PDA

View Full Version : হে আলিম সমাজ , হে দুনিয়াত্যাগী গোষ্ঠী !!!Shabab Abdullah
10-28-2016, 11:02 PM
'হে ইলম ও আমলের খিয়ানতকারী , তাদের সাথে তোমাদের কী সম্পর্ক ?
হে আল্লাহ এবং তার রসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের দুশমন , আল্লাহর বান্দাদের ডাকাত !
তোমরা সরাসরি জুলুম এবং নিফাকে লিপ্ত। এই নিফাক কতদিন পর্যন্ত থাকবে ?
.
হে আলিম সমাজ , হে দুনিয়াত্যাগী গোষ্ঠী !
বাদশা এবং সুলতানদের জন্য কতদিন পর্যন্ত মুনাফিক হয়ে থাকবে ? তাদের থেকে তোমরা দুনিয়ার মাল-দৌলত এবং নফসের চাহিদা পূরন করছো। অধিকাংশ বাদশা বর্তমান যমানায় আল্লাহ তা'আলার মাল এবং তাঁর বান্দাদের ব্যাপারে জুলুম করছে, খিয়ানত করছে। তোমার শরম হয় না ?

তোমার লোভ তোমাকে জালিমদের খেদমত এবং হারামখোরীর দিকে নিয়ে যাচ্ছে।
তুমি কতদিন পর্যন্ত হারামখোরী এবং জালেম বাদশাদের খেদমতে করতে থাকবে ?
যাদের খেদমতে তুমি লেগে আছো, তাদের রাজত্ব অচিরেই মিটে যাবে। তোমাকে আল্লাহ তা'আলার খেদমতেই আসতে হবে। যার কোনো ক্ষয় নেই।
.
হে আল্লাহ মুনাফিকদের শক্তি ভেঙ্গে দাও, তাদেরকে অপদস্ত করো, তাদেরকে তাওবার তওফিক দাও। জালিমদের কেল্লা তছনছ করে দাও, জমিনকে তাদের থেকে পবিত্র করে দাও অথবা তাদের সংশোধন করে দাও।
-
দরবারী আলিমদের উদ্দেশ্যে শায়খ আব্দুল কাদির জিলানী rরহিমাহুল্ল (তারিখে দাওয়াত ওয়া আযীমত খন্ড ০১)

বিদ্রোহী
10-30-2016, 12:19 PM
জাজাকাল্লাহ,
ওরা দুনিয়াত্যাগী নয়,
বরং আল্লাহ-তায়ালার বিধান ত্যাগী।