Announcement

Collapse
No announcement yet.

ফ্লোরিডার হাইস্কুলে গুলি, নিহত ১৭

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ফ্লোরিডার হাইস্কুলে গুলি, নিহত ১৭


    ফ্লোরিডার হাইস্কুলে গুলি, নিহত ১৭


    https://bangla.bdnews24.com/world/article1460246.bdnews

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি স্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যার পর স্কুলটির সাবেক এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার বিকালে মিয়ামি থেকে ৭২ কিলোমিটার উত্তরের মধ্যবিত্ত অধ্যুষিত এলাকা পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে এ গুলির ঘটনা ঘটে বলে খবর রয়টার্সের।

    স্কুল ছুটির খানিক আগে ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজ একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে। ক্রুজ স্কুলটির সাবেক ছাত্র; শৃঙ্খলাজনিত কারণে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল।

    গুলির ঘটনায় নিহতরা ছাড়াও আরও ডজন খানেক আহত হয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।



    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে শুনে ফ্লোরিডার দুই সিনেটরও পরে গণমাধ্যমকে ঘটনার বিবরণ জানান। বলেন, বন্দুকধারী ক্রুজ গ্যাস নিরোধক মুখোশ পরে, অ্যাসল্ট রাইফেল, গুলির কার্তুজ ও হ্যান্ড গ্রেনেড নিয়ে ছুটির কিছুক্ষণ আগে স্কুল ভবনে প্রবেশ করে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় এবং শিক্ষার্থী ও কর্মকর্তাদের শ্রেণিকক্ষ থেকে বের হয়ে হলওয়েতে আসতে বাধ্য করে।

    “এরপরই শুরু হয় নৃশংসতা,” সিএনএনকে বলেন সিনেটর বিল নেলসন। সিনেটর মার্কো রুবিও পরে টুইটারে ঘটনার প্রায় একই রকম বর্ণনা দেন।

    স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে স্কুলটির কর্মচারী ও আতঙ্কিত শিক্ষার্থীরা গুলি শুরু হওয়ার পরপরই ফায়ার অ্যালার্মের শব্দ শুনতে পান বলে জানান। এরপর মুহুর্তের মধ্যে তিন হাজার তিনশ শিক্ষার্থীর স্কুলজুড়ে বিশৃঙ্খলা শুরু হয়; সবাই হলরুমের দিকে ছুটলেও পরে শিক্ষকরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে লুকিয়ে পড়তে সাহায্য করেন।

    সিবিএস নিউজে সম্প্রচারিত এক মোবাইল ভিডিও ক্লিপে স্কুলটির শ্রেণিকক্ষের ভেতরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলির শব্দ পাওয়া গেছে। ওই ভিডিওতে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে , গুলির মধ্যেই শোনা যাচ্ছিল আতঙ্কিত তীব্র চিৎকার।


    স্কুল ভবনের ভেতর থেকে ১২ জনের লাশ উদ্ধারের কথা জানান তিনি। ভবনের বাইরে পাওয়া যায় আরও দুটি লাশ, রাস্তায় মেলে একটি। আহতদের মধ্যে পরে দুজন হাসপাতালে মারা যান।

    নিহতদের মধ্যে শিক্ষার্থীরা ছাড়াও বেশ কয়েকজন পূর্ণবয়স্ক ব্যক্তি আছেন জানালেও তাৎক্ষণিকভাবে কারও পরিচয় দিতে পারেননি তিনি।

    কাছাকাছি দুটি হাসপাতাল কর্তৃপক্ষ গুলির ঘটনায় আহত ১৩ জনকে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

  • #2
    গত এক দশকে যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিবর্ষণের বড় ঘটনাগুলো
    ----------------------------------------------------------------------------

    যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায়ই গুলিবর্ষণের ঘটনা ঘটে, যেগুলোর কোনো কোনোটিতে বহু হতাহতের ঘটনাও ঘটে।

    বুধবারও এ ধরনের একটি ঘটনায় ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে ১৭ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করলেও এ ধরনের ঘটনা সহসাই থামবে বলে কোনো আভাস পাওয়া যায়নি।

    গত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের স্কুলগুলো বড় ধরনের গুলিবর্ষণের ঘটনাগুলো নিয়ে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন করেছে। ওই প্রতিবেদন থেকে গত ১০ বছরের ঘটনাগুলো তুলে ধরা হল।

    বেনটন, কেনটাকি, ২৩ জানুয়ারি, ২০১৮: বেনটনের মার্শাল কাউন্টি হাইস্কুলে ১৫ বছর বয়সী এক ছাত্র পিস্তল দিয়ে গুলি করে তার দুই সহপাঠীকে হত্যা করে, যাদের বয়সও ১৫ বছর। গুলিতে আরও ১৪ জন আহত হয়। পাশাপাশি গুলির্বষণের সময় হুড়োহুড়িতে আরো চার শিক্ষার্থী আহত হয়।

    আজটেক, নিউ মেক্সিকো, ৭ ডিসেম্বর, ২০১৭: ২১ বছর বয়সী এক ব্যক্তি স্কুলছাত্রের ছদ্মবেশে স্থানীয় একটি স্কুলে প্রবেশ করে দুই শিক্ষার্থীকে হত্যা করে পরে নিজেও আত্মহত্যা করেন।

    সান বার্নারডিনো, ক্যালিফোর্নিয়া, ১০ এপ্রিল, ২০১৭: এক ব্যক্তি নর্থ পার্ক এলিমেন্টারি স্কুলে সাবেক স্ত্রীকে হত্যার পর নিজের শরীরে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় স্কুলটির আট বছর বয়সী এক শিক্ষার্থীও মারা যায়।

    রোজেনবার্গ, অরেগন, ১ অক্টোবর, ২০১৫: আম্পকুয়া কমিউনিটি কলেজে ক্যাম্পাসে পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে এক ব্যক্তি গুলি করে নয়জনকে হত্যা করে।

    ম্যারিসভিল, ওয়াশিংটন, ২৪ অক্টোবর, ২০১৪: ম্যারিসভিল-পিলচাক হাই স্কুলের ক্যাফেটারিয়ায় এক নবীন শিক্ষার্থী আত্মহত্যা করার আগে গুলি চালিয়ে চারজনকে গুরুতর আহত করে।

    সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়া, ৭ জুন, ২০১৩: এক শিক্ষার্থী বাবা ও ভাইকে গুলি করে আহত করার পর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর সান্তা মনিকা কলেজে গিয়ে তিনজনকে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যা করে।

    নিউটাউন, কানেকটিকাট, ১৪ ডিসেম্বর, ২০১২: এক ব্যক্তি মায়ের ওপর গুলি চালানোর পর আত্মহত্যার আগে স্যান্ডি হুক এলিমেন্টরি স্কুলে ঢুকে ২০টি শিশুসহ ২৬জনকে গুলি করে হত্যা করে।

    অকল্যান্ড, ক্যালিফোর্নিয়া, ২ এপ্রিল, ২০১২: সাবেক এক নার্সিং শিক্ষার্থী ওইকস বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান খ্রিস্টান কলেজে ৭ জনকে হত্যা ও তিনজনকে জখম করে।

    শারডন, ওহাইও, ২৭ ফেব্রুয়ারি, ২০১২: ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী শারডন হাইস্কুলের ক্যাফেটরিয়ার ভেতরে তিন শিক্ষার্থীকে খুন ও আরও তিনজনকে আহত করে।

    হান্টসভিল, আলাবামা, ১২ ফেব্রুয়ারি, ২০১০: ইউনিভার্সিটি অব আলাবামার জীববিজ্ঞানের এক অধ্যাপক কর্মকর্তাদের বৈঠকের সময় এলোপাতাড়ি গুলি চালিয়ে ফ্যাকাল্টির তিন সদস্যকে মেরে ফেলেন। ওই ঘটনায় আরও তিনজন আহত হন।

    ডেকাল্ব, ইলিনয়, ২৪ ফেব্রুয়ারি, ২০০৮: ভ্যালেন্টাইন ডে-তে সম্মান পাস করা সাবেক এক শিক্ষার্থী আত্মহত্যা করার আগে নর্দার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে হত্যা এবং আরও ১৬ জনকে আহত করে।

    ব্যাটন রুজ, লুইজিয়ানা, ৮ ফেব্রুয়রি, ২০০৭: লুইজিয়ানার কারিগরি কলেজের নার্সিং বিভাগের এক শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতরেই দুই সহপাঠীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেন।

    সুত্র: https://bangla.bdnews24.com/world/article1460314.bdnews

    Comment


    • #3
      নতুন বছরের মাত্র দেড় মাস পার হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল-কলেজে ১৮টি হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি ৬০ ঘণ্টায় একটি করে হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

      সূত্র: http://www.prothomalo.com/northameri...A7%87%E0%A6%A8

      Comment


      • #4
        ওরা ধংশ হোক������

        Comment


        • #5
          zajakumullah

          Comment


          • #6
            ان شاءالله نحن منصورين.
            ولو ارادوا الخروج لاعدواله عدة ولکن کره الله انبعاثهم فثبطهم وقیل اقعدوا مع القاعدة
            سورة توبة ٤٦

            Comment

            Working...
            X