Announcement

Collapse
No announcement yet.

একটি গুরুত্বপুর্ণ ফতোয়া ।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • একটি গুরুত্বপুর্ণ ফতোয়া ।

    সৌদী আরবের বাদশাহগণের যে
    রাজবংশীয় সিলসিলাহ দেখা যায়
    শাসনের ক্ষেত্রে তা
    ইসলামী শরীয়তের বিবেচনায় কিরূপ?
    এবং,সৌদীর শাসকগণের সবারই
    দেখা যায় থুতনীর নিচে অল্প কিছু
    দাড়ি।তাও এক
    মুষ্টি সমপরিমাণ কিনা তাও
    অনিশ্চিত।আবার উনাদের কারো
    কারো যুবক বয়সের
    ছবিতে দেখা যায়
    দাড়িবিহীন,পাশ্চাত্য ভদ্রলোকের
    কাপড় যা থেকে না মনে হয়
    একজন আলেম,না মনে হয় নবীর
    দেশের মানুষ,না মনে হয় খাদেমুল
    হারামাঈন
    শরীফাইন তথা দুই পবিত্র মসজিদের
    সেবক।উনাদের আবার এমনও দেখা
    যায় যে
    প্যালেস্টাইনে,বাইতুল মুকাদ্দাসে
    হামলাকারী ইয়াহুদীদের রক্ষাকবচ
    দেশগুলোর
    দাজ্জালরূপী নেতাদের সাথে হাত
    ধরাধরি করে হাটতে,পারিবারিক
    অনুষ্ঠানেও
    দেখা যায়।এমতাবস্থায় উনাদের
    সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল
    জামাতের দিক থেকে
    কিরূপ আক্বীদা রাখা উচিত?
    এবং,উনারা কি সত্যিই ইসলামের
    প্রতিনিধিত্ব করার যোগ্যতা
    রাখেন?
    দ্রুত উত্তর কামনা করি।এই
    নাফরমান অধমের তরফ থেকে লাখো
    কোটি দরূদ আমাদের
    নবী সাল্লাল্লাহু আলাইহিকে ওয়া
    সাল্লামের উপর।শুরুতে ও শেষে
    সালাম।
    উত্তর
    ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
    এক মুষ্টির কম দাড়ি রাখা সুষ্পষ্ট
    ফাসেকী। সেই সাথে মুসলমানদের
    দুশমনদের সহযোগিতা করাও
    ফাসেকী। যে বা যারাই উপরোক্ত
    কাজগুলো করবে, তারা ফাসেকী কাজ
    করছে। গোনাহের কাজ করছে। এসব
    কাজ সৌদী বাদশাহরা করলেও তারা
    ফাসেকী ও পাপের কাজ করছে।
    দাড়ি বিষয়ে জানতে হলে পড়ুন- দাড়ি
    কতটুকু পরিমাণ রাখতে হবে? এক
    মুষ্টির চেয়ে কম দাড়ি রাখলে কী
    ব্যক্তি ফাসিক?
    আর সৌদী বাদশাহ ইসলামের
    প্রতিনিধি হওয়া কোন জরুরী বিষয়
    নয়। তারা কেবলি একটি মুসলিম
    প্রধান রাষ্ট্রের সরকার। এতটুকুই।
    আর মুসলমানদের উপর কোন
    ফাসেকও নেতা হয়ে গেলে সরাসরি
    শরীয়তের আইন বিরোধী কোন
    আইন জনগণের উপর চাপিয়ে না
    দিলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ
    নয়। এ হিসেবে বর্তমানে সৌদী
    সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করাও
    বৈধ হবে না।
    ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ، ﻋَﻦِ ﺍﻟﻨَّﺒِﻲِّ
    ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ، ﻗَﺎﻝَ: »ﺍﻟﺴَّﻤْﻊُ
    ﻭَﺍﻟﻄَّﺎﻋَﺔُ ﻋَﻠَﻰ ﺍﻟﻤَﺮْﺀِ ﺍﻟﻤُﺴْﻠِﻢِ ﻓِﻴﻤَﺎ ﺃَﺣَﺐَّ
    ﻭَﻛَﺮِﻩَ، ﻣَﺎ ﻟَﻢْ ﻳُﺆْﻣَﺮْ ﺑِﻤَﻌْﺼِﻴَﺔٍ، ﻓَﺈِﺫَﺍ ﺃُﻣِﺮَ
    ﺑِﻤَﻌْﺼِﻴَﺔٍ ﻓَﻼَ ﺳَﻤْﻊَ ﻭَﻻَ ﻃَﺎﻋَﺔَ»
    হযরত আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত।
    রাসূল সাঃ ইরশাদ করেছেন, মুসলিম
    আমীরের কথা পছন্দ হোক বা না
    হোক তার কথা শোনা ও মানা উচিত
    যতক্ষণ না সে গোনাহের আদেশ
    করে। যদি সে গোনাহের আদেশ করে,
    তাহলে তার কথা শোনা ও মানা যাবে
    না। [বুখারী, হাদীস নং-৭১৪৪]
    ﻋَﻦِ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﻳَﺮْﻭِﻳﻪِ، ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ
    ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ: »ﻣَﻦْ ﺭَﺃَﻯ ﻣِﻦْ
    ﺃَﻣِﻴﺮِﻩِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﻜَﺮِﻫَﻪُ ]ﺹ63: [ ﻓَﻠْﻴَﺼْﺒِﺮْ،
    ﻓَﺈِﻧَّﻪُ ﻟَﻴْﺲَ ﺃَﺣَﺪٌ ﻳُﻔَﺎﺭِﻕُ ﺍﻟﺠَﻤَﺎﻋَﺔَ ﺷِﺒْﺮًﺍ
    ﻓَﻴَﻤُﻮﺕُ، ﺇِﻟَّﺎ ﻣَﺎﺕَ ﻣِﻴﺘَﺔً ﺟَﺎﻫِﻠِﻴَّﺔً »
    হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ
    থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ
    করেছেন, যে ব্যক্তি তাদের শাসকের
    মাঝে খারাপ কিছু দেখে, তাহলে সে
    যেন ধৈর্য ধারণ করে, কেননা,
    একতাবদ্ধ দলকে ভেঙ্গে পৃথক
    হওয়া বৈধ নয়। সে যদি আলাদা হয়ে
    মৃত্যু বরণ করে, তাহলে সে জাহিলী
    মৃত্যুবরণ করল। [বুখারী, হাদীস
    নং-৭১৪৩]
    ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ
    উত্তর লিখনে
    লুৎফুর রহমান ফরায়েজী
    পরিচালক-তালীমুল ইসলাম
    ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার
    ঢাকা।
    ইমেইল- ahlehaqmedia2014@
    gmail.com

    শায়েখগনে মতামত আশা করছি

  • #2

    লুতফুর রহমানের ভ্রান্ত ফতওয়ার জবাব পাবেন শাইখ মাকদেসির নিচের বইএঃ-


    ---------
    تهذيب الكواشف الجلية في كفر الدولة السعودية

    الفهرس

    المقدمة

    الناقض الأول؛ الإلزام بالقوانين الوضعية وتحليل الحرام

    الناقض الثاني؛ الحكم بغير ما أنزل الله

    الناقض الثالث؛ التحاكم إلى الطاغوت

    الناقض الرابع؛ موالاةُ الكفار ومحبتُهم ونصرتُهم على المسلمين

    الخلاصة

    المخرج من الفتنة

    الهجرة الواجبة على الموحد في كل زمان

    الملحق الأول؛ بيان السفارة السعودية حول جهود الحكومة السعودية في مكافحة الإرهاب

    الملحق الثاني؛ بيان في استنكار التحاكم إلى محكمة الإعلام

    الملحق الثالث؛ صورة تعميم ما يسمى وزارة العدل حول إحالة قضايا الإعلام إلى غير المحاكم الشرعية


    www.ilmway.com/site/maqdis/MS_816

    http://www.ilmway.com/site/maqdis/MS_27494.html

    https://archive.org/compress/Wey_Kas...hef_Mellah.zip

    Comment


    • #3
      লূৎফর ফরায়েজী বলেছে, মুসলমানদের দুশমনদের সহযোগীতা করাও ফাসেকী, এটা সঠিক নয়। বরং মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের দুশমনদের সহযোগীতা করা কুফরী। আর সৌদির শাসকরা তো নিজেরাই সরাসরি কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করছে! তাই তারা কাফের হয়ে যাওয়ার কারণে তারা মুসলমানদের শাসক নয়, তাদের আনুগত্য করা জায়েয নেই। তাদের বিরুদ্ধে বের হওয়া মুসলমানদের উপর ফরজ।
      আর লূৎফর ফরায়েজী যে হাদীসগুলো উল্লেখ করেছে সেগুলো মুসলিম শাসকদের ব্যাপারে, যারা ফাসিক হয়ে গেছে। লুৎফর ফরায়েজী জিহাদ হতে পশ্চাতে অবস্থানকারী নারীদের সাথে থাকাতেই আনন্দ বোধ করার কারণে আল্লাহ তার অন্তরে মোহর করে দিয়েছেন। ফলে এই সহজ বিষয়টা তার কাছে ঘোলাটে হয়ে গেছে।

      Comment

      Working...
      X