Announcement

Collapse
No announcement yet.

"মোল্লাজি" - একটি #দিন_যায়_দ্বীন_বেচে পরিবেশনা

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "মোল্লাজি" - একটি #দিন_যায়_দ্বীন_বেচে পরিবেশনা

    "মোল্লাজি"
    ----- শরীফ আল হুসাইন
    .................................................. ................
    মোল্লাজি তো একদা একটা করিলো ভীষণ পণ,
    ইসলামের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন।
    সকলে বলিলো, 'আহা হা, করো কী করো কী মোল্লাজি?'
    মোল্লা কহিলো, 'বসিয়া বসিয়া এভাবেই রহিবো কি?'
    'আমি না করিলে কে করিবে উম্মাহর উদ্ধার?'
    সকলে বলিল, 'বাহাবা বাহাবা বাহাবা মোল্লার'!
    ;
    মোল্লার ভাই যুলুমে মরে, দেখিবে কেবা তাহারে!
    সকলে বলিলো, 'যাওনা মোল্লা, উদ্ধার করো ভাইয়েরে'।
    মোল্লা বলিলো, 'ভাইয়ের জন্য জীবনটা যদি দেই, না হয় দিলাম;
    কিন্তু অভাগা উম্মাহর হইবে কী? বাঁচিয়া থাকাই অতি দরকার, ভেবে দেখো চারিদিক'।
    তখন সকলে বলিলো, 'হা হা হা, তা বটে, তা বটে ঠিক'।
    :
    মোল্লার দেশে কিছু জানোয়ার রাসূলকে দেয় গালি,
    আশেকে রাসূল চাপাতি লইয়া কোপানো ধরিলো খালি।
    'ফাঁসি চাই' বলে ছুটিলো মোল্লা ঐ পশুদের রক্ষকের কাছে,
    রক্ষক উল্টো ঝাপাইয়া পড়িলো নিয়ে গোলাবারুদ যত আছে।
    মোল্লা বলিলো, 'আ-হা-হা' করো কী করো কী, বন্ধ করোনা ছাই!
    কী হবে গোলাগুলিতে আমি যদি মরে যাই? বলো কী বিঘত, করিবো তোষামোদ, তেল মারিবো পায়। ধরিও না মোরে, করিও না খুন, হাত দিও না মোর গায়।'
    তখন সকলে বলিলো, 'বাহাবা বাহাবা বাহাবা মোল্লায়'।
    :
    মোল্লা সহসা এক আজব তরিকা করিলো বাহির,
    জায়নামাজ আর তসবিহ লইয়া জিহাদ করিলো জাহির।
    পড়িলো যিকির করিলো ফিকির ঝড়িলো উম্মাহর খুন,
    সেই রক্তের সাথে গাদ্দারি করিয়া পাইলো কয়গুণ।
    পাইতে থাকিলো স্বীকৃতি আর গোলামির জিন্দেগী,
    তখন সকলে বলিলো, 'বাহাবা বাহাবা বাহাবা মোল্লাজি'!
    :
    মোল্লা খানকার হত না বাহির, কখন কী ঘটে কী জানি,
    ধরিতো না অস্ত্র, কখন মাথায় নিতে হয় জঙ্গিবাদের গ্লানি।
    জেলের জীবন কষ্ট ভীষণ, রিমান্ডে মাইর হয়,
    অস্ত্রবাজিতে গোলাগুলি আর বোমা হামলার ভয়।
    তাই খানকায় ঢুকে জীবন বাঁচাইয়া রহিলো মোল্লাজি,
    সকলে বলিলো, 'ভ্যালা রে মোল্লা, বেঁচে থাক কিয়ামত অবধি।
    :
    [একটি #দিন_যায়_দ্বীন_বেচে পরিবেশনা]

    (ফেসবুক থেকে সংগৃহীত)

    মুমিনদের মধ্যে কিছু লোক সত্যবাদী ছিল আল্লাহর প্রতি তাদের ওয়াদার বিষয়ে। তাদের মধ্যে কিছু লোক এই ওয়াদাকে পূরণ করেছে (এবং মৃত্যুবরণ করেছে) এবং তাদের মধ্যে কিছু লোক অপেক্ষা করছে ( সুযোগের জন্য)। তারা তাদের সংকল্পকে (ওয়াদার শর্ত) মোটেই পরিবর্তন করেনি

  • #2
    মোল্লাজি তো একদা একটা করিলো ভীষণ পণ,
    ইসলামের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন।

    Comment

    Working...
    X