Announcement

Collapse
No announcement yet.

সালাফদের আত্মশুদ্ধিমূলক অমূল্য বাণী : 33

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • সালাফদের আত্মশুদ্ধিমূলক অমূল্য বাণী : 33

    97 : সে-ই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যায়

    ليس من شرط المُتقين ونحوهم أن لا يقع منهم ذنب ، ولا أن يكونوا معصومين من الخطأ والذنوب ، فإن هذا لو كان كذلك لم يكن في الأمة مُتقٍ .
    بل من تاب من ذنوبه دخل في المتقين .
    ومن فعل ما يُكفر سيئاته دخل في المتقين .
    منهاج السنة (28/8)
    মুত্তাকি হওয়ার জন্য গুনাহ একদমই না থাকা, সকল ভুল ত্রুটি থেকে নিষ্পাপ হওয়া শর্ত নয়। এমন হলে (নবীদের) উম্মতের মধ্যে কোনো মুত্তাকিও পাওয়া যেত না। বরং যে কেউ নিজের গুনাহ থেকে তাওবা করে ফেলে এবং গুনাহ মুছে দেয় এমন আমল করে সে-ই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যায়।-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.; মিনহাজুস সুন্নাহঃ৮/২৮
    _______________________________

    98 : বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করবে

    ٣ - ‏قال الضياء المقدسي : ‏أوصاني العماد المقدسي فقال : ‏أكثر من قراءة القرآن ولا تتركه ‏فإنه يتيسر لك الذي تطلبه على قدر ما تقرأ‏ ، ‏قال : ‏فرأيت ذلك وجربته كثيراً ‏فكنت إذا قرأت كثيراً تيسر لي من سماع الحديث وكتابته الكثير ‏وإذا لم أقرأ لم يتيسر لي .
    - ذيل طبقات الحنابلة : ٣/٢٠٥

    একবার শাইখ ইমাদুদ্দিন মাকদিসি রহ. আমাকে উপদেশ দিয়ে বললেন, (প্রতিদিন) বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করবে। কিছুতেই যেন তেলাওয়াত না ছুটে। কারণ, তুমি যা অন্বেষণ করছো তা তোমার জন্য সেই পরিমাণ সহজ হবে যেই পরিমাণ তুমি কোরআন তেলাওয়াত করবে। (বেশি হলে বেশি। কম হলে কম) এরপর আমি বহুবার পরিক্ষা করে দেখেছি যে, যখনই তেলাওয়াত বেশি করতাম তখন বেশি পরিমাণে হাদিস শোনা ও লেখা আমার জন্য সহজ হতো। আর যখন তেলাওয়াত না করতাম (বা কম করতাম) তখন হাদিস শোনা ও লেখা ওরকম সহজ হতো না।-শাইখ জিয়াউদ্দিন মাকদিসি রহ.
    _______________________________

    99 : সবচেয়ে বড় নেয়ামত

    ٱلرَّحْمَٰنُ (١) عَلَّمَ ٱلْقُرْءَان
    لَمَّا كَانَتْ هَذِهِ السُّورَةُ لِتَعْدَادِ نِعَمِهِ الَّتِي أَنْعَمَ بِهَا عَلَى عِبَادَه قَدَّمَ النِّعْمَةَ الَّتِي هِيَ أَجَلُهَا قَدْرًا ، وَأَكْثَرُهَا نَفْعًا ، وَأتَمُّهَا فائدة ، وَأَعْظَمَهَا عائدة : وَهِيَ نِعْمَةُ تَعْلِيمِ القُرآن .
    فَإنهَا مَدَارَ سَعَادَةِ الدَّارَيْنِ ، وَقُطْب رَحَى الخَيْرَيْنِ ، وَعِمَاد الأَمْرَيْنِ .
    - الإمَّام الشّوكَانِي رحمه الله تعالى

    করুনাময় আল্লাহ। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন। সূরা আর রহমান :1-3
    আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে যতো নেয়ামত দিয়েছেন এ সূরায় (সূরা আর রহমানে) তিনি তা উল্লেখ করেছেন। ওসব নেয়ামতের মধ্যে যে নেয়ামতটি সবচেয়ে বড়, সবচেয়ে উপকারী, যার উপকারিতা পূর্নাংগ ও ব্যাপক তা হল, কোরআন শিক্ষা দানের নেয়ামত। এ নেয়ামতের কথা তিনি অন্য সব নেয়ামতের আগে (সূরার একদম শুরুতে এমনকি মানুষকে সৃষ্টি করার কথা বলারও আগে) উল্লেখ করেছেন। এর কারণ, এ নেয়ামতটিই হল ইহকাল ও পরকালের সৌভাগ্যের মূলভিত্তি এবং উভয় জগতের কল্যাণের বুনিয়াদ ও কেন্দ্রবিন্দু।-ইমাম শাওকানী রহ.
    _______________________________
    হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সাআদাতের জীবন এবং শাহাদাতের মৃত্যু দান করুন।

  • #2
    বারাকাল্লাহু ফী ইলমিকা ওয়া আমালিকা.. আমিন..!!
    যদি তোমরা জিহাদে বের না হও তবে তিনি তোমাদের কঠিন শাস্তি দিবেন এবং অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। আর তোমরা তার কোন ক্ষতি করতে পারবে না। আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। (সূরা তাওবা, আয়াত: ৩৯)

    Comment

    Working...
    X