Announcement

Collapse
No announcement yet.

স্বীকৃতির নামে কওমী আলেম সমাজের পায়ে শিকল পরানো হচ্ছে আজ : ৫১০ আলেমের বিবৃতি

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • স্বীকৃতির নামে কওমী আলেম সমাজের পায়ে শিকল পরানো হচ্ছে আজ : ৫১০ আলেমের বিবৃতি

    দেশের প্রখ্যাত ৬টি বোর্ড ও বিশিষ্ট আলেমদের সমন্বয়ে কওমী সনদের স্বীকৃতি বাস্তবায়নের পথে। আজ ১১ এপ্রিল সন্ধ্যায় ৩০০ কওমী আলেম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্বীকৃতি নেয়ার জন্য প্রস্তুত। অথচ কোন শর্তে কিসের ভিত্তিতে স্বীকৃতি হচ্ছে তা দেশের লাখো আলেম জানেন না। সরকারের সাথে প্রতিটি বৈঠক গোপনে হচ্ছে। বৈঠকে অংশগ্রহণকারীরা মিডিয়ার সামনেও মুখ খুলছেন না। রহস্যময় পরিবেশ ও ঢাক ঢাক গুড় গুড় ভাব। এমতাবস্থায় দেওবন্দের অনুসারী হাজারো মাদরাসা, এসবের মুহতামিম, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও দাতারা চরম আতঙ্কিত। গত দেড়শ’ বছর স্বীকৃতি ছাড়া দেওবন্দ ও তার অনুসারী লাখো মাদরাসা যে আট নীতিমালার উপর চলে এসেছে, বাংলাদেশের ব্যতিক্রম সরকারি স্বীকৃতির কি প্রয়োজন পড়ল তা কারোরই বুঝে আসছে না। শোনা যাচ্ছে উলামায়ে কিরামের পক্ষে এক-দু’জন অর্থলোভী, অপরিপক্ব ও অনির্ভরযোগ্য ব্যক্তি সরকারের সাথে দহরম-মহরম করছেন। গতকাল দেশের শীর্ষ ৫১০ আলেম এক বিবৃতিতে এসব কথা বলেন।
    বিবৃতিতে তারা আরো বলেন, স্বীকৃতির নামে মাদরাসাগুলো সরকারের ইচ্ছা-অনিচ্ছার খেলাঘরে পরিণত হবে। আলেম সমাজের পায়ে শিকল পরানোই স্বীকৃতির মূল লক্ষ্য। তড়িঘড়ি করে গোপনে নয়, স্বীকৃতির শর্তাবলি জনসমক্ষে প্রকাশ করে প্রস্তাব ও সংশোধনীর সময় দেয়া হোক। এতে যারা স্বীকৃতির পক্ষে তারা বুঝে-শুনে স্বীকৃতি নিতে পারবে। যারা স্বীকৃতি চায়না তাদের ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশের ৪৬ বছরের মতো স্বীকৃতি ছাড়াই স্বাধীনভাবে চলতে দিতে হবে। যেমন: ভারত, আফ্রিকা, ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর নানা দেশে স্বীকৃতি ছাড়াই দেওবন্দী মাদরাসা চলছে।
    আলেমগণ বেফাকসহ সকল বোর্ডের মুরব্বীদের বিষয়টি গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানান। সাময়িক ও অদূরদর্শী চিন্তায় হযরত নানুতুবী রহ.-এর ইলহামী ধারাকে বিনষ্ট করা সমীচীন হবে না।
    নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্ট বলতে চাই, বহু বিতর্কিত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ প্রথম মিডিয়াকে জানিয়েছেন, ১১ এপ্রিল প্রধানমন্ত্রী কওমী মাদরাসার সনদের স্বীকৃতি দেবেন। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে কওমী নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্বীকৃতি নেবেন। আমরা কওমী ঘরানার বিরাট অংশ এ স্বীকৃতি চাই না। কোরআন-সুন্নাহর শিক্ষাব্যবস্থা ধর্মহীন কর্তৃপক্ষের দেশের বর্ষীয়ান আলেম হেফাজতে ইসলামের অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মালেক হালিম এ কথা বলেন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষ ৫১০ মাদরাসা প্রধান ও ইসলামী সংগঠনের নেতা যৌথ বিবৃতিতে বলেন, কওমী স্বীকৃতি এতদূর অগ্রসর হয়ে গেল অথচ কওমী অঙ্গনে এর প্রক্রিয়া ও ভালো-মন্দ স্পষ্ট নয়। কারা এ বিষয়ে সরকারের সাথে দহরম-মহরম করছেন সেটাও কওমী আলেম সমাজ জানে না। গত কিছুদিন ধরে খুব গোপনে কওমী স্বীকৃতির নানা ধাপ দ্রæত অগ্রসর হয়েছে, আজ ১১ তারিখ স্বীকৃতি হয়ে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে কিন্তু আমরা ৫১০ জন মুহতামিমসহ লাখো আলেম কিছুই জানি না। গোপন চুক্তির মতোই গোপন কওমী স্বীকৃতিও জাতিকে হতাশায় ফেলে দিচ্ছে।
    নেতৃবৃন্দ বলেন, দেওবন্দের আট মূলনীতিতে স্বীকৃতি নেয়া নিষিদ্ধ। গত দেড়শ’ বছরেও দেওবন্দ কোনো সরকারি স্বীকৃতি নেয়নি। ভারত, আফ্রিকা-ইউরোপেও কওমী মাদরাসা সরকারি নিয়ন্ত্রণের বাইরে, স্বাধীনভাবে চলছে। কেবল বাংলাদেশে কেন স্বীকৃতির নামে কওমী মাদরাসাকে নিয়ন্ত্রণের দিকে ঠেলে দেয়া হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। হাটহাজারীর মুরব্বীরা গত একশ’ বছর স্বীকৃতির বিরুদ্ধে ছিলেন। পটিয়ার মুফতি সাহেব (রহ.) ৫৪ সালে কওমী আলেমদের সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্টের সময়েও স্বীকৃতির বিরোধী ছিলেন। হযরত হাফেজী হুজুর (রহ.) সবসময়ই স্বীকৃতির বিরোধী ছিলেন। আল্লামা আহমদ শফীও আমাদের কওমী মাদরাসার স্বকীয়তা বজায় রাখার কথা বলেছেন। বর্তমানে কওমী আলেমদের বিচ্যুত ধারার নেতা, শাহবাগ আন্দোলনের অন্যতম রূপকার ফরিদ উদ্দিন মাসউদের তৎপরতায় শামিল হয়ে কওমী ধারার কিছু আলেম যে পথে অগ্রসর হচ্ছেন তা খালেস দীনি শিক্ষার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
    বর্তমান ফিতনার যুগে বাতিলের প্রভাবমুক্ত ইসলামী শিক্ষা ও চেতনার জন্য কওমী মাদরাসা অপরিহার্য। সেক্যুলার পদ্ধতির স্বীকৃতি নিয়ে দীনের আলেমরা কী মর্যাদা বা ক্ষমতা লাভ করবেন তা এক বিরাট প্রশ্ন। আমরা আল্লামা শফীসহ দেশের সব বোর্ডকে আল্লাহর ওয়াস্তে বলতে চাই, খুব ভেবে-চিন্তে কাজ করুন। আমরা শতকরা ৮০ ভাগ কওমী আলেম (বোর্ডভুক্ত বা বহির্ভূত) ভয় পাচ্ছি, সরকারি যোগাযোগ ও সখ্য যেন কওমী মাদরাসা ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায়। দেওবন্দ সরকারি স্বীকৃতি বা সাহায্য কোনোটাই নেয় না। মুহতামিম মাও. মারগুবুর রহমান ও সাইয়েদ আরশাদ মাদানী দা. বা.-এর বক্তব্য আপনারা পড়ে দেখুন। মাও. তাকি উসমানীর বক্তব্য পড়ে দেখুন। সরকারের নিযুক্ত দরবারি আলেমদের ফাঁদে পড়ে কওমী মাদরাসাকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। শত বছরের জাতির সাহায্য, দান, সদকা, জাকাত ও কোরবানির চামড়ায় পরিচালিত দীনি প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা বিনাশের সূচনা যেন আপনাদের দ্বারা না হয়। এ উদ্যোগে কওমী শিক্ষার ক্ষতি হলে আপনারা খেয়ানতের দায় এড়াতে পারবেন না।
    আমরা বিস্মিত কওমী মাদরাসায় হস্তক্ষেপের বিষয় সামনে এলে আহমদ শফী সাহেব বলেছিলেন, কওমী মাদরাসায় হাত দিলে লাখ লাখ লাশ পড়বে। বলেছিলেন, মাদরাসা শিক্ষা হুমকির সম্মুখীন হলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এখন হঠাৎ করে কী এমন হয়ে গেল যে, আল্লামা শফী সাহেব শাহবাগপন্থীদের সাথে এক হয়ে কওমী মাদরাসার ইতিহাস বদলে দিতে চাইছেন। দেশের অসংখ্য আলেমকে অন্ধকারে রেখে গোপন বৈঠকে এত কিছু হয়ে যাচ্ছে দেখে তওহীদী জনতা চরম উদ্বেগে রয়েছে। বিশেষত দেবীমূর্তি, খুতবা নিয়ন্ত্রণ, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি অধিগ্রহণ, মুসলমানদের জন্য মোঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলককরণ ইত্যাদি বিষয়ে অনেক নেতার অদ্ভুত নীরবতাও তাওহীদি জনতার উদ্বেগের কারণ।
    এ অবস্থায় স্বীকৃতির বেলায় তারা কতটা প্রভাবমুক্ত থাকতে পারবেন তা জনমনে জিজ্ঞাসা হয়ে আছে। সুতরাং এখনো সময় আছে, দীনি শিক্ষার এ প্রাচীন ব্যবস্থাটিকে ধ্বংসের হাত থেকে বাঁচান। ঢাকার মিরপুর, কামরাঙ্গিরচর, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর টঙ্গি ও গাজীপুরের বিভিন্ন মাদরাসাসহ চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ইত্যাদি অঞ্চলে গণসংযোগের মধ্য দিয়ে মাওলানা আবদুল মালেক হালিম ও তার সঙ্গীয় ৫১০ আলেম স্বীকৃতির নামে সরকারি নিয়ন্ত্রণ এবং কওমী স্বকীয়তা বিনষ্টের বিরুদ্ধে জনমত গড়ে তোলার কর্মসূচি শুরু করেছেন বলেও বিবৃতিতে জানান।
    বিবৃতিতে স্বাক্ষর করেছেন মাওলানা সৈয়দ আবদুল মালেক হালিম, শাইখুল হাদিস মাওলানা সুলাইমান নুমানী, শাইখুল হাদীস মাওলানা ফারুক আহমদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান ঢাকুবী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা নূরুজ্জামান, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, মাওলানা মোঃ ফয়সাল, মাওলানা নূর মোহাম্মাদ, মাওলানা কামাল হুসাইন মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি নেয়ামত উল্লাহ, মুফতি শরীফুল ইসলাম, মাওলানা আবু সাঈদ প্রমুখ ৫১০ আলেম। - See more at: https://www.dailyinqilab.com/article....N3YR69eM.dpuf

  • #2
    হে আল্লাহ ! হেফাজত করো ইলমী মারকাজগুলোকে ৷

    Comment


    • #3
      স্বীকৃতির আড়ালে ফাদ :: একটি পর্যালোচনা
      _______________________________
      কওমি সনদকে সরকারি মানের স্বীকৃতি করিয়ে নিতে প্রতিবেশী দেশের চাপ থাকায় সেই সনদের স্বীকৃতি এখন ফাদ এ রূপান্তরিত হয়েছে। টানা ২ বার আওয়ামি সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে এবং সম্প্রতি ভারত সফর করে এসে
      হঠাৎ তড়িঘড়ি করে এসে কওমী সনদের সরকারী স্বীকৃতি দেওয়ার দূরভিসন্ধি লক্ষ্য এখন জনগন উপলব্ধি করতে পারছে।
      নামে এই সরকারি সনদের মূল্য থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সনদের সরকারিকিকরন ফলে আলেম সমাজ কোনরূপ উপকৃত হবে না বরং কওমী মাদ্রাসাগুলো আরো কঠিন পরিস্থিতিতে পরতে যাচ্ছে।
      প্রথমত,
      একদিকে সনদের স্বীকৃতি মাস্টারস এর সম মানের হলেও চাকুরির ক্ষেত্রে আলেম সমাজ কোনরূপ চাকুরি পাবেনা। সরকারি কিংবা বেসরকারি সকল প্রতিষ্ঠানে চাকুরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন পত্রে বাংলা,ইংরেজি, গনিত থেকে প্রশ্ন করা হয। ফলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেও পরীক্ষায় উত্তিন্ন হওয়া আলেমদের পক্ষে সম্ভব হবে না। ফলে চাকুরীতে উত্তিন্ন হওয়ার জন্য মাদরাসার সিলেবাসে বাংলা,গনিত ও ইংরাজি অন্তর্ভূত করার প্রয়োজন দেখা দিবে।অথবা কিছু কিছু ছাত্র ব্যক্তিগত ভাবে এই বিষয় গুলোর উপর পরাশুনায় প্রাধান্য দিবে ফলে ক্ষতি হবে কওমি শিক্ষার মূল স্রোতধারা। আস্তে আস্তে সাধারন পাঠ্যসূচী অন্তরতূক্তির দাবীতে দেখাদিবে ছাত্র আন্দলোন। ব্যাস! সরকারের এইতো সুযোগ। কওমীকে আলিয়া করনের কুটকৌশলের বৈধতার মুখ দেখবে।
      আবার তৌহিদীজনতার টাকায় চলা কওমী মাদরাসা গুলো জনতার রোশানলে পরে হারাবে আর্থিক অনুদান। ফলে অর্থ সংকটে পড়বে কওমী মাদ্রাসাগুলো। প্রয়োজন দেখাদিবে সরকারী অনুদানের কিংবা সরকারিকিকরনের।
      ফলে দ্বির্ঘ্য সময় পর রূপান্তরিত হবে কওমী ও আলিয়ার অভিন্ন সিলেবাস।
      দ্বিতীয়ত,
      সকল কওমী আলেমদের সংখ্যা নিরূপন করা ও ভবিষ্যতে ভর্তিকৃত ছাত্রের সংখ্যা নির্নয়,তাদের সকল তথ্য যেমন- ঠিকানা,জাতীয়তা,ছবি সহ ভোটার আইডি কার্ড ইত্যাদি গ্রেফতার এর সুবিধার্থে সরকার হস্তগত করে বাতিলের বিরুদ্ধে হকের লড়াই মোকাবেলায় বাংলাদেশ ও ভারত এর যোথ্য সামরিক তথ্য আদান প্রদানই হলো অন্যতম সামরিক সমঝোতা স্বারক যা দৃশ্যমান হয়েছে ভারত থেকে এসে তরি ঘরি করে এসেই এই সনদের সরকারি হস্তক্ষেপ।
      তৃতীয়ত,
      সনদের সরকারিকিকরন প্রশ্নে সারা বাংলাদেশের প্রায় সকল আলেম ওলামাদের ঐক্যমত এর আগে আর দেখা যায়নি।
      দেশে সরকারি ছত্রছায়ায় যত্র তত্র গড়েউথা মাজার,ভন্ডপীরদের আধিক্য, মদ ও বারের দোকান বৃদ্ধি, বোরকা পরতে বাধ্য করা যাবে না,আলেমসমাজের উপর প্রতিনিয়ত অত্যাচার ও জুলুম, মসজিদ থেকে বের করে দেওয়া, জুমার খুতবায় সরকারি হস্তক্ষেপ, মসজিদগুলোতে শেখমুজিবের বই রাখতে বাধ্য করা, কওমীদের দমাতে তথাকথিত সুন্নিয়াদের উদ্ভূদ্ধ করন,কওমী মাদ্রাসার ফান্ড বন্ধ করতে কোরবানির পশুর চামড়ার দাম কম নির্ধারন করা, বিভিন্ন মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়া,ইসলামের দাবীকে তেতুল হুজুর এর দাবীতে রূপান্তর করন, হেফাজত ট্রেজেডি,গুম,খুন,হত্যা,মিথ্যা মামলায় ফাসানো, পুলিশ-র্রাব এর অত্যাচার,ঘুষ বানিজ্য,হয়রানি বানিজ্য,আইন ও বিচার ব্যবস্থায় আল্লাহর বিধানকে বাতিল করা,পররাষ্ট্র নীতিতে ইসলামী মূল্যবোধকে জলান্জলি দেওয়া,রাষ্ট্র পরিচালনা ও ব্যাংকিং এ সুদ কে প্রধান হাতিয়ার বানানোর, গৃহ পরিচালিকার নামে ৫০০০০ মহিলাকে মাহরাম ছাড়া বিদেশ পাঠানো অতপর ধর্ষণের শিকার ইত্যাদি প্রশ্নে আলেম সমাজকে কখনো এমন ঐক্যবদ্ধ হতে দেখা য়ায় নি। বরং অধিকাংশ আলেম সমাজ এইসব বিষয়ে অবগতও নয়।গুটি কয়েক আলেম সমাজ এই সব বিষয় জানলেও না দেখার মতই ছিল।অধিকাংশ আলেম সমাজ দুনিয়ার আজ দুনিয়ার মোহে নিমর্জিত হওয়ায় দুনিয়ার প্রশ্নে তাদের কোন একতেলাব নেই।
      যদিও সনদের সরকারিকিকরন আলেমদের কোন উপকারেই আসবে না। সরকারি সনদ তা যেন একটা সুভংকরের ফাকি।
      মুসলিম উম্মাহর মধ্যে দ্বীনের বেশকিছু বিষয়ে একতেলাব থাকলেও জিহাদ প্রশ্নে বুশ,ওবামা,শিয়া নেতা খমিনি,মাইজভান্ডার,মাজার,পীর,নামাজী- বেনামাজি, মদ খোর,সুদ খোর, হিন্দু,বৌদ্ধ, খৃস্টান, ইয়াহুদি,ইয়াজিদি, তথাকথিত দরগাহ প্রেমিক সুন্নিয়া, আহলে হাদিস ও আমাদের আলেম সমাজ সকলের মধ্যে মিল খুজে পাওয়া যায়।
      গুটিকয়েক আলেমবাদে বাকি সকলের উপরে যেন এলহাম হযেছে জিহাদ বলতে কিছু নাই।কিন্তু দ্বীনের অন্য সকল বিধান এর ক্ষেত্রে মতপার্থক্য, একতেলাব থাকলেও জিহাদ প্রশ্নে জানা মানুষ ও না জানা মানুষ সকলেই কেমন যেন জানে যে জিহাদ নাই। এ ব্যপারে কারো মধ্যে এখতেলাব ও নাই। অথচ নির্যাতিত মুসলিমদের ব্যপারে আলেম সমাজ ঐক্যবদ্ধ হতে না পারলে ও দুনিযাবি সনদের ব্যপারে ঐক্যবদ্ধ। আল্লাহপাক বলেন-!"তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে অথচ তোমরা তা অপছন্দ কর। " আল্লাহপাকের কথাই সত্য।
      সচেতন তৌহিদী জনতা এই ব্যপারে এখন সোচ্ছার।এ যেন পরিবর্তনের সুন্নাহ।জনতা এখন জেগেছে,এযেন জনতার কন্ঠ।

      Comment

      Working...
      X