খালি হাতে বসে থেকে আমি
সুযোগে আকাঙ্ক্ষী নই,
হকের নিশানা তলে, দীনেরি কালিমা মুখে
তাই উঁচু করে শির কই-
জাতির জওয়ান যারা এসো সবে এসো
আজি সেই পথে এক হই।
সঠিক পথের দিশারি কুরআন
খুলে দেখো রব বলছে ঐ-
"দীন হলো সেতো কেবলি ইসলাম
তবে তন্রে মন্রে কেনো সবে ক্লান্ত হই"!!
মাজলুম যদি থেকে থাকে ভবে
তবে রুখতে হবে জুলুম হুকুম কুরাআনেরই।
তাই জাগো সবে জাগো,
জেগে ওঠ আজি, মোরা তো কেহই বন্দি নই;
নির্ভীক জাতি লড়ে ছিলো যারা
দেখো বিশ্বচলে না তাদেরে বই,
তাই সঠির পথের পথিকেরা কই,
সংকটে ক্ষণ, এস সবে ওরে একত্র হই।
সুযোগে আকাঙ্ক্ষী নই,
হকের নিশানা তলে, দীনেরি কালিমা মুখে
তাই উঁচু করে শির কই-
জাতির জওয়ান যারা এসো সবে এসো
আজি সেই পথে এক হই।
সঠিক পথের দিশারি কুরআন
খুলে দেখো রব বলছে ঐ-
"দীন হলো সেতো কেবলি ইসলাম
তবে তন্রে মন্রে কেনো সবে ক্লান্ত হই"!!
মাজলুম যদি থেকে থাকে ভবে
তবে রুখতে হবে জুলুম হুকুম কুরাআনেরই।
তাই জাগো সবে জাগো,
জেগে ওঠ আজি, মোরা তো কেহই বন্দি নই;
নির্ভীক জাতি লড়ে ছিলো যারা
দেখো বিশ্বচলে না তাদেরে বই,
তাই সঠির পথের পথিকেরা কই,
সংকটে ক্ষণ, এস সবে ওরে একত্র হই।