হে মাজলুম ভাই এবং বোনেরা, তোমরা আমাদের মাফ করে দিও।
আমরা সামর্থ্য থাকার পরেও কিছুই করতে পারলাম না তোমাদের জন্য। না পারলাম খাদ্য দিয়ে সাহায্য করতে, না পারলাম পোশাক দিয়ে। না পারলাম জিহাদ করতে, না পারলাম হিজরত করে তোমাদের কাছে যেতে। পারলাম না ভাই হওয়ার মর্যাদা রাখতে। হে আমাদের নির্যাতিত বোনেরা, মাফ চাই আপনাদের কাছে দয়া করে হাশরের ময়দান আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিবেন না আল্লাহর কাছে। আমরা কখনই পারবো না আপনাদের অভিযোগ্যের মোকাবেলা করতে।
আমরা সত্যিই খুবই পাষাণ হৃদয়ের বোন, নাহলে কিভাবে পারতাম তোমাদের ধর্ষণের কথা শুনে ঘরে বসে থাকতে, কীভাবে পারতাম নিজেদের স্বাভাবিক জীবন নিয়ে ব্যস্ত থাকতে যখন শুনতাম এক একটা হায়ানা আপনাদের ইজ্জত কেড়ে নিচ্ছে। হে আমাদের বোনেরা, তোমরা আমাদের মাফ করে দিও, আমরা পারলাম না সেই ক্ষুধার্ত হায়নাদের থেকে তোমাদের উদ্ধার করতে। মাফ করে দিও বোন, আমরা সত্যি পারলাম না ভাই হওয়ার মর্যাদা রাখতে।
আমরা পারলাম না আমাদের সেই ভাইদেরকেও উদ্ধার করতে যাদের নির্যাতনের কথা শুনলে অন্তর ভেঙ্গে চুরমার হয়ে যায়। যারা বছরের পর বছর, যুগের পর যুগ পরিবার থেকে দূরে কাটিয়ে দিচ্ছে অন্ধকার কারাগারে। না পারছে তারা নিজের আদরের স্ত্রী-সন্তানদের দেখতে, না পারছে তারা বাবা-মায়ের আদরের মুখটা দেখতে।
ভাবতেও অবাক লাগে, সামন্য এই কাঁটাতারের বেড়ার ওপারে গিয়ে আমরা পারছি না তোমাদের সাহায্য করতে। এর থেকেও বেশি অবাক লাগে যখন শুনি যে নিজ ভূমিতেই এখনো কত ভাইয়েরা কারাগারে দিন কাটাচ্ছেন।
মাফ করে দিও তোমরা আমাদের, আমরা তোমাদের খবর শুধু পড়েই গেলাম কিন্তু পারলাম না কোন পদক্ষেপ নিতে।