| আমরা আল্লাহর’ই আর তার দিকেই আমরা ফিরে যাবো |
আসমান জমিনের রব আল্লাহ্ তা’আলাই আমাদের একমাত্র রব। তিনিই আমাদের রিজিকদাতা, আমাদের লালন-পালনকারী। তিনিই আমাদের আশ্রয়দাতা, আমাদের হেফাজতকারী। তিনিই আল্লাহ্ যিনি বিরামহীনভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন। তার কোন মৃত্যু নেই, নেই কোন ক্লান্তি। তার কাজের কোন অংশীদার নেই। তিনি একাই সবকিছুর জন্য যথেষ্ট। তিনি বেপরোয়া প্রশংসার মালিক, তার আমাদের প্রশংসার কোন প্রয়োজন নেই, আমাদের নিজেদের ভালোর জন্যই মহান রবের প্রশংসা করি। আল্লাহ্ তা’আলা মহাশক্তিধর, সৃষ্টিজগতে তার সমতূল্য শক্তিধর আর কেউ নেই। তিনি কত সুদক্ষকারিগর! প্রতিটি বস্তুই তিনি সুনিপুনভাবে সৃষ্টি করেছেন। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। সবকিছই আল্লাহর আয়ত্তাধীন। তিনি মৃতকে জীবিত আর জীবিতকে মৃত করতে খুব সক্ষম। তিনিই প্রবাহমান দিবস ও রাত্রির মালিক। আকাশের অগণিত নক্ষত্ররাজি তারই আদেশে চলে। তিনিই মৃত ভূভাগকে সঞ্জীবিত করেন আর তা থেকে উৎপণ্য করেন ফল-ফসল। আর আমরা তার দিকেই ফিরে যাবো। তিনিই আমাদের মালিক। আমরা একমত্র তারই ইবাদত করি। আমরা তার কাজে অন্য কাউকে শরিক করি না। তিনিই একমাত্র বিধানদাতা। যেকোন কঠিন কাজকে আমরা হৃষ্টচিত্তে আমাদের অভিভাবক আল্লাহ্ তা’আলার সন্তুষ্টির জন্য মেনে নিতে প্রস্তুত।
যে বা যারাই আমাদের দ্বীনের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপপ্রয়াস চালাবে বা চালানোর চেষ্টা করবে তাদের মোকাবিলায় আল্লাহ্ তা’আলাই আমাদের জন্য যথেষ্ট। দ্বীনের হুকুম-আহকাম পালন করা আমাদের জন্য আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে আদেশ। যে বা যারাই আমাদের জন্য আল্লাহ্ তা’আলার আদেশ পালনে বাধার সৃষ্টি করবে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মত অনুরূপ কায়দায় আমরা তাদের মোকাবিলায় দাঁড়িয়ে যাবো ইনশা আল্লাহ্ (হোক তারা রাষ্ট্রের শাসক শ্রেণী কিংবা সম্ভ্রান্ত ব্যক্তি)। আমরা কোনভাবেই আমাদের রবের আদেশ অমান্য করতে পারবো না, কেননা আল্লাহ্ তা’আলার আদেশ অমান্য করাকে আমরা উত্তপ্ত জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতই অপছন্দ করি। আর তাছাড়া আমরা যদি আল্লাহ্ তা’আলার নাফরমানি করি কিংবা করতে থাকি তবে তিনি আমাদের দুনিয়াতে পাকড়াও করবেন এবং আখিরাতে উদীয়মান আযাবে পরিচালিত করবেন। আর এটা তো অত্যন্ত ভয়াবহ ব্যাপার। আমরা কোনভাবেই চাই না যে আমাদের প্রতিপালক আমাদের অপরাধের দরুন আমাদেরকে দুনিয়াতে পাকড়াও করুক আর আখিরাতে উদীয়মান আযাবে পরিচালিত করুক। বরং আল্লাহ্ তা’আলার কঠিন আযাব থেকে রক্ষা পেতে তার অকাট্য বিধান পালন করাকে সবকিছুর চাইতে বেশি পছন্দ করি। এখানে আমাদের সবার একটি কথা মনে রাখা উচিত যে আল্লাহ্ তা’আলার আযাব থেকে নিঃশঙ্ক থাকা যায় না। তাই আল্লাহ্ তা’আলার আযাব-গজব আসার আগেই বেশি বেশি ভালো আমল করে ঈমান নিয়ে যেন আমরা পরকালের যাত্রী হতে পারি আমাদের সকলের এই আশা পোষণ করা উচিত। সেই সাথে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ্ তা’আলার আযাব বড়ই কঠিন। আল্লাহ্ তা’আলার কঠিন আযাব আসার আগেই তারা যেন নিজেদের শুধরে নেয়।