Announcement

Collapse
No announcement yet.

আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস।

    আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। ২০১৭ সালে পোপের সফরসূচিতে বাংলাদেশের নাম রয়েছে। তবে সফরটি পুরোপুরি চূড়ান্ত হয়নি। আবহাওয়া, সময় ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সফর চূড়ান্ত করা হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন বার্তা সংস্থা এপি।


    এপি’র খবরে বলা হয়েছে, পোপ ফ্রান্সিসের সফরসূচিতে বাংলাদেশ ও ভারত সফরের পরিকল্পনা রাখা হয়েছে। তবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পর্যালোচনা চলছে। একই অবস্থা পোপের আফ্রিকা সফর নিয়েও।


    পোপ ফ্রান্সিস জানিয়েছেন, এ সফর (বাংলাদেশ, ভারত ও আফ্রিকা) নির্ভর করছে আবহাওয়া পরিস্থিতি, বছরের কোন সময় ভ্রমণ হতে পারে এবং অঞ্চলটির রাজনৈতিক ও সাংঘর্ষিক পরিস্থিতির ওপর।


    রবিবার বিমানে আজারবাইজান যাওয়ার পথে পোপ ফ্রান্সিস তার এ সফরসূচির কথা জানান। আগামী বছর ১৩ মে পোপ পর্তুগাল সফর করবেন।


    এর আগে পোপ ফ্রান্সিস জানিয়েছিলেন, ফার্ক বিদ্রোহীদের সঙ্গে কলম্বিয়া সরকার শান্তিচুক্তি করলে তিনি দেশটি সফর করবেন। রবিবার এ চুক্তির ওপর গণভোট অনুষ্ঠিত হয়। পোপ বলেন, যখন সবকিছু একেবারে সুনিশ্চিত হবে, কেউ শান্তির পথ থেকে পেছনে হাঁটতে পারবে না, যখন আন্তর্জাতিক সম্প্রদায় আইনি পদক্ষেপ নিতে পারবে, তখনই আমি কলম্বিয়া সফর করব।


    পোপ ফ্রান্সিস জানিয়েছেন, তিনি কখনোই চীন সফর করতে চান না। তবে চীনের সঙ্গে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি ঘটছে। পোপ বলেন, ‘তারা ধীরে ধীরে কথা বলছে। ধীর অগ্রগতি ভালো। যা দ্রুত আগায় তা ভালো না।’


    পোপ ফ্রান্সিসের পুরো নাম ইয়োর্গে মারিও বেরগোগলিও। তার জন্ম আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। তিনি লাতিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ।

  • #2
    Pope to 'almost certainly' visit India, Bangladesh in 2017

    Pope Francis announced on Sunday he would "almost certainly" visit India and Bangladesh in 2017, as he wrapped up a three-day tour in the Caucasus and headed home to Rome.

    Asked on board the papal plane what his plans for the coming year were, the Argentine pope confirmed he would join the big annual pilgrimage to Fatima in Portugal next year.

    According to Catholic tradition, the Virgin Mary appeared to three young shepherds six times over the course of the year 1917, the first time on May 13. The sanctuary will mark the centenary of the apparitions next year.

    Francis's predecessor Benedict XVI was the third pope to make the pilgrimage to Fatima in 2010, after Paul VI in 1967 and John Paul II who visited Fatima three times in 1982, 1991 and 2000.

    Francis also said he would "almost certainly" visit India and Bangladesh, though he did not specify a date.

    He then said he intended to visit an African nation, though he did not specify which it would be, adding that the choice would depend on the political climate.

    The pontiff, who took the papal name Francis in homage to the famous Christian friar and his devotion to the downtrodden, has already visited a record 16 nations since March 2013, favouring nations outside the world's more typical centres of attention.

    "One understands reality better and sees oneself more clearly from the periphery than in the centre. But that doesn't mean I wouldn't visit big countries like Portugal or France, I don't know," he said.

    https://www.yahoo.com/news/pope-almo...233646243.html

    Comment


    • #3
      বাংলাদেশ থেকে প্রথম কার্ডিনাল হলেন প*্যাট্রিক ডি রোজারিও

      নতুন ১৭ ধর্মযাজককে কার্ডিনাল মনোনীত করেছেন পোপ ফ্রান্সিস, যার মধ*্যে বাংলাদেশের আর্চ বিশপ প*্যাট্রিক ডি রোজারিও রয়েছেন।




      সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ*্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে নতুন কার্ডিনালদের তালিকায় বাংলাদেশের খ্রিস্টান ক*্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু প*্যাট্রিক ডি রোজারিওর নাম দেখা যায়।

      বাংলাদেশ থেকে তিনিই প্রথম কার্ডিনাল হলেন। অর্থাৎ পরবর্তী পোপ নির্বাচনে একজন বাংলাদেশিও ভোট দেবেন। পোপও কার্ডিনালদের মধ*্য থেকেই নির্বাচিত হন।

      রোমের ভ*্যাটিকানে রোববার সাপ্তাহিক ভাষণে ক*্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস অপ্রত*্যাশিতভাবেই নতুন ১৭ কার্ডিনালের নাম ঘোষণা করেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।

      বাংলাদেশি প*্যাট্রিক রোজারিও ছাড়া অন*্য ১৬ জন এসেছেন ইতালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, স্পেন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভেনেজুয়েলা, বেলজিয়াম, মরিশাস, মেক্সিকো, মালয়েশিয়া, লেসেথো, আলবেনিয়া ও পাপুয়া নিউ গিনি থেকে। এর মধ*্যে ইতালি থেকে দুজন এবং যুক্তরাষ্ট্রের দুজন কার্ডিনাল হয়েছেন।

      আগামী ১৯ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে কার্ডিনাল হিসেবে অভিষিক্ত হবেন বলে পোপ জানান।

      এই কাডির্নালদের মধ*্য থেকে যাদের বয়স ৮০ বছরের নিচে, তারা পোপ নির্বাচনে ভোট দিতে পারেন।

      নতুন কার্ডিনালদের মধ*্যে বাংলাদেশি প*্যাট্রিক ডি রোজারিওসহ ১৩ জনের বয়স ৮০ বছরের নিচে, অর্থাৎ তারা পোপ নির্বাচনের অধিবেশনে যোগ দিতে পারছেন। নতুন অন*্য চার কার্ডিনালের বয়স ৮০ বছরের বেশি।

      ১৯৪৩ সালে বরিশালের পাদ্রিশিবপুরে জন্ম নেওয়া প*্যাট্রিক ডি রোজারিও ২০১১ সালে ঢাকার আর্চ বিশপ বা বাংলাদেশে ক*্যাথলিকদের প্রধান ধর্মগুরুর দায়িত্ব নেন।পোপ ষোড়শ বেনেডিক্ট তাকে বাংলাদেশের আর্চবিশপ হিসেবে মনোনীত করেছিলেন।

      বিভিন্ন সেমিনারিতে দীর্ঘ প্রশিক্ষণের পর তিনি হলি ক্রস সংঘের আওতায় ১৯৭২ সালে ফাদার বা পুরোহিত হন।

      ১৯৯০ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি রাজশাহীর এবং ১৯৯৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি চট্টগ্রামের বিশপের দায়িত্ব পালন করেন।

      http://bangla.bdnews24.com/banglades...1225328.bdnews

      Last edited by tariq; 10-10-2016, 08:29 PM.

      Comment

      Working...
      X