আফগানিস্তান থেকে টমেটো রপ্তানি বেড়েছে প্রায় ৩ গুণ, আঙ্গুর ফলনেও অর্জিত হয়েছে সাফল্য
টমেটো ও আঙ্গুর রপ্তানিতে অগ্রগতির তথ্য প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। চলতি সৌরবছরে (১৪০৩ হিজরি সৌরসাল) দেশটির কান্দাহার প্রদেশ থেকে ৬ হাজার ৩৫৮ মেট্রিক টন টমেটো রপ্তানি হয়েছে। এছাড়া হেলমন্দ, উরুজগান ও কান্দাহার প্রদেশ থেকে আঙ্গুর রপ্তানি হয়েছে ২৩ হাজার ৩৬৪ মেট্রিক টন। এই সকল পণ্যের অধিকাংশই রপ্তানি হয়েছে পাকিস্তান ও ভারতে।
বিগত বছরে (১৪০২ হিজরি সৌরসাল) প্রদেশটি থেকে টমেটো রপ্তানি হয়েছিল ১ হাজার ৬১৬ মেট্রিক টন । অর্থাৎ আগের বছরের তুলনায় চলতি বছরে প্রায় ৩ গুণ বেশি টমেটো রপ্তানি হয়েছে আলহামদুলিল্লাহ।
এছাড়া এই বছরে দেশটিতে আনার, পেস্তা বাদাম, জাফরান, হিং, গম ইত্যাদি ফসল উৎপাদনে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সাম্প্রতিক অতীতে দেশটিতে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছিল। সেচ অবকাঠামো উন্নয়নে তালেবান সরকার অর্থায়ন অব্যাহত রেখেছে। তাঁরা কৃষকদের মাঝে সুদবিহীন ঋণ প্রদান, উন্নত বীজ ও সার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এছাড়া ক্ষতিকর আফিমের চাষ শুরু থেকেই নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। এই সকল যুগোপযোগী পদক্ষেপের ফলে দেশটির কৃষি খাত সমৃদ্ধ হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকগণ।
তথ্যসূত্র:
1. Export of tomatoes from Kandahar triples this year
– https://tinyurl.com/2cp7sbze
2. Greator Kandahar Exports Over 23000 tons of Grapes This Year
– https://tinyurl.com/ysp7rm6b