Announcement

Collapse
No announcement yet.

শাহাদাতের সন্ধানে

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • শাহাদাতের সন্ধানে

    "শাহাদাতের সন্ধানে"

    খোদার পথে করতে লড়াই
    আয় ছুটে আয় ময়দানে,
    বুক পেতে দে বুলেট পানে
    শাহাদাতের সন্ধানে।


    চিরতরে যায় পাওয়া মাফ
    জীবন দিলে এই পথে,
    হিসেব ছাড়াই ঠাই পাওয়া যায়
    চির সুখের জান্নাতে।

    খোদার পথের মৃত্যুতে ভাই
    তেমন কোন কষ্ট নাই,
    তাইতো শহীদ বলতে থাকে
    পাঠাও আবার মরতে চাই।

    এ পথে যে রক্ত ঝরায়
    আল্লাহ থাকেন তার সাথে,
    আল্লাহ পাকের শক্তি দ্বারাই
    কাফের মরে তার হাতে।

    শাহাদাতের নেশা নিয়ে যোদ্ধা
    যখন যুদ্ধে যায়,
    মুমিনরা সব যায় জিতে যায়
    কাফেররা সব প্রাণ হারায়।

    শহীদ, খোদার শ্রেষ্ঠ প্রেমিক
    শাহাদাতই তার প্রমাণ,
    পৃথিবীর কোন মানুষ হবে
    মর্যাদাতে তার সমান ?


    এ পথে যারা লড়াই করে
    সবচে বেশি তাদের দাম,
    আল্লাহ বলেন, ওরাই হলো
    সম্মানী আর সফলকাম।

    শাহাদাতের জন্যে রাসূল (সা.)
    নিজেও ছিলেন পাগলপ্রায়,
    বলেন, যদি শহীদ হতাম
    জীবন পেতাম আবার হায়!

    আমারতো ভাই স্বপ্ন আশা
    শুধুই শহীদ হওয়া,
    ইসলাম নামক বৃক্ষের গোড়ায়
    বুকের রক্ত দেওয়া।

    আল্লাহ তুমি কবুল করো
    আমার ফরিয়াদ,
    আমিই যেন বলতে পারি
    "হাইয়া আলাল জিহাদ"




    সত্য ন্যায়ের গান, গেয়ে মোরা সবে
    উড়াবো বিজয় নিশান...

Working...
X