PDA

View Full Version : ধর্ম ব্যবসা (সংশোধনী কবিতা)Abu Dujana
01-23-2016, 12:32 PM
হাজার বছর ধরে পূজনীয় আগুন পারস্য উপতাক্যায়
অগ্নি হয় তাদের উপাস্য, মুসলিমের নয়।
মুসলিম আজ করেছে আমদানি, শিখা চিরন্তন
অগ্নি এরা পূজা করেনা, পূজা করে ইবলিশের মন!

মিঃ কাজ্জাব* বলেছিল একদা
কোরআনের ধ্বনি ভালো লাগেনা ওহে-
এসো শুরু করি সভা-
রবীন্দ্রসঙ্গীত শ্রবণ করে।
বাংলার কিছু রাষ্ট্রীয় গাধা
গিয়াছিল শিবালয়
দুহাত তুলে আল্লাহর দরবারে উদ্বোধন হবে শিবালাওয়।

প্রতিমার হয় হাত-পা-মাথা ইয়া বড় জিব
মুনাফেকের প্রতিমা হয় আঁকাবাঁকা কিংভুতকিমাকার।
বুঝতে দেয়না ইহাই প্রতিমা আড়ালে তাহার।
যেভাবে নীরবতা পালন হয় সলাতে।
তেমনি ভাবে হয় সৌধ প্রাঙ্গনে।
বুঝেনা মুসলিম ইহাই শিরক করেছে তাহার অন্তরে।

ধর্ম ব্যবসা করে তাহারা
কপালে তিলক এঁকে
মাঝে মধ্যে হিজাব পরে ওমরা পালনের পরে
হাতে তসবিহ, গলায় জয়মাল্য
কি চমেতকার দেখাগেলো!!
একদা দুর্গাপূজার মণ্ডপে বলেছিল (নাউজুবিল্লাহ-হিমিন জালেক)
মা দুর্গা গজে চরে বাংলায় এসেছে
তাই এবার ফসল ভালো হয়েছে

একি মুসলিম, ঈমান এনেছ শিরকের হাত ধরে?!
তাওহীদ দ্বারা ধৌত কর-
তোমার নোংরা আত্মাকে।
প্রতিজ্ঞা কর-
মাথা নোয়াব না কোন তাগুতের মসনদে
শুধু মাথা নোয়াব মহান এক আল্লাহ্*র দরবারে।
সকল মানব রচিত বিধানকে উপড়ে ফেলে
প্রতিষ্টা করব মানবতার মুক্তির বিধান
মহান রবের পক্ষ থেকে আসা পবিত্র কোরআনকে।

* কাজ্জাব (কাদের সিদ্দিকের বড় ভাই)

বিঃদ্রঃ কবিতাটি প্রসারের জন্য কপি করা যাবে।

tamim rayhan
01-23-2016, 01:50 PM
মাশাআল্লাহ.ভাই নিয়মিত চালু রাখুন.
মুজাহিদ ভাইদের কবিতাই হবে আমাদের অনুপ্রেরণা
ভাই আনসার আল-ইসলামের জন্য একটি থিম কবিতার চিন্তা করুন .

Humanism
01-23-2016, 02:02 PM
যাযাকাল্লাহ ভাই

Abu Dujana
01-23-2016, 03:45 PM
যাঝাকাল্লাহু খাইরান ভাই,
আপনাদের দোয়া আমাদের সম্বল। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ্* সুবাঃ আমাকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ্* সুবাঃ আমাকে লেখার তৌফিক দিলে আনসার আল-ইসলামের জন্য একটি থিম কবিতা লেখার চেষ্টা করব।

Ashikur
01-23-2016, 04:04 PM
zazakallah khair