তোমরা কি ভাই বলতে পারো জঙ্গি কাকে বলে?
ন্যায়ের কথা বলে যে জন, ন্যায়ের পথে চলে৷
কষ্ট যতই হোক না তবু হক্বের পথে থাকে,
হৃদয় ভরা দরদ নিয়ে হক্বের পথে ডাকে৷
সব বাধা-ভয় ঝঞ্ঝা-তুফান যায় দু পায়ে দলে!
জঙ্গি তাকে বলে!
বিশ্বজুড়ে মুসলিমেরা মরছে ধুকে ধুকে,
অন্তরে তার সুখ আসে না, ঘুম আসেনা চোখে৷
মাজলুমানের জন্য যে তার কাঁদে সদা মন,
তাই ছুটে যায় রণাঙ্গনে ছেড়ে আপনজন!
প্রতিশোধের তপ্ত আগুন বক্ষে যে তার জ্বলে!
জঙ্গি তাকে বলে!
আল্লাহ তা'লার সিংহ সে যে নির্ভীক-নির্ভয়!
পাহাড় সম ঈমানী বল, দুর্দম-দুর্জয়!
বাতিল যত তার সব ভয়ে থাকে কম্পমান-
খোদাদ্রোহী নাস্তিক আর কাফের ও বেইমান!
হুংকারে তার জালিমশাহীর মসনদ যায় টলে!
জঙ্গি তাকে বলে!
হৃদয়টা তার আল্লাহ-নবীর ভালবাসায় ভরা৷
জীবনটা তার সাহাবাদের আদর্শেতে গড়া৷
দ্বীনের তরে যুদ্ধ করে রেখে জীবন বাজি!
হয়তো হবে শহীদ সে যে নয়তো হবে গাজী৷
রোজ হাশরে শীতল ছায়ায় থাকবে আরশ তলে!
জঙ্গি তাকে বলে!
ন্যায়ের কথা বলে যে জন, ন্যায়ের পথে চলে৷
কষ্ট যতই হোক না তবু হক্বের পথে থাকে,
হৃদয় ভরা দরদ নিয়ে হক্বের পথে ডাকে৷
সব বাধা-ভয় ঝঞ্ঝা-তুফান যায় দু পায়ে দলে!
জঙ্গি তাকে বলে!
বিশ্বজুড়ে মুসলিমেরা মরছে ধুকে ধুকে,
অন্তরে তার সুখ আসে না, ঘুম আসেনা চোখে৷
মাজলুমানের জন্য যে তার কাঁদে সদা মন,
তাই ছুটে যায় রণাঙ্গনে ছেড়ে আপনজন!
প্রতিশোধের তপ্ত আগুন বক্ষে যে তার জ্বলে!
জঙ্গি তাকে বলে!
আল্লাহ তা'লার সিংহ সে যে নির্ভীক-নির্ভয়!
পাহাড় সম ঈমানী বল, দুর্দম-দুর্জয়!
বাতিল যত তার সব ভয়ে থাকে কম্পমান-
খোদাদ্রোহী নাস্তিক আর কাফের ও বেইমান!
হুংকারে তার জালিমশাহীর মসনদ যায় টলে!
জঙ্গি তাকে বলে!
হৃদয়টা তার আল্লাহ-নবীর ভালবাসায় ভরা৷
জীবনটা তার সাহাবাদের আদর্শেতে গড়া৷
দ্বীনের তরে যুদ্ধ করে রেখে জীবন বাজি!
হয়তো হবে শহীদ সে যে নয়তো হবে গাজী৷
রোজ হাশরে শীতল ছায়ায় থাকবে আরশ তলে!
জঙ্গি তাকে বলে!