Announcement

Collapse
No announcement yet.

||ইসলামি গণতন্ত্র?||

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ||ইসলামি গণতন্ত্র?||

    ইসলামের নামে গণতন্ত্র
    মধু দেখিয়ে বিষের পাত্র,
    সত্যের মোড়কে মিথ্যে পণ্য,
    ধোঁকাবাজির এক মহা যন্ত্র!

    সাধারণ মুমীনকে ধোঁকায় ফেলে,
    তাগুত্বের মাসআলা ধোঁয়াশা রেখে,
    কালেমার দাবী গোপন করে,
    মুমীনের ঈমান নেয় যে ছিনিয়ে।

    কেউ তো বলে এটাই জিহাদ
    ময়দানে জীবন দিয়ে তবে কী লাভ?
    দ্বীন বিকৃতির এক ঘৃন্য নমুনা,
    বুঝে না বুঝে কুফরি বাহানা।

    বলা হয়, 'ইসলামি গণতন্ত্র'
    আসলে এটা কাফেরদের ষড়যন্ত্র।
    ইসলামে নেই কি গঠনতন্ত্র?
    তবে তা আজ কেন উপেক্ষিত!


    আল্লাহর জমিনে হবে আল্লাহরই শাসন
    নয় কিছু কভু আল্লাহর চেয়ে উত্তম।
    গণতন্ত্র বলে, শ্রেষ্ঠ তো জনগণ!
    মাখলুকের অধীনে রাখে রবের শাসন।

    এটা যদি কুফর না হয়
    বলো, কুফর আর কী?
    যদি করো আল্লাহকে ভয়
    'আল্লাহই শ্রেষ্ঠ' জানো কি?


    গণতন্ত্রে ইসলাম, কোথা হয়েছে কায়েম!
    ব্যর্থ নীতির পিছে কেন লেগে আছ দায়েম?
    দিকে দিকে মুজাহীনিদের (মুজাহিদীনের) সাফল্যের কাহিনী
    বিশ্বাস হয় না তোমার, কারা রবের বাহিনী?

    আল্লাহর ওয়াস্তে এবার থামো
    সালাফের জীবনে নমুনা দেখো,
    জিহাদই হলো খিলাফাহ'র চাবি
    জিহাদ ছেড়ে দেয়া স্পষ্ট নেফাকি।

    মানো আর (না) মানো এটাই সত্য
    শরীয়তের পথে চলা তোমার দ্বায়িত্ব!
    বিজয় আসে কেবল রবের হুকুমে,
    কুফরে ছাড় নেই, বিজয়ের লোভে।
    Last edited by Rakibul Hassan; 1 day ago.
Working...
X