আমার মনে- কত শত আশা
তোমাকেই নিয়ে হে রাসুল,
আমার বুকে এত ভালোবাসা
তোমাকেই ঘিরে হে রাসুল।
দূরের এই দেশ থেকে
তোমার রওজা পানে,
ছুটে যায় আমার পাগল মন।
মনের এ গভীর থেকে
ডেকে যায় তোমাকে
সাড়া দাও হে প্রিয় রাসুল।
আমার মনে- কত শত আশা
তোমাকেই নিয়ে হে রাসুল,
আমার বুকে এত ভালোবাসা
তোমাকেই ঘিরে হে রাসুল।
মন আমার ফেটে যায়
যখন তোমায় নিয়ে
কাফেররা করে অবমাননা।
দেহে খুন থাকতে
তেমার অবমাননা
মেনে নিবনা হে রাসুল।
আমার মনে- কত শত আশা
তোমাকেই নিয়ে হে রাসুল,
আমার বুকে এত ভালোবাসা
তোমাকেই ঘিরে হে রাসুল।
লেখকঃ হাবিবে উমায়ের হাফিঃ
তোমাকেই নিয়ে হে রাসুল,
আমার বুকে এত ভালোবাসা
তোমাকেই ঘিরে হে রাসুল।
দূরের এই দেশ থেকে
তোমার রওজা পানে,
ছুটে যায় আমার পাগল মন।
মনের এ গভীর থেকে
ডেকে যায় তোমাকে
সাড়া দাও হে প্রিয় রাসুল।
আমার মনে- কত শত আশা
তোমাকেই নিয়ে হে রাসুল,
আমার বুকে এত ভালোবাসা
তোমাকেই ঘিরে হে রাসুল।
মন আমার ফেটে যায়
যখন তোমায় নিয়ে
কাফেররা করে অবমাননা।
দেহে খুন থাকতে
তেমার অবমাননা
মেনে নিবনা হে রাসুল।
আমার মনে- কত শত আশা
তোমাকেই নিয়ে হে রাসুল,
আমার বুকে এত ভালোবাসা
তোমাকেই ঘিরে হে রাসুল।
লেখকঃ হাবিবে উমায়ের হাফিঃ
বিঃদ্রঃ পারলে কোন ভাই সুর দিতে পারেন ইনশাআল্লাহ।