PDA

View Full Version : নতুন এক জাগরন!s_forayeji
10-06-2016, 09:46 PM
পরম দয়াময় আল্লাহ্*র নামে শুরু করছি,

সেই আল্লাহ্*র নামে শুরু করছি, যাঁর নামের স্মরনে রয়েছে অন্তর সমূহের প্রশান্তি! সেই আল্লাহ্*র নামে শুরু করছি যিনি মানুষকে অন্ধকার থেকে নিয়ে আসেন আলোর দিকে, সেই আল্লাহ্*র নামে শুরু করছি, যিনি তাঁর বান্দাদের প্রতি অতি ক্ষমাপরায়ন এবং স্নেহশীল!

আল্লাহ্* সুবহানাহু ওতায়ালা কুরআন মাজিদ এর সুরা ফাতহ এর ২৯ নাম্বার আয়াত এ বলছেন, (অনুবাদ)


"মুহাম্মাদ আল্লাহ্*র রাসুল। আর যে সব লোক তাঁর সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের পরস্পরের প্রতি দয়াশীল। তাদের কে তুমি দেখবে রুকু ও সাজদায় অবনত অবস্থায়, তারা আল্লাহ্*র অনুগ্রহ ও সন্তুষ্টির অনুসন্ধানে নিয়োজিত। তাদের চিহ্ন হল, তাদের মুখমন্ডলে সেজদার প্রভাব পরিস্ফুট হয়ে আছে। তাদের মএন দৃষ্টান্তের কথা তাওরাতে আছে, তাদের দৃষ্টান্ত ইঞ্জিলেও আছে। তারা যেন (এমন), (যেমন) একটা চারা গাছ তাঁর কচিপাতা বের করে, তারপর তা শক্ত হয়, অতঃপর তা কান্ডের উপর মজবুত হয়ে দাঁড়িয়ে যায় - যা চাষী কে আনন্দ দেয়! (এভাবে আলাহ মুমিনদের কে দুর্বল অবস্থা থেকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে দেন) যাতে কাফিরদের অন্তর গোস্বায় জ্বলে যায়। তাদের মধ্য থেকে যারা ঈমান আনে আর সৎকর্ম করে, আল্লাহ্* তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন"

প্রথমে একটু অন্য প্রসঙ্গে কথা বলে নেই, (যা এই লখার মূল ভাবের সাথে সম্পর্কিত না)

ছোট বেলায় পড়তাম আমাদের রাসুল (সাঃ) মুজিজা হল কুরআন। আমি পড়েছিলাম, ঈসা (আঃ) কুষ্ঠ রোগী কে আল্লাহ্*র ইচ্ছায় ভালো করে দিতেন, অন্ধ কে (আল্লাহ্*র ইচ্ছায় দৃষ্টি) ফিরিয়ে দিতেন, মূসা (আঃ) হাতের লাঠি কে সাপ বানিয়ে দিতেন.. এগুলোর তুলনায় কুরআন একটা কিতাব সর্বশ্রেষ্ঠ মু'জিজা এটা আমার দুর্বল মন মেনে নিতে পারতোনা। মনে হত, সুবহানাল্লাহ, ঐ মু'জিজা গুলো তো আরো কত দারুন! আমার মাকে অনেক প্রশ্ন করতাম, "মা কুরআন কিভাবে সর্ব শ্রেষ্ঠ মু'জিজা? আল্লাহ্* আমার মা'র উপর সন্তুষ্ট হোন.. আমার মা আমাকে তার সাধ্যমত বুঝানোর চেস্টা করতেন কিন্তু তা আমার মত বাচ্চাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট ছিলোনা। আমার মনে আছে আমার মা বলতেন, "বড় হলে বুঝবে" :) আমার মনে পড়ে "আসলেই কিভাবে এবং কেন কুরআন সর্বশ্রেষ্ঠ মু'জিজা" তা বুঝার কিছু আগ্রহ আল্লাহ্* আম&