Announcement

Collapse
No announcement yet.

ইমাম ইবনুল কায়্যিম এর উপদেশমালা, নিজেকে নিয়ে ভাবো

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ইমাম ইবনুল কায়্যিম এর উপদেশমালা, নিজেকে নিয়ে ভাবো

    “একজন বন্ধু কখনোই তোমার বাঁধাগুলোকে নিজের মনে করে ভাগ করে নিবে না, একজন ভালোবাসার মানুষ কখনোই তোমার ব্যাথার ভার বইবে না, তোমার খুব কাছের মানুষটাও তোমার হয়ে রাত জাগবে না।

    সুতরাং নিজের দিকে খেয়াল করো, নিজেকে রক্ষা করো, নিজেকে গড়ে তোলো এবং জীবনের ঘটনাগুলো কে ততটুকুই মূল্য দিবে যতটুকু সেগুলো গুরুত্ব বহন করে। ভালোভাবে জেনে রেখো, তুমি যখন ভেঙ্গে পড়বে তখন শুধুমাত্র তুমিই তোমাকে আবার দাড় করাতে পারবে অন্য কেউনা। যখন তুমি হেরে যাবে একমাত্র তোমার সংকল্পই তোমাকে জয় এনে দিবে, অন্য কিছুনা। নিজেকে দাড় করানোর দায়িত্ব তোমার নিজেরই। অন্যের চোখে নিজের মূল্য খুজতে যেওনা। নিজের আত্মচেতনার মাঝেই নিজের আসল মূল্য।

    যদি তোমার বিবেক শান্তিতে থাকে তাহলে অবশ্যই তুমি উচ্চ শিখরে আরোহন করবেই, আর যদি নিজেকে যদি তুমি আসলেই চেন তাহলে কে তোমাকে নিয়ে কি বললো তা তোমাকে আর বিব্রত করবে না। জীবনের দুশ্চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে দাও, কেননা জীবন শুধুমাত্র আল্লাহ’রই জন্য। ভবিষ্যৎ নিয়ে ভেবোনা, কেননা ভবিষ্যৎও একমাত্র আল্লাহরই হাতে। একটা ব্যাপারই শুধু ভাবো, 'কীভাবে আল্লাহকে খুশি করা যায়'। কেননা তুমি আল্লাহকে খুশি করলে, তিনি তোমাকে খুশি করবেনই।

    জীবন নিয়ে কান্নাকাটি করো না কেননা তা শুধু তোমার হৃদয়কেই কাঁদাবে। শুধু একটাই প্রার্থনা করো, “হে আল্লাহ, আমাকে এই জীবনের এবং আখিরাতের ভালোগুলোই দান করুন।” একটা সিজদাতেই হতাশা নিমেষেই দূর হয়ে যায়, একটা দু'আতেই সুখ এসে ধরা দেয়। আল্লাহ কখনোই তোমার ভালো আমলগুলো ভুলেন না, উনি কখনোই ভুলবেন না মানুষের সাথে করা তোমার ভালো ব্যবহার কিংবা মানুষের দুঃখ লাঘবের তোমার সেই ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রচেষ্টাগুলো।
    এই কথাগুলো মেনেই জীবনটাকে কাটিয়ে দাও। কেউ তোমার সাথে ভালো না করলেও তুমি ভালো করে যাও, কেননা যারা ভালো কাজ করেন আল্লাহ তাদের পছন্দ করেন।”

    --- ইমাম ইবনুল কায়্যিম (রাহিমাহুল্লাহ)

    [ইন্টারনেট থেকে সংগৃহীত]
    বিন কাসিমের রণ বেশে
    কাঁপন তুলো হিন্দ দেশে!
    দিকে দিকে লাগাও নারাহ
    জিহাদেই শান্তির ফোয়ারা!!

  • #2
    jajak Allah khair

    Comment

    Working...
    X