সত্যিই অন্তরকে নাড়া দিয়ে গেল! আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে প্রকৃত ‘মালী’ হওয়ার তাওফীক দান করুন, আমীন।

                      সালাউদ্দিন হওয়ার মত লোক তো আছে বহুত; কিন্তু অভাব গড়ে তোলার জন্য নুরুদ্দিন জাঙ্কীর। মোহাম্মাদ বিন কাসেম হওয়ার মত লোক তো আছে বহুত; কিন্তু গড়ে তোলার জন্য অভাব কুতায়বা বিন মুসলিম আর হাজ্জাজ বিন ইউসুফদের।
                      আবু হানিফার দক্ষ হাতের পরশ পেলে, দরদ মাখা দিলের মেহনত পেলেই আবু ইউসুফ, ‘কাজী এবং ফকীহ আবু ইউসুফ’ হবে। তাই তুমি বীজের ক্ষুদ্রতা নিয়ে ভেবোনা। সেদিকে মনোযোগ দিয়োনা। তুমি শুধু উপযুক্ত বীজ উর্বর মাটিতে রোপন করে যথাযথ যত্ন করে যাও। দেখবে, তোমার ছোট্ট এই বীজটি কত বড় মহীরুহ হয়ে উঠছে! ফলে ফুলে নিজে সাঁজছে অপরকেও সাঁজাচ্ছে,দর্শককে মুগ্ধ করছে। পরিবেশ কে নির্মল করছে।
                      نحن الذين بايعوا محمدا، على الجهاد ما بقينا أبدا

                      Comment


                      • #12
                        সত্যিই অন্তরকে নাড়া দিয়ে গেল! আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে প্রকৃত ‘মালী’ হওয়ার তাওফীক দান করুন, আমীন।
                        نحن الذين بايعوا محمدا، على الجهاد ما بقينا أبدا

                        Comment


                        • #13
                          মাশাআল্লাহ, প্রিয় খুব চমৎকার লিখেছেন। এই বিষয়ে আমাদের সবার ফিকির করা দরকার।
                          আল্লাহ আপনার ই'লম আরো বাড়িয়ে দিন, এবং লেখায় বারাকাহ দান করুন।
                          আমিন...
                          "এখন কথা হবে তরবারির ভাষায়, যতক্ষণ না মিথ্যার অবসান হয়"

                          Comment

                          Working...
                          X