ABU SALAMAH
05-05-2016, 10:58 PM
শেখ হাসিনার বিশেষ সহকারী ও ছাত্রলীগের সাবেক নেতা মাহবুব আলম শাকিল স্বীকার করেছেন, শেখ হাসিনার নির্দেশেই শাপলা চত্ত্বরে ৫ই মে হেফাজতের সমাবেশে পুলিশি হামলা করা হয় ।
শাকিল তার ফেসবুকে লিখেছেন,
আজ ৫ মে। ২০১৩ সালের এইদিনে মতিঝিলের শাপলা চত্ত্বরে দেখেছিলাম হেফাজতিদের আস্ফালন। খালেদা জিয়া তৈরি ছিলেন মসনদের ঘ্রাণ নিতে, এরশাদ পানি সাপ্লাই দিয়ে যাপিত জীবনের পাপমোচনে ব্রতী ছিলেন।
বিকাল থেকেই গণভবনে ছিলাম। দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী আর বিচক্ষণ সিদ্ধান্ত, সৈয়দ আশরাফের শীতল ধমক।
প্রধানমন্ত্রী তৎকালীন আইজিকে বলেছিলেন , " তিনদিক বন্ধ করে চট্টগ্রামের দিকে যাবার রাস্তা খোলা রাখো। মাদ্রাসার ছোট বাচ্চাদের খাবার ও পানি দিয়ে বাড়ীতে যাবার টাকা-পয়সা দিও"। পৃথিবীর সমর-ইতিহাস বলে, বিচক্ষণ সেনাপতিই পারেন সবচেয়ে কম ক্ষতিতে যুদ্ধ জয় করতে।
(collected)
শাকিল তার ফেসবুকে লিখেছেন,
আজ ৫ মে। ২০১৩ সালের এইদিনে মতিঝিলের শাপলা চত্ত্বরে দেখেছিলাম হেফাজতিদের আস্ফালন। খালেদা জিয়া তৈরি ছিলেন মসনদের ঘ্রাণ নিতে, এরশাদ পানি সাপ্লাই দিয়ে যাপিত জীবনের পাপমোচনে ব্রতী ছিলেন।
বিকাল থেকেই গণভবনে ছিলাম। দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী আর বিচক্ষণ সিদ্ধান্ত, সৈয়দ আশরাফের শীতল ধমক।
প্রধানমন্ত্রী তৎকালীন আইজিকে বলেছিলেন , " তিনদিক বন্ধ করে চট্টগ্রামের দিকে যাবার রাস্তা খোলা রাখো। মাদ্রাসার ছোট বাচ্চাদের খাবার ও পানি দিয়ে বাড়ীতে যাবার টাকা-পয়সা দিও"। পৃথিবীর সমর-ইতিহাস বলে, বিচক্ষণ সেনাপতিই পারেন সবচেয়ে কম ক্ষতিতে যুদ্ধ জয় করতে।
(collected)