PDA

View Full Version : মুজাহিদীনগণের বিশেষ সাফল্যabu_ubaidah
07-31-2017, 09:19 PM
কান্দাহার, জুলাই ৩১
জারহী শহরে ১৪ জন নিহত ও আরও আহত হয়েছে
গতকাল মধ্যরাতে জারহী জেলার সানজরি এলাকায় মুজাহিদীনদের দ্বারা একটি চেক পোস্টকে উচ্ছেদ করা পর কমপক্ষে 8 টি পুতুলকে হত্যা ও আরও ৬ জনকে জখম করে হয়েছে। বলা হয় যে কয়েকজন মুজাহিদ ও অপারেশনটিতে শহীদ হন।

হেরাত, জুলাই-৩১
মুজাহিদীনের গুলিতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।
গত রাতে ওবি জেলার ডকোয়ানের এলাকায় মুজাহিদীনের দ্বারা একটি শত্রু চেক পোস্টে হামলার পরে এক বন্দুকধারী নিহত এবং অন্যজন গুরুতর আহত হয়।

ফারয়াব, জুলাই-৩১
আহত ২ আত্মসমর্পণ
আজ কিছুক্ষণ পূর্বে মুজাহিদীনরা কিশার জেলার নাহারিন এলাকায় এমব্যুশ করার পর অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে।এছাড়াও পৃথকভাবে পাশতুন কোট জেলার পীর খোশ এলাকায় নায়েক মুহাম্মাদ, পিতা: শের আলী নামে স্থানীয় একজন সেনা তার দোষ স্বীকার করে শত্রুপক্ষ ত্যাগ করেছে।

হেলমান্দ, জুলাই-৩১
সরকারী পক্ষ ত্যাগ করে অস্ত্রসহ পুলিশের মুজাহিদীন জামাতে যোগদান:
ওয়াশির জেলার খবরে প্রকাশ যে, রোববার স্থানীয় সময় দুপুর ২:০০ টায় হামিদুল্লাহ, পিতা আমীর পাঞ্জ নামে একজন পুলিশ তার কৃতকর্মের কথা স্বীকার করে এবং ২টি রাইফেল হস্তান্তর করে মুজাহিদীন গনের কাছে সারেন্ডার করে।

salman mahmud
08-02-2017, 08:58 AM
জাযাকাল্লাহ