ভুপৃষ্ঠের নানা পথে আমাদের আনা-গোনা, আমরা হাটি, চলাচল করি, আমরা পানাহার করি, করি উপভোগ, কখনো উল্লাসে মেতে ওঠি, দুখের ভারে আবার কখনো নতিয়ে পড়ি, বহু মতে বিশ্বাসী আমরা একেকজনে, আবার সকলের কর্মকেত্রে আছে কতশত ভিন্নতা, সময় অতিবাহিত হয়, আয়ু ফুরিয়ে আসে; তবে আমরা খুব খেয়ালি, অনেক সচেতন এই দুনিয়ার প্রতি, তা আমাদের গ্লপ-গাথা কাজ-কর্মে ভালো ভাবেই ফুটে ওঠে। কিন্তু আমরা আনমনা, অচেতন, আমরা বিস্মৃত, আমরা নিভে যাওয়া ছাই থেকে ভেসে উঠা ধোঁআ- একমাত্র আমাদের রবের নির্দেশের ব্যপারেই আমরা বেখেয়াল বেখবর, একে পিছনে ফেলে আমরা যেনো টার্গেটহীন ছুটে চলা বুলেট, যা কভু পিছু ফিরতে চায় না, কিন্তু সে এভাবে ছুটে চলায় সময় খুব কমি পায়, তার এ ব্যর্থ পথ চলা হয়ে থাকে ক্ষণিকের।
Announcement
Collapse
No announcement yet.
সতর্ক- ব্যর্থ পথ চলা চিরকালের নয়
Collapse
X