PDA

View Full Version : জঙ্গি হামলা সামাল দিতে অক্ষম ত্বাগুত বাহিনী কক্সবাজারে ফাহেশা সিনেমার শুটিং সাময়িক বন্ধ করে দিলোhadid_bd
08-20-2017, 10:56 AM
জঙ্গি হামলা সামাল দিতে অক্ষম ত্বাগুত বাহিনী কক্সবাজারে ফাহেশা সিনেমার শুটিং সাময়িক বন্ধ করে দিলো

জঙ্গি হামলার আশংকায় কক্সবাজারে চিত্রনায়ক শাকিব খানের শুটিং বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

মঙ্গলবার কলাতলী সমুদ্র সৈকতে উত্তম আকাশ পরিচালিত 'আমি নেতা হবো' ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল তার।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এতথ্য জানান।

তিনি বলেন, 'শুটিংয়ে প্রস্তুতি নিয়েও শুটিং করা গেলো না। আমাদের ক্ষতি হয়ে গেল। দুইদিন ধরে পুরো ইউনিট নিয়ে বসে আছি। মঙ্গলবার কক্সবাজার কলাতলি বিচে শাকিব ও মিমকে নিয়ে শুটিং করতে চেয়েছিলাম। কিন্তু স্থানীয় পুলিশ এখানে জঙ্গি হামলার আশংকা করছে। তাই শুটিং বন্ধ রাখতে অনুরোধ করেছেন।

তিনি আরও বলেন, 'কোনো দুর্ঘটনা হলে তার দায়ভার পুলিশ নিতে চাইছে না। বাধ্য হয়ে কোনো ঝুঁকিতে না গিয়ে আমরা শুটিং করিনি।'

এ বিষয়ে শাকিব খান যুগান্তরকে বলেন, 'কক্সবাজারে আমরা টানা শুটিং করতে চেয়েছিলাম। কিন্ত পুলিশ আমাদের জানিয়েছে এখানে জঙ্গি হামলা হতে পারে। একটা শুটিংয়ে অনেক লোকজন থাকে। তাই সবার নিরাপত্তার কথা ভেবেই শুটিং বন্ধ রাখতে হলো। সবার আগে দেশের নিরাপত্তা, তারপর সিনেমা।'

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল যুগান্তরকে বলেন, 'ঢাকার পান্থপথে আজ জঙ্গি হামলা হয়েছে। সারাদেশে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে কক্সবাজার বিচেও জঙ্গি হামলা হতে পারে। তাই আমরা শুটিং না করতে অনুরোধ করেছি। করলে কোনো দায়ভার পুলিশ নেবে না। কারণ সিনেমার আগে মানুষের নিরাপত্তা।

কতদিন পর শুটিং আবারও শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, 'অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানে সব ধরনের শুটিং বন্ধ থাকবে।'

এদিকে ছবির প্রযোজক জানিয়েছেন, পরিস্থিতি বুঝে তবেই পুরো ইউনিট ঢাকায় ফিরে আসবেন।

ছবিটির শুটিংয়ে কক্সবাজারে শাকিব খানের সঙ্গে রয়েছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিমসহ আরও অনেকেই।

http://tinyurl.com/newsdesk-aug16-bd1

bokhtiar
08-20-2017, 02:14 PM
jazakallahu khairan.

hinder soinik
09-01-2017, 06:47 AM
zazakallah!

hinder soinik
09-01-2017, 06:47 AM
bokhtiyar vay kemon acen?

আবু জাবের
09-02-2017, 10:17 PM
جزاك الله خيرا