Announcement

Collapse
No announcement yet.

তীরে সন্নিকটে শত্রুরা। প্রস্তুত হও হে মুজাহিদ!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • তীরে সন্নিকটে শত্রুরা। প্রস্তুত হও হে মুজাহিদ!

    বঙ্গোপসাগরে ভারত-রাশিয়া যৌথ মহড়া




    যৌথ নৌ-মহড়ায় নামছে ভারত ও রাশিয়া। ডিসেম্বরে বঙ্গোপসাগরে হবে এই মহড়া। ভারতের নেভি হেডকোয়ার্টারের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। গত ২৬ অক্টোবর, ভারত ও রাশিয়ার এক বৈঠকে এই মহড়া সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের। সেই বৈঠকে উপস্থিত ছিলেন, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী।
    ১২ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। দুই দেশের অন্তত তিনটি করে যুদ্ধজাহাজ অংশ নেবে এই মহড়ায়। দুই দেশের নৌবাহিনীর জন্য যেগুলো কমন চ্যালেঞ্জ সেগুলোতেই গুরুত্ব দেয়া হবে এই মহড়ায়।
    অন্যদিকে, গত ৬ জুলাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যালেক্সান্ডার গরদিভ জানান, রাশিয়ার তরফ থেকে এই মহড়ায় থাকবে প্রজেক্ট ১১৫৫ অ্যান্টি-সাবমেরিন ডেস্ট্রয়ার, প্রজেক্ট ৯৫৬ ফ্লিট ডেস্ট্রয়ার, একটি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার কেএ-২৭। ভারতের তরফ থেকে থাকবে একটি কাসিন-ক্লাস ডেস্ট্রয়ার, একটি করভেট, একটি ট্যাংকার ও একটি স্লিপবোর্ড হেলিকপ্টার।
    গত সেপ্টেম্বরে রাশিয়ায় এক যৌথ সেনা মহড়ায় অংশ নিয়েছিল ভারত ও রাশিয়া। যেখানে অংশ নেয় রাশিয়ান জেনারেল ট্রুপের ফিফথ ইউনিট ও রাশিয়ার ইনফ্যান্ট্রি গার্ড ব্যাটেলিয়ন। চলতি বছরেই একটি বিমানবাহিনীর মহড়া হওয়ার কথা রয়েছে।
    সুত্রঃ নয়া দিগন্ত
    Last edited by Abdullah Ibnu Usamah; 11-03-2016, 10:07 AM. Reason: এড দ্যা রেফারেন্স
    سبيلنا سبيلنا الجهاد الجهاد
    طريقنا طريقنا الجهاد الجهاد

  • #2
    কাল থেকে শুরু হচ্ছে দুই কুকুর (ভারত-বাংলাদেশের সেনাবাহিনী) এর সামরিক মহড়া।

    Comment


    • #3
      তারা যত মহড়া দিক না কেন আল্লামা তাদের ধংষ করবেন অব্যসই।ইইংশা আল্লাহ

      حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

      আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আমি তাঁর উপরই ভরসা করি। আর তিনি মহান আরশের রব্ব

      Comment

      Working...
      X