মুসলিম তুমি চির সংগ্রামী নয় কভু নিঃস্ব,
তোমার হুংকারে সোনালী অতীতে কেঁপেছিল বিশ্ব।
বিশ্ব জুড়ে ধরার বুকে তুমিই শ্রেষ্ঠ জাতি,
আধার রাতের অন্ধকারে জ্বালিয়েছ নুরের জ্যোতি।
শহীদী তামান্নায় অশ্ব নিয়ে ছুটতে রণাঙ্গনে,
খোদার পথে লড়তে তুমি পাহাড়,সাগর, বনে।
করতে শাসন বিশ্ব ভুবন মানতে না কোনো বাধা,
দ্বীন কায়েমে সবখানেতে সোচ্চার ছিলে সদা।
পৌঁছতো যবে তোমার কানে মাজলুমের হাহাকার,
দূর্বার গতিতে ছুটতে সেথায় নিয়ে তলোয়ার।
আল্লাহ ছাড়া তোমার দিলে ছিল না কারো ভয়,
তাইতো আজ-ও ধরার বুকে রয়েগেলে অক্ষয়।
তোমার হুংকারে সোনালী অতীতে কেঁপেছিল বিশ্ব।
বিশ্ব জুড়ে ধরার বুকে তুমিই শ্রেষ্ঠ জাতি,
আধার রাতের অন্ধকারে জ্বালিয়েছ নুরের জ্যোতি।
শহীদী তামান্নায় অশ্ব নিয়ে ছুটতে রণাঙ্গনে,
খোদার পথে লড়তে তুমি পাহাড়,সাগর, বনে।
করতে শাসন বিশ্ব ভুবন মানতে না কোনো বাধা,
দ্বীন কায়েমে সবখানেতে সোচ্চার ছিলে সদা।
পৌঁছতো যবে তোমার কানে মাজলুমের হাহাকার,
দূর্বার গতিতে ছুটতে সেথায় নিয়ে তলোয়ার।
আল্লাহ ছাড়া তোমার দিলে ছিল না কারো ভয়,
তাইতো আজ-ও ধরার বুকে রয়েগেলে অক্ষয়।