অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ দাওয়াত,
একটা ঘুমন্ত জাতীকে ফের জাগিয়ে দিতে এটা অবশ্য পালনীয় কর্মপন্থা,
একজন দা'য়ী হয়তো দীনের পথে তার সর্বস্ব সঁপে দিবে, আর এ কুরবানী হবে বাহ্যত কয়েকজন মাদ'উর পিছনে।
কিন্তু আশ্চর্য বিষয় হলো কী!
প্রকৃতার্থে দা'য়ীর এ মেহনত হয়ে থাকে তার নিজেরই উন্নতির তরে,
এ বাস্তবতা বোঝতে পারবে কেহো, কেবল দা'য়ী বনার পরে।
তার এ মহৎ কাজের সত্যায়নে
বহু আয়াত নাযিল করেন
মহামহীম তার পাক কুরআনে।
وَ مَنۡ اَحۡسَنُ قَوۡلًا مِّمَّنۡ دَعَاۤ اِلَی اللّٰہِ وَ عَمِلَ صَالِحًا وَّ قَالَ اِنَّنِیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۳۳﴾
আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’?
সুতরাং ঈমানী উন্নয়নে রবের পথে দাওয়াত থাকুক অব্যাহত, শরিয়াহর ছোট কোনো জ্ঞান হলেও তা ছড়িয়ে যাক, আমা হতে সকলের কাছে, দূর হোক সমাজের অনাচার, আবার ফিরে আসুক সেই সোনালি সমাজ। আল্লাহ তা'আলা কবুল করুন আমাদেরকে, আমীন।
একটা ঘুমন্ত জাতীকে ফের জাগিয়ে দিতে এটা অবশ্য পালনীয় কর্মপন্থা,
একজন দা'য়ী হয়তো দীনের পথে তার সর্বস্ব সঁপে দিবে, আর এ কুরবানী হবে বাহ্যত কয়েকজন মাদ'উর পিছনে।
কিন্তু আশ্চর্য বিষয় হলো কী!
প্রকৃতার্থে দা'য়ীর এ মেহনত হয়ে থাকে তার নিজেরই উন্নতির তরে,
এ বাস্তবতা বোঝতে পারবে কেহো, কেবল দা'য়ী বনার পরে।
তার এ মহৎ কাজের সত্যায়নে
বহু আয়াত নাযিল করেন
মহামহীম তার পাক কুরআনে।
وَ مَنۡ اَحۡسَنُ قَوۡلًا مِّمَّنۡ دَعَاۤ اِلَی اللّٰہِ وَ عَمِلَ صَالِحًا وَّ قَالَ اِنَّنِیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۳۳﴾
আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’?
সুতরাং ঈমানী উন্নয়নে রবের পথে দাওয়াত থাকুক অব্যাহত, শরিয়াহর ছোট কোনো জ্ঞান হলেও তা ছড়িয়ে যাক, আমা হতে সকলের কাছে, দূর হোক সমাজের অনাচার, আবার ফিরে আসুক সেই সোনালি সমাজ। আল্লাহ তা'আলা কবুল করুন আমাদেরকে, আমীন।