Announcement

Collapse
No announcement yet.

ছাত্র আন্দোলনে কাছ থেকে গুলি করা পুলিশেরা হিন্দিভাষী ছিলো

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ছাত্র আন্দোলনে কাছ থেকে গুলি করা পুলিশেরা হিন্দিভাষী ছিলো

    ছাত্র আন্দোলনে কাছ থেকে গুলি করা পুলিশেরা হিন্দিভাষী ছিলো




    জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লব চলাকালে পুলিশের পোশাক পরা হিন্দিভাষীরা অতি কাছ থেকে গুলি করেছে। তারা হিন্দিতে ছাত্রদের গালাগাল করেছে। তাদের আক্রমণে ছিলো অসম্ভব নিষ্ঠুরতা। এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার টিম।

    রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে চিকিৎসাধীন আহতদের দেখতে এসে গতকাল এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্দোলনে পুলিশের বর্বরতার কথা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার কাছে তুলে ধরে পুলিশের গুলিতে আহতরা।

    চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানায়, ছাত্র-জনতার আন্দোলন দমনের ব্যাপারে অনেক চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বেশ কয়েকজন আহত ছাত্র-জনতা, যারা যাত্রাবাড়ি,গাজীপুর এবং মাওনাতে যারা ছিল তাদের কাছ থেকে প্রমাণ পাওয়া গেছে যে, তাদের কাছে এসে খুব কাছ থেকে পুলিশের পোশাক পরে যারা গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি। তারা হিন্দিতে কথা বলেছে। গালাগাল করেছে। তাদের আচরণ ছিলো অসম্ভব নির্দয়।

    তাজুল ইসলাম আরো জানায়, পুলিশের গুলিতে মারাত্নক আহত ব্যক্তির গলার ওপর পা চেপে ধরে ঘাড়ের হাঁড় ভেঙে ফেলা হয়েছে। মুমূর্ষ অবস্থায় সেই ব্যক্তি এখন চিকিৎসাধীন।

    চীফ প্রসিকিউটর উল্লেখ করে, সবচেয়ে মারাত্মক ঘটনা হচ্ছে যে, একজন গুলিবিদ্ধ আহতকে কোলে নিয়ে বসে থাকা অবস্থায়, ওই আহতের গলায় পাড়া দিয়ে গলার হাড় ভেঙে ফেলেছে আমরা এমন এমন ঘটনা জানতে পেরেছি। আহত এসব ছাত্র-জনতার আন্দোলনে আহত ভুক্তভোগীদের বিস্তারিত তথ্য তদন্ত সংস্থা কর্তৃক রেকর্ড বা সংরক্ষণ করা হচ্ছে।

    চীফ প্রসিকিউটর জানায়, আন্দোলনে আহত প্রায় ৯শ’ জনের মতো চিকিৎসা হয়েছে নিটোরে। আহতরা বিভিন্ন সময় চিকিৎসা নিয়ে এখান থেকে চলে গেছে। পাঁচজন চিকিৎসারত অবস্থায় এখানে মারা যায়। এই হাসপাতালে দু’জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। এখানে ৬৮ জন চিকিৎসারত আছে। ছাত্র-জনতার আন্দোলনে আহত ভিকটিমদের বিস্তারিত তথ্য আমাদের তদন্ত সংস্থা আগামী দুই দিনের মধ্যে রেকর্ড বা সংরক্ষণ করবে।

    চীফ প্রসিকিউটর আরো জানায়, আহতদের শরীরে যেসব বুলেট লেগেছিল, যেগুলো অপসারণ করা হয়েছে, সেগুলো দেখেছি। আন্দোলনকারীদের ওপর বিজিবি ও পুলিশ গুলি করেছে।


    তথ্যসূত্রঃ
    ১. পুলিশের পোশাক পরে অতি কাছ থেকে গুলি করেছে হিন্দিভাষীরা
    https://tinyurl.com/4pnjxvvh
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পুলিশের মত বিজিবেকেও ধরা হোক। শাস্তির আওতায় আনা হোক। র‌্যাব ও বিজিবি সরাসরি এই আক্রমণে জড়িত ছিলো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটা এখনও অজানা। অন্তর্বর্তীকালীন সরকারের না পারলে জনতার হাতে ছেড়ে দিক।

    Comment


    • #3
      Bgb কে অবশ্যই ধরা হউক। ফুটেজ আছে তাদের ওপেন ফায়ার করার। কিন্তু বিজিবিকে কি কারণে ধরা হচ্ছে না! সাংবাদিকরাও বিজিবির বিরুদ্ধে কিছু বলছে না!!
      Last edited by Munshi Abdur Rahman; 2 weeks ago.

      Comment


      • #4
        {وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا} [البقرة: 217]
        তারা (কাফেররা) ক্রমাগত তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে, যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দীন থেকে ফেরাতে পারে; যদি তারা সামর্থ্য হয়।”–সূরা বাকারা ০২: ২১৭

        {يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا بِطَانَةً مِنْ دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا مَاعَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ إِنْ كُنْتُمْ تَعْقِلُونَ (118) هَاأَنْتُمْ أُولَاءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِالْكِتَابِ كُلِّهِ وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ قُلْ مُوتُوا بِغَيْظِكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ (119) إِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ} [آل عمران: 118 - 120]
        হে মুমিনগণ! তোমরা নিজেদের বাইরের কোনো ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু বানিও না তারা তোমাদের অনিষ্ট কামনায় কোনো রকম ত্রুটি করে না তাদের আন্তরিক ইচ্ছা, তোমরা যেন কষ্ট ভোগ কর তাদের মুখ থেকেই আক্রোশ বের হয়ে গেছে আর তাদের অন্তরে যা কিছু (বিদ্বেষ) গোপন আছে, তা আরও ভয়ঙ্কর আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম, যদি তোমরা বুদ্ধিকে কাজে লাগাও দেখো, তোমরা তো এমন যে, তোমরা তাদেরকে ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না আর তোমরা তো সমস্ত (আসমানী) কিতাবের উপর ঈমান রাখো, কিন্তু (তাদের অবস্থা হল) তারা যখন তোমাদের সাথে মিলিত হয়, তখন বলে, আমরা (কুরআনের উপর) ঈমান এনেছি আর যখন নিভৃতে চলে যায়, তখন তোমাদের প্রতি আক্রোশে নিজেদের আঙ্গুল কামড়ায় (তাদের) বলে দাও, তোমরা নিজেদের আক্রোশে নিজেরা মর আল্লাহ অন্তরের গুপ্ত বিষয়ও ভালো করে জানেন তোমাদের যদি কোনো কল্যাণ লাভ হয়, তবে তাদের খারাপ লাগে পক্ষান্তরে তোমাদের যদি মন্দ কিছু ঘটে, তাতে তারা খুশি হয় তোমরা সবর তাকাওয়া অবলম্বন করলে, তাদের চক্রান্ত তোমাদের কোনও ক্ষতি সাধন করতে পারবে না তারা যা কিছু করছে, তা সবই আল্লাহর (জ্ঞান শক্তির) আওতাভুক্ত” –সূরা আলে ইমরান ০৩: ১১৮-১২০


        "আর তাদের অন্তরে যা কিছু (বিদ্বেষ) গোপন আছে, তা আরও ভয়ঙ্কর।" - আহত মুসলমান মানুষটার গলার ওপর পা চেপে ধরে ঘাড়ের হাঁড় ভেঙে ফেলা​!


        কবে আমাদের বুঝে আসবে আল্লাহর কথার বিন্দু-বিসর্গ সত্য। একমাত্র সত্য। চরম সত্য। কোরানের বিপরীত বুঝ - জরুর আমার আঁকল আমাকে ধোঁকা দিচ্ছে, কোরানের বিপরীত আমার দেখা - অবশ্যয়ই আমার চোখ আমাকে ধোঁকা দিচ্ছে।
        Last edited by Munshi Abdur Rahman; 2 weeks ago.
        দাওয়াত ও জিহাদের সফরে কলব যখন ইনসাফ থেকে সরে যায় তখন বিনয় অহংকারে, ভাষার শালীনতা অশালীনতায় রূপান্তরিত হয় এবং অন্তরের নম্রতা কাঠিন্যের রূপ ধারণ করে। তারপর সে ব্যক্তি নিজেও গোমরাহির পথে চলে এবং অন্যকেও গোমরাহির পথ প্রদর্শন করে।

        Comment

        Working...
        X