Announcement

Collapse
No announcement yet.

সম্পাদকীয় | তথ্য সন্ত্রাস : পশ্চিমা মিডিয়া যেভাবে সন্ত্রাস করে

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • সম্পাদকীয় | তথ্য সন্ত্রাস : পশ্চিমা মিডিয়া যেভাবে সন্ত্রাস করে

    তথ্য সন্ত্রাস :
    পশ্চিমা মিডিয়া যেভাবে সন্ত্রাস করে


    বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ—এ কথাটি যেমন সত্য, তেমনি সত্য হলো—বর্তমান যুগ তথ্য সন্ত্রাসের যুগ। তথ্য যদি হয় সম্পদ, তবে সেই সম্পদের দখল নেওয়ার জন্য চলছে সন্ত্রাস, চলছে তথ্যের অপব্যবহার।

    বিশ্বের কোথাও কোনো বিশেষ ঘটনা ঘটলে, মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে। বিশ্বের এক প্রান্তের খবর অন্য প্রান্তে বসে জানতে পেরে আমরা আনন্দিত হই। অথচ ঘটনার ঠিক ততটুকুই আমরা জানতে পারি, যতটুকু মিডিয়া জানায়। আর মিডিয়া ঠিক ততটুকুই জানায়, যতটুকু জানালে তাদের স্বার্থোদ্ধার হয়। এ হিসেবে, যারা পশ্চিমা মিডিয়ার দেওয়া তথ্যের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে কথা বলে, তারা আসলে পশ্চিমাদের একজন এজেন্টে পরিণত হয়। পশ্চিমারা যেভাবে দুনিয়াকে মানুষের সামনে উপস্থাপন করতে চায়, এসব লোকেরা ঠিক সেভাবেই দুনিয়াকে দেখে এবং মানুষকেও সেভাবে দেখার আহ্বান জানায়।

    সংবাদমাধ্যমগুলো বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার কথা বলে থাকে। এটা তাদের চরম মিথ্যা কথা। এমন কোনো সংবাদমাধ্যম দেখা যায় না, যারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে। আসলে এটা অনেকটা অসম্ভবও। আপনার আদর্শের প্রভাব আপনার লেখায় পড়বেই। আপনার আদর্শ যদি সত্য হয়, তবে মানুষকে এই আদর্শের দাওয়াহ দেওয়া আপনার কর্তব্য। এটা দোষণীয় না; তবে দোষণীয় হলো নিরপেক্ষতার নামে ধোঁকাবাজি করা। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো নিরপেক্ষ সংবাদ প্রচারের কথা বলে মিথ্যাচার করে, মানুষকে ধোঁকা দেয়। এরা প্রধানত দুইভাবে মানুষকে ধোঁকা দেয়, মানুষের মগজ ধোলাই করে।

    ১. সরাসরি মিথ্যাচার করা:

    এর জঘন্যতম দৃষ্টান্ত হলো ২০১৮ সালের ৯ই আগস্ট বিবিসির প্রচারিত একটি নিউজ। সেখানে তারা সুস্পষ্টভাবে মিথ্যাচার করেছে। প্রথমে তারা নিউজের শিরোনাম দেয়, ‘ইসরায়েলী বিমানহামলায় নারী ও শিশু নিহত’। নিউজটির মূল বিষয় ছিল, গাজায় ইসরায়েলী বিমান হামলায় এক গর্ভবতী নারী এবং শিশুসহ তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
    নিউজটি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর নজরে পড়লে সে বিবিসিকে অতিদ্রুত তা সরিয়ে ফেলার আদেশ দেয়। এ আদেশের কিছু সময় পরই বিবিসি এই শিরোনাম ও নিউজ সম্পূর্ণভাবে পাল্টে দেয়। নতুনভাবে শিরোনাম করে যে, ‘গাজার বিমানহামলায় ইসরায়েলে নারী ও শিশু নিহত’। বিবিসির এই ধোঁকাবাজি নিয়ে এরপর অনলাইনে ব্যাপক সমালোচনা হয়।[১]
    এই ঘটনা এসব হলুদ মিডিয়ার বাস্তব রূপ উন্মোচন করে দিয়েছে। এভাবেই হলুদ মিডিয়াগুলো প্রতিনিয়ত মুজাহিদিন এবং মুসলিমদের নিয়ে নানারকম মিথ্যাচার করে থাকে।

    ২. কৌশলে নিজেদের মতবাদ বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা:

    এটা তারা করে থাকে তিনভাবে।

    ক. শিরোনামের মাধ্যমে:
    ‘মসজিদে ইমামের কক্ষে তিন শিশুর লাশ’(২) শিরোনাম দেখে মনে হবে, ইমাম নিজে হত্যা করেছেন; হয়তো ধর্ষণ করার পর হত্যা করেছেন ইত্যাদি। শিরোনাম আগে থেকেই পাঠকের মাথায় একটি চিন্তা গেঁথে দেবে। হাজার হাজার লোক ফেসবুকে নিউজফিডে শুধু এই শিরোনাম দেখে হয়তো ইমামদের ২টা করে গালি দেবে। কিন্তু মূল খবর হলো ইমামের সন্তান আর দুই ভাতিজা ভুলক্রমে সৌর বিদ্যুতের লাইনের পানি খেয়ে মৃত্যুবরণ করেছে। এটা হলো শিরোনামের মাধ্যমে প্রোপাগান্ডা বা প্রচারণা।

    আরেকটি উদাহরণ দেখুন, ‘মুখে খাবার তুলে দেয়া উপকারীকেই হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা’ এরকম একটি রিপোর্ট করেছিল ঢাকাট্রিবিউন (৩)। এখানে শিরোনাম দেখে মনে হবে রোহিঙ্গারা সাহায্যকারী বাঙ্গালিদের পরিকল্পনা করে খুন করছে। কিন্তু বাস্তবতা হলো, নিহত ব্যক্তির বাবা বলেছে এলাকার রাজনৈতিক প্রতিপক্ষ খুন করিয়েছে। আর এই কাজে হয়তো রোহিঙ্গাদের ব্যবহার করেছে। কিন্তু এই বাস্তবতা শিরোনাম দেখে বুঝার কোনো উপায় নেই। হাজার হাজার মানুষ এই শিরোনাম দেখে রোহিঙ্গাদের গালি দিয়েছে। এটা হলো শিরোনামের মাধ্যমে তথ্য সন্ত্রাসের আরেকটি উদাহরণ।

    খ. ভাষার মাধ্যমে:
    কাশ্মীরে মালাউন হিন্দুদের সাথে যুদ্ধের সময় ভারতীয় মিডিয়াগুলো লেখে,
    ‘পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, পাল্টা হামলায় শহিদ সেনা জওয়ান’(৪)
    এখানে একজন স্বাধীনতাকামী মুসলিম শহিদ হওয়ার বিষয়টিকে তারা নিকৃষ্টভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। আর তাদের মালাউন মুশরিক সেনা নিহত হওয়ার বিষয়টিকে বলছে শহিদ!

    একইভাবে মুজাহিদিনের ব্যাপারে সন্ত্রাসী বা জঙ্গি শব্দের ব্যবহার ভাষার মাধ্যমে তথ্য সন্ত্রাসের অন্যতম উদাহরণ। আরেকটি উদাহরণ হলো সিটিটিসির মনিরুল যেমন সবসময় বলে, কথিত জিহাদ। সে কিন্তু জিহাদ বলে না। এর মাধ্যমে মনিরুল মূলত আমাদের জিহাদের দাওয়াহকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

    ৩। খবর বাছাই:

    সারাবিশ্বে দৈনিক কত ঘটনা ঘটে? নিশ্চয়ই অগণিত; এর সঠিক কোনো পরিসংখ্যান কেউ দিতে পারবে না। কিন্তু এসব ঘটনার সবগুলো কি আমরা জানতে পারি? অবশ্যই না, বরং আমরা সেসব ঘটনাই জানতে পারি, যা মিডিয়ায় প্রচারিত হয়। অর্থাৎ, একজন সাধারণ দর্শক মিডিয়ার মাধ্যমেই দুনিয়াকে দেখে। যে খবর মিডিয়া চেপে যাচ্ছে, সেটা হয়তো দর্শকের চোখের সামনে হারিয়ে যাচ্ছে। এখন অবশ্য তথ্য প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটি প্রভাব প্রতিষ্ঠিত হচ্ছে। তবে এখনো এ ময়দানে হলুদ মিডিয়ার প্রভাব অনেক বেশি। তাই হলুদ মিডিয়া এ সুযোগকে কাজে লাগিয়ে ক্রমাগত তথ্য সন্ত্রাস চালিয়ে যায়। কোনো একটি গোষ্ঠীর বিরুদ্ধে ক্রমাগত খারাপ সংবাদ পরিবেশন করে মানুষের মন ঐ গোষ্ঠীর প্রতি বিষিয়ে তুলে। এ বিষয়ে অন্যতম একটি উদাহরণ হলো রোহিঙ্গা ইস্যুতে মিডিয়াগুলোর চালানো প্রোপাগান্ডা। রোহিঙ্গারা বাংলাদেশ দখল করে নেবে, বাংলাদেশের সব খাবার খেয়ে ফেলবে, ওদের কারণে দুর্ভিক্ষ হবে—এমন ধরনের রোহিঙ্গাবিদ্বেষী নিউজ একযোগে প্রচার করেছে সবগুলো মিডিয়া।
    আর এর প্রভাবও আমরা বাস্তবে দেখেছি। যে মানুষগুলো রোহিঙ্গাদেরকে প্রথমে খাবার-পানি দিয়ে সহযোগিতা করেছিল, কিছুদিন পর দেখা গেল তারাই রোহিঙ্গাদেরকে হিংস্র বৌদ্ধ সেনাদের হাতে তুলে দিতে চাচ্ছে। এটি ক্রমাগত একই ধরনের খবর প্রচারের মাধ্যমে হলুদ মিডিয়ার তথ্য সন্ত্রাসের একটি উদাহরণ।

    উপরোক্ত আলোচনায় হলুদ মিডিয়ার ধোঁকা দেওয়ার তিনটি পদ্ধতি সম্পর্কে আশা করি স্পষ্ট ধারণা হয়েছে। এভাবেই মূলত পশ্চিমা হলুদ মিডিয়াগুলো নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের নামে তথ্য সন্ত্রাস চালিয়ে থাকে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য; বিশ্বসন্ত্রাসীকে শান্তিপ্রতিষ্ঠাকারী, আর শান্তিপ্রতিষ্ঠাকারীকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে এরাই মানুষের সামনে পরিচয় করিয়ে দেয়। আর তাদের এসব তথ্য সন্ত্রাসের শিকার হয়ে ধ্বংসের পথে পা বাড়ায় অনেক অবুঝ মানুষ; শত্রুকে বন্ধু ভেবে আপন করে নেয়, আর বন্ধুকে শত্রু মনে করে দূরে ঠেলে দেয়। তাই, শত্রু-মিত্র নির্ধারণে একজন মুসলিমকে আরো সচেতন হতে হবে। আধুনিক তথ্য সন্ত্রাস যেন আমাদের পথচ্যুত না করে, সেদিকে খেয়াল থাকতে হবে।


    Footnote:
    ১। BBC bows to pressure from Israel and changes Gaza headline, August 10, 2018, Middle East Monitor; https://cutt.ly/wjXG1Hp
    ২। মসজিদে ইমামের কক্ষে তিন শিশুর লাশ, ৩০শে আগস্ট, ২০১৯, কালের কণ্ঠ; https://cutt.ly/yj3ke7c
    ৩। মুখে খাবার তুলে দেয়া উপকারীকেই হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা, ২৩শে আগস্ট, ২০১৯, ঢাকা ট্রিবিউন; https://cutt.ly/zj3cur9
    ৪। পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, পাল্টা হামলায় শহিদ সেনা জওয়ান, ১২ই আগস্ট, ২০২০, ডেইলি হান্ট; https://cutt.ly/Uj3cMrb
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    মাশা আল্লাহ! খুব যুগোপযোগী পোস্ট। আল্লাহ তায়ালা আপনাদের কাজে বারাকাত দান করুন। আমীন!
    আলফিরদাওস(আল-ফিরদাউস) মিডিয়া ভাইদের কাছে আবেদন। এই বিষয়ের উপর (যেন) একটি ডকুমেন্টারি ভিডিও প্রকাশ করা হয়।
    দাওয়াহ,ইদাদ ও জিহাদের মাধ্যমে ইসলামি খিলাফাহ কায়েম হবে ইনশাআল্লাহ।

    Comment


    • #3
      মাশা আল্লাহ, খুব সুন্দর সম্পাদকীয়।

      “দাসত্ব যদি অভ্যাসে পরিণত হয়ে যায়,
      তাহলে নিজের শক্তির কথাও ভুলে যায়।”
      এদেশের মিডিয়াগুলো পশ্চিমাদের সেবাদাস। বিশেষ করে প্রথম আলো তো সরাসির ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে এবং পশ্চিমাদের ভোগবাদী সভ্যতার ফেরি করে বেড়াচ্ছে। সাবধান! হে আমার প্রিয় উম্মাহ!
      আল্লাহ মুসলিম উম্মাহকে মিডিয়া যুদ্ধে তথ্য সন্ত্রাসের কবল থেকে হিফাযত করুন। আমীন
      Last edited by Munshi Abdur Rahman; 01-28-2021, 10:37 AM.
      “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

      Comment


      • #4
        মাশাআল্লাহ
        যুগোপযোগী পোষ্ট ৷
        সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি শেয়ার কাম্য ৷
        গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

        Comment


        • #5
          আল্লাহ্ তায়া-লা জালিমদের কৃতদাসদের ধ্বংস করুন,ওদের সব চক্রান্ত ওদের ধ্বংসের মরণ ফাঁদ বানিয়ে দিন,হে আল্লাহ মিডিয়ার সকল ভাইকে হিম্মত দিন ওদের সব চক্রান্ত উম্মাহর সামনে প্রকাশ করার,ভাইদের সর্বদা সুস্থ সবল ও নিরাপদ রাখুন আমিন ইয়া রাব্বাল আলামীন।

          Comment

          Working...
          X