PDA

View Full Version : ৫০০ তালেবানের কাছে হেরে গেল ৭০০০ পুতুল সে÷Raghib Ansar
09-30-2015, 09:14 PM
৫০০ তালেবানের কাছে হেরে গেল ৭০০০ পুতুল সেনা!
২৯ সেপ্টেম্বর,২০১৫
আরটিএনএন

কাবুল: আফগানিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান মুজাহিদীন ভাইরা।

মুজাহিদগণ কয়েক দিক থেকে হামলা শুরু করলে সরকারি পুতুল সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়।

মুজাহিদীন ভাইরা আক্রমণ চালিয়ে শহরটির কারাগারের শত শত বন্দীদের মুক্ত করেছেন।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানায়, মাত্র ৫০০ তালেবান এই অভিযানে অংশ নেন।

এ সময় সেখানে হাজার হাজার আহম্মক সৈন্য এবং তাদের ভাড়াটে মিলিশিয়ারা অবস্থান করলেও মুজাহিদীন্দের ঠেকাতে পারেনি।

স্থানীয় পুতুল জেলা গভর্নর জালমাই ফারুকী সোমবার বলে, ওই এলাকায় সে সময় ৭০০০ পুতুল সরকারি সেনা ছিল।

সমস্যা নিরাপত্তা বাহিনীর অভাব নয়, এসব লোকদের (সৈন্যদের) কমান্ড দেয়ার মত যোগ্য নেতৃত্ব নেই, বলেছিল ফারুকী। (অথচ এই সৈন্যদের আড়ালেই ভীতু প্রশাসকগোষ্ঠী নিজেদের গা চাপা দেয়!)

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

http://anonym.to/?http://www.rtnn.net/bangla//newsdetail/detail/8/8/121029#.VgvRtVLLfkc

power
10-01-2015, 01:43 AM
হে আল্লাহ্*! তুমি আমাদের ভাই বোনদের হেফাযত করো। তুমি একমাত্র সহায়ক। জালিম, মুরতাদ, কুফফরদের চক্রান্ত ও তাদের মনোবল তছনছ করে দাও! তাদেরকে পাকড়াও করো। ধূলিসাৎ করে দাও! মুসলিম ভাই বোনদের অন্তরে প্রশান্তি দান করো। অবশ্যই! তুমিই মহান।
হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার পথে অবিচল রাখো, ঈমান আরও দৃঢ়, শক্তিশালী ও মজবুত করে দাও।

আমীন