PDA

View Full Version : শহীদ হওয়ার স্বপ্নটা মোর (কবিতা)বিদ্রোহী
10-10-2016, 09:15 PM
শহীদ হওয়ার স্বপ্নটা মোর
সত্যি যেন হয়,
জানি,প্রভুর জন্য জীবন দিলে
তবেই শহীদ হয়।
তোমার দেয়া জীবন প্রভু
বিলিয়ে দিতে চাই,
এই ছাড়াতো ভুবনে মোর
প্রিয় কিছুই নাই।
দয়াময় তুমি পূর্ণ কর
শাহাদাতের এই নেশা,
তুমি ছাড়া নেইত প্রভু
অন্য কোন আশা।
শহীদ হওয়ার অপেক্ষাতে
আছি আমি বসে,
না জানি কখন প্রভুর ডাকে
শহীদি মরন আসে।

কাশ্মীর
10-21-2016, 08:11 PM
হে আল্লাহ! আমাদের কবুল করুন।