PDA

View Full Version : জাতিসংঘের প্রান্তরে ফিলিস্তিনি পতাকাsamil
10-02-2015, 01:39 AM
অবশেষে জাতিসংঘ সদরদপ্তরে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়েছে, আলহামদুলিল্লাহ্*। এ ঘটনা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের জন্য এক ধরনের পরাজয় বলে গণ্য করা হচ্ছে। কারণ তারা শেষ পর্যন্ত জাতিসংঘে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের বিরোধিতা করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেয়ার পর ফিলিস্তিনি
স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পতাকা উত্তোলন করেন। পতাকা তোলার এ অনুষ্ঠানকে তিনি ফিলিস্তিনের শহীদ, কারাবন্দি, আহতদের জন্য উৎসর্গ করেন।

পশ্চিম তীরের জনগণ ঐতিহাসিক এ ঘটনায় আনন্দ উৎসবে মেতে ওঠেন। এছাড়া, রামাল্লার ইয়াসির আরাফাত স্কয়ারে বিশাল টিভি স্ক্রিনের মাধ্যমে বহুসংখ্যক লোকজন পতাকা তোলার অনুষ্ঠান দেখেন। পতাকা তোলার আগে এক বক্তৃতায় মাহমুদ আব্বাস বিশ্বের যেখানে ফিলিস্তিনিরা রয়েছেন সেখানে পতাকা উত্তোলনের আহ্বান জানান। তিনি বলেন, এ পতাকা ফিলিস্তিনি জনগণের জাতীয় পরিচয়ের প্রতীক।

http://postimg.org/image/mtszf26a9/

samil
10-02-2015, 01:45 AM
http://s8.postimg.org/jzpu1m445/Screenshot_144.jpg