Announcement

Collapse
No announcement yet.

আপনার আমলই আপনার দাওয়াত!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আপনার আমলই আপনার দাওয়াত!

    নিজের জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আজ থেকে কয়েক বছর আগে এক রমজানে আমি অনেক বেশি সালাতুত তাসবীহ পড়েছি। এতো বেশি পড়েছি যে,প্রতিদিন দুই বা তিন বার পড়তাম। এভাবে বিশ রমজান কেটে যায়, এরপরে ইতিকাফে বসলাম। আমার সাথে আরো চার পাচটা ছাত্র ইতিকাফে বসলো। আমি তাদের যখন সালাতুত তাসবীহ সম্পর্কে খুব সামান্য কিছু কথা বললাম তখন তারাও খুব বেশি পড়তে লাগলো। এমনকি একেকজনে রাতে দুই তিনবারও পড়তো, শুধু তাই না সালাতুত তাসবীহ বাদেও তারা প্রচুর পরিমানে নামায পড়তে লাগলো। তাদের এমন অবস্থা দেখলে যে কেউ আশ্চর্য না হয়ে পারবে না। আসল বিষয়টা হলো আমি তখন তাসবীহের নামাযটা বেশি পড়ার ফলে তাদের খুব সামান্য ওয়াজ করার সাথে সাথে তারাও খুব বেশি পড়া শুরু করলো। যখন আপনি কোন আমল বেশি করবেন তখন আপনার সামান্য কথাতেই মানুষ অনেক বেশি আমল করা শুরু করবে। আমি শাইখ আহমাদ মুসা জিবরীল হাফিঃ এর কিয়ামূল লাইল নামক বইটা অনেককে দিয়েছি। বইটা পড়ার পর এমনও হয়েছে যে,যে ব্যক্তি ঠিক মত ফরয পড়ে না সেও তাহাজ্জুদ পড়া শুরু করেছে। যেই বইটা পড়েছে সে দীর্ঘ একটা সময় তাহাজ্জুদ পড়েছে। অথচ বইটা কত ছোট কিন্তু কত বেশি প্রভাবিত করে। বইটা পড়লে বুঝা যায় শাইখ কত বেশি তাহাজ্জুদ পড়েন। এমনকি শাইখের জীবনি থেকে ও জানা যায় যে, শাইখ বড় বড় আলেমদের কাছে গিয়ে বিরল তাযকিয়া লাভ করেছেন। এরপরে শাতিমের রাসূলদের ব্যাপারে যে বইটা সবচেয়ে গ্রহনযোগ্য ও সবচেয়ে বেশি অনুসরন করা হয় তা হলো শাতিমদের ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রহঃ এর বইটা। কারন তিনিই বইটা লিখার পিছনে অনেক বড় ত্যাগ আছে। এক শাতিমের বিচার চাইতে গিয়ে তিনি কারাবন্দী হয়েছে এবং সেখানেই বইটা লিখেছেন। ফলে বইটা আজ পর্যন্ত এতো বেশি গ্রহনযোগ্য পেয়েছে। আরবী বিশ্বে প্রায় সব তালিবে ইলমদের সংগ্রহ বইটা থাকে৷শুধু তাই না জিহাদের ব্যাপারেও শাইখকে সবচেয়ে বেশি অনুসরন করা হয়। কারন তিনি এমন ইমাম যিনি স্বশরীরে ময়দানে জিহাদ করেছেন। এরপরে তাকিয়ে দেখুন, যে আলিম যত বড় ইলমের অধিকারী হন তার ছাত্ররাও ততবড় ইলমের অধিকারী হন৷ তার কাছে গেলে আপনার ইলম অর্জনের আগ্রহটাই অন্যরকম হয়ে যাবে। বড় আলিমের নিকট গেলে অনেকক্ষেত্রে অনেক মেধাহীন ছাত্রও মেধাবী হয়ে যান। যে আলিম নফল ইবাদাত বেশি করেন তার কাছে গেলে আপনার নফল ইবাদাতের আগ্রহ খুব বেড়ে যাবে। এটাই হলো বাস্তবতা। আপনি যদি আমল না করে ওয়াজ করেন তাহলে এ ওয়াজ ভালো ফলপ্রসূ হবে না। আপনি যদি আমল না করে মানুষকে বলতে থাকেন তাহলে মানুষ আপনার দ্বারা প্রভাবিত না হয়ে উল্টো বিরক্তবোধ করবে। তাই কাউকে কোন আমলের ব্যাপারে বলতে হলে একটু চিন্তা করুন আপনি কি সেই আমল করছেন? আমি প্রায় সময় একটা বিষয় চিন্তা করি , তা হলো অনেক সময় মা বাবা ও শিক্ষক মারধর করে ও অনেক বুজিয়ে শুনিয়েও একটা ছেলেকে ঠিক করতে পারে না। অথচ এলাকার তাবলীগের কাহারো কথায় বা কোন দ্বীনদ্বার ছেলের কথায় কোন রকম জোরজবরদস্তি ছাড়াই একটা ছেলে পরিবর্তন হয়ে যায়। কোন মারধর ছাড়াই খারাপ ছেলেটা ভালো হয়ে যায়। যে ছেলেটা মাদরাসার উস্তাদের কথা শুনে না,দিনের পর দিন মসজিদের খতিবের ওয়াজ শুনে কোন পরিবর্তন হয় না সেই ছেলেটাই কোন দ্বীনদার ছেলের কথায় উঠবস করে। এর পিছনের কারন হলো দ্বীনদার ছেলেটা আমল করেই আরেকটা ছেলেকে সেই আমলের দিকে কোন বিনময় ছাড়া ডাকতে থাকে। তাই নিজে আগে আমল ঠিক করতে হবে। দ্বীনের যেকোন কাজের মূলভিত্তি হলো রবের প্রতি ভালোবাসা। এখন আপনার যদি মূলভিত্তি ঠিক না থাকে তাহলে আরেকজনেরটাতো আপনি ঠিক করতে পারবেন না।আপনি বলার আগে একটু নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার রবকে কতটা ভালোবাসেন। একবার আমি অনেক আগে একটি ইসলামী সংগঠনের সেমিনারে গেছি। তো সেখানে তাদের অনেক বড় বড় আলিম বক্তব্য দিয়েছে এবং বক্তব্য গুলো ছিলো অত্যান্ত জ্বালাময়ী । কিন্তু শ্রোতাদের মাঝে তেমন কোন প্রভাব দেখলাম না। কিন্তু হঠাৎ এক স্কুল শিক্ষিত ব্যক্তি বক্তব্য দিতে দাড়ালো, তার বক্তব্য এতোটা প্রভাব তৈরীকারী ছিলো যে,উপস্থিত অল্প কয়েকজন বাদে সবার চোখেই পানি চলে আসলো এমনকি আমার চোখ দিয়েও পানি চলে আসছে। পরে জানতে পারলাম ওই নেতা খুব ত্যাগী নেতা, দুই পায়ে গুলি খেয়েছেন এবং সরকার তার ৫০/৬০ লক্ষ টাকার বেতন আটকিয়ে রেখেছে। আসলে তার কথা গুলো তার মুখ থেকে নয় বরং আমলের কারনে অন্তর থেকে আসছে। একটু চিন্তা করে দেখুন,আজ লক্ষ লক্ষ টাকা খরচ করে যে ওয়াজের মাহফিল হয় সে ওয়াজ সমুহ শুনে দুই একজন পরিবর্তন হয় না, ঘন্টার পর ঘন্টার ওয়াজে কোন পরিবর্তন হয় না।অথচ শাইখ তামিম আল আদনানির পাচ ছয় মিনিটের বিডিও শুনে কত হাজার হাজার মানুষ পরিবর্তন হচ্ছে । আপনি একজন ব্যক্তিকে তানজিমের দিকে ডাকবেন অথচ আপনি নিজেই তানজিমের কাজ যদি ঠিক মত না করেন তাহলে আপনার এ ডাকে ভালো ফলাফল আসবে না।আল্লাহ আমাদের বেশি বেশি আমল ও দাওয়াতি কাজের তাওফিক দান করুন।
Working...
X