Announcement

Collapse
No announcement yet.

মুসলিম উম্মাহর পতন

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুসলিম উম্মাহর পতন

    # মুসলিম উম্মাহর পতন

    ***“যে যুলমের শিকার না, সে মাযলুমের জায়গায় নিজেকে বসিয়ে তার কষ্ট অনুভব করতে পারে না”।***

    কথাটি এক বাক্যের হলেও এই বাক্য দিয়ে একটি বিশাল আকারের কাব্যগ্রন্থ লেখা সম্ভব।

    বিশ্বের আনাচে কানাচে খোঁজ নিলে দেখা যায় সব থেকে বেশি নির্যাতিত মুসলিম জাতি। উইঘুর, সিরিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, ভারত, ইয়েমেন, চেচনিয়া, ওয়াযিরিস্তান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, মালী, কম্বোডিয়া, ফিলিপাইন সহ আরও অনেক দেশে মুসলমানদের রক্ত ঝরছে। এই এত রক্ত ঝরার পর মুসলিম দেশের শাসকেরা কি করেছেন তার একটু বিবরণ দিবো আজ। উদাহারনটা উইঘুরদের দিয়েই দেওয়া যাক। কারণ অন্যান্য দেশে যেমন ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীর কিংবা ভারতের মতো দেশে মুসলমানদের অপর অত্যাচারের উপর নিউজ হয় কিন্তু উইঘুরদের খবর নেওয়ার জন্য ***BBC*** কিংবা ***CNN*** অথবা ***আল জারিরা***র মতো নিউজের রিপোর্টাররা চিনে গেলে তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয় না। তাদের নিয়ে কোনো নিউজ করতে দেওয়া হয় না।

    মানবতার ফেরিওয়ালা জাতসংঘে উইঘুরদের উপর যে নির্যাতন চলতেছে তার বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নিন্দাজ্ঞাপন করে চিঠি লিখে ***২২টা*** দেশ। শুনে অবাক হবেন কারণ এই ২২ টা দেশের লিস্টে নব্য ক্রুসেডর বাহিনী ন্যাটোভুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স তাকলেও *নেই কোনো মুসলিম দেশ।[*১] উল্টো কিছুদিন পরে চীনকে সমর্থন জানিয়ে ***৩৭টা*** দেশ জাতিসংঘে চিঠি পাঠায়। সেখানে বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ রয়েছে। তাদের মধ্যে রয়েছে ***সৌদি আরব, পাকিস্তান, আরব আমিরাত, ওমান, কুয়েত, বাহরাইন*** এর মত দেশ।[২]



    কিছুদিন আগে ড্যানিয়েল হাকিকাতজু এর একটা ভিডিও দেখেছিলাম ইউটিউব-এ। এই শিরোনাম এই রকম ছিলো*** WHY DON’T MUSLIM COUNTRIES HELP OPRESSED MUSLIM?***[৩]

    তিনি তার ভিডিওতে বলতেছেন *যেই মুসলিম দেশগুলোর অর্থনৈতিক এবং মিলিটারি এবিলিটি আছে তারা কেন নির্যাতিত মুসমানদের সাহায্য করতেছে না? *উত্তর হিসেবে তিনি বলেছেন,* এই মুসলমান দেশগুলো যদি তাদের নির্যাতিত ভাইদের পাশে দাড়ায় তাহলে তাদের গ্যাসের দাম বেড়ে যাবে, মানুষের বাজার খরচ কিনতে একটু বেশি টাকা গুণতে হবে কিংবা সেই দেশের প্রেসিডেন্ট ইউরোপ, আমেরিকার মতো দেশের সাথে মিটিং করতে পারবেন না, নিজেদের আত্ম উন্নয়নমূলক কাজ করতে পারবেন না*। ***THAT WOULDN’T BE FAIR RIGHT? ***আশা করি আপনি বুঝতে পেরেছেন কত অদ্ভুত এই কারণগুলো। সামান্য ডলার এর বিনিময়ে তারা তাদের ভাইদের নির্যাতিত হতে দেখছে। তাদের সাপোর্ট করার বদলে উল্টো যারা নির্যাতন করতেছে তাদের সাপোর্ট করতেছে।

    কি একটা নির্মম ট্রাজেডি চলতেছে মুসলমানদের জীবনে। মুসলিমদের আর্তনাদে কাফের দেশ পর্যন্ত জাতিসংঘে চিঠি পাঠায় কিন্তু মুসলমান দেশ গুলো বসে বসে তাদের (সিরিয়া, ফিলিস্তিনি, কাশ্মির, উইঘুর, ভারত-এর মুসলমানদের) সন্ত্রাসী ফতোয়া দেয়!

    এবার এইরকম কিছু দেশের সরকারের অপকর্ম দেখা যাক।

    **দ্যা গ্রেট সৌদি আরবঃ** সাধারণত নবী ﷺ এর জন্মভূমি, সামরিক বা অন্যান্য যেকোন কারণেই হোক বিশ্বের সকল মুসলমানদের আশা থাকে তাদের অত্যাচারের প্রতিবাদে হয়তো সৌদি আরব সাহায্য করবে। কাফেরদের ধ্বংস করতে এগিয়ে আসবে নববী কিংবা খোলাফায়ে রাশেদিনের যুগের বীর সেনাদের মতো। কিন্তু বরাবর মুসলমানের এই আশা বিফলে যায়।
    ## *“ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সাল্মান বেইজিং সফরে এসে গলাগলি বন্ধুত্ব করেছে শি জিনপিং এর সাথে। বলছেন, চীনের অবশ্যই অধিকার আছে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ-বিরধী পদক্ষেপ নেবার। সৌদি আরব চীনের এই পদক্ষেপকে সমর্থন এবং সম্মান করে। সেই সাথে চীনের সাথে সহযোগিতার সম্পর্ক মজবুত করতে সৌদি খুব আগ্রহী”।[৪] *

    তাছাড়া সৌদি আরব অন্যান্য মুসলিম দেশগুলোর প্রধানদের বলতেছে চিনে উইঘুরদের উপর কোনো নির্যাতন হয় না। ৩০ লাখ উইঘুর কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্ধী নয়। আর এর পুরোটাই চীনের অভ্যন্তরীণ বিষয়। আমাদের নাক গলানো ঠিক হবে না।

    সৌদির এই রকম আচরণ দেখে কেউ উইঘুরদের পাশে দাঁড়াচ্ছে না ফলে এখন চীন সবাইকে বলে সৌদি আরবই তো বলেছে উইঘুররা নিরাপদ।[৫]

    **তুরস্কঃ **অটোমান তথা উসমানীয় খিলাফাতের জন্য তুরস্কের দিকেও মুসলমানরা আশা নিয়ে বসে থাকে। যদিও এখন খিলাফাত ব্যবস্থা আর নেই তবুও এরদোগানের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে এই আশা মনে ব্যক্ত রাখেন। উইঘুর মুসলিমরাও উনার কাছ থেকে সাহায্যের আশা করেছিলো কিন্তু উনিও তাদের আশাকে ডাস্টবিনে ফেলে দেন। কুরআনের পাখি এরদোগান ২০১৯ সালের জুলাইয়ে চীন সফরে এসে হাসি মুখে ছবি তুলেছেন কাফের শি জিনপিং এর সাথে। এরদোগান বলেছেন,
    ## *‘তুরস্ক ওয়ান চায়না পলিসিকে দৃঢ়ভাবে সমর্থন করে। পুর্ব তুর্কিস্তানের সকল জাতির মানুষ চীনের উন্নতি ও সমৃদ্ধির মাঝে সুখী জীবনযাপন করছে। দুই দেশের সম্পর্কে ফাটল ধরাতে কাউকে প্রশ্রয় দিবে না তুরস্ক’। বিনিময়ে চীনের প্রেসিডেন্ট বলেন এরদোগানের নিকট চীন কৃতজ্ঞ।*[৬]

    তাছাড়া পুর্ব তুর্কিস্তানের বর্তমান অবস্থার অনুসন্ধানের প্রস্তাবের বিপক্ষে ***AK PARTY*** এবং ন্যাশনালিস্ট মুভমেন্ট ভোট দিয়ে প্রস্তাবটি বাতিল করে দেয়।[৭] যেইসব উইঘুর তুরস্কে এসে আশ্রয় নেয় তাদের মধ্যে যাদেরকে চীন ফেরত চায় তাদেরকে তুরস্ক সরকার তৃতীয় কোনো দেশ যেমন তাযিকিস্তান পাঠিয়ে দেয় এবং সেখান থেকে চীন তাদের নিয়ে যায়।

    *তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভুতগুলুও স্বীকার করেছেন তুরস্ক উইঘুর রিফিউজিদের চীনে ফেরত পাঠাচ্ছে।* [৮]

    **পাকিস্তানঃ** বিশ্বের নির্যাতিত মুসলমানদের পক্ষে প্রায় ইমরান খানকে কথা বলতে দেখা যায়। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তিনি মুসলমানদের পক্ষে অনেক কথা বলেছেন। *অথচ তাকে চীনের উইঘুরদের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন **“আসলে আমি এ ব্যাপারে মন্তব্য করতে পারছি না কারণ উইঘুরদের ব্যাপারে তেমন কিছু জানি না”***। সাংবাদিক আপনিতো বিশ্বের নির্যাতিত মুসলমানদের ব্যাপারে কথা বলেন চীনের ব্যাপারে কিছু বলবেন না বললে তিনি আবার সেই একই কথা বলেন। সাংবাদিক আবার বলল ***“কিন্তু এক পাকিস্তানি তো দাবী করতেছে চীন তার স্ত্রীকে বন্ধী করে রেখেছে”। ইমরান খান বিচলিত না হয়ে বললেন ‘এ ব্যাপারেও আমি কিছু শুনিনি! আপনাকে ধন্যবাদ’***।[৯]

    এইখাবে এই দেশগুলো উইঘুরদের সাহায্য না করে চীনকে সাপোর্ট কেন করছে তা জানার কি ইচ্ছা হয় না? এবার শুনুন।
    ## সৌদি আরবের সাথে চীনের সম্পর্ক অনেক পুরনো। ২০০৯ সাল থেকে সৌদির টেলের ১ নম্বর ক্রেতা চীন। ২০১৮ সালে এই দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে প্রায় ৬৩ বিলিয়ন ডলারের।[১০]
    ## তাছাড়া সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করে সৌদি আরব যখন অস্বস্তিকর অবস্থায় পড়েছিল তখন এর ব্যাকআপ দিয়েছিলো চীন। [১১]

    তুরস্ক উইঘুরদের পক্ষে কথা বলতেছে না কারণ
    ## সে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়তে চায়। দুই দেশের প্রধান এক মত তুরস্ক এবং চীনের বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাবার। তাছাড়া চীনা ব্যাবসায়িদের তুরস্কে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন আমাদের গরিবের খলিফা। তিনি বলেছেন AK PARTY সরকার প্রতিবছর ১০ লক্ষ চীনা টুরিস্টকে তুরস্কে স্বাগত জানাতে যায়।[১২]

    পাকিস্তান নীরব কারণ ***তাদের অস্ত্রের যোগানদাতা হলো চীন।***
    ## ২০০৮ থেকে ২০১৭ সালের মধ্যে চীন থেকে ৬ বিলিয়ন ডলারের সমমূল্যের অস্ত্র কিনেছে পাকিস্তান। উইঘুরদের ব্যাপারে নিজের অজ্ঞতা স্বীকারের পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছিলেন ‘চীনারা আমাদের প্রচুর সাহায্য করে। ওরা কিভাবে আমাদের সাহায্য করে, কোনকোন ক্ষেত্রে সাহায্য করে তা আমি আপনাদের বলতে পারছি না কারণ এগুলো গোপন তথ্য এবং চীন চায় এগুলো গোপন থাকুক। চীন আমাদের বদ্ধ হয়ে আসা জীবনে যেন এক ঝলক মুক্ত বাতাস নিয়ে আসে। [১৩] আহ কি প্রেম!

    জাতীয়তাবাদী চিন্তার কাছে পরাজিত হয়ে সবাই তাদের নিজের পিতার লজ্জাস্থান কামড়ে ধরে আছে।

    আমাদের নবী হজরত মুহাম্মদ ﷺ সমস্ত মুসলমান উম্মাহকে একটি দেহের সাথে তুলনা করেছেন সেখানে দেহের একটা অংশে শত্রুরা আঘাত করছে আর দেহের অন্য অংশ তা দেখতেছে হাসিমুখে। প্রতিবাদটুকু করতেছে না।

    সর্বপ্রথম একটা কথা বলেছিলাম ***যে যুলমের শিকার না, সে মাযলুমের জায়গায় নিজেকে বসিয়ে তার কষ্ট অনুভব করতে পারে না। ***

    রাখাল ছেলেরা অট্টালিকা নির্মানে ব্যাস্ত এবং ভোগবিলাসীতায় মত্ত। যতদিন না সৌদির অবস্থা ঐ ফিলিস্তিনের মতো হচ্ছে ততদিন সৌদির হুশ আসবে না।

    ঐ তুরস্ক যার খিলাফাত শেষ হওয়ায় এরদোগান শোকাহত। তিনিই আবার কামাল আতাতুর্কের জন্য শোকদিবসও পালন করেন। উসমানীয় খেলাফাত বনাম কামাল আতাতুর্ক খেলা চলতেছে কিন্তু এরদোগান দুজনেরই পক্ষে। যে জিতবে তার জয়ে হাসেন আর যে হারে তার হারায় কাঁদেন। ডাবল স্ট্যান্ডার্ড! কি প্রেম।

    এই তুরস্কের অবস্থা যতদিন না উইঘুরদের মতো হচ্ছে এই গরিবের খলিফার হুশ আসবে না।

    ঐ পাকিস্তানের অবস্থা যতদিন না কাশ্মীর কিংবা আরাকানের মতো না হবে ততদিন পর্যন্ত পরমাণু শক্তিধর ইমরান খান সাহেবের হুশ আসবে না।

    এক কথায় আমরা সবাই চুপ। আমাদের উপর তো নির্যাতন চলছে না। আমরা তো সুখেই আছি। এইসব নিয়ে কথা বলে লাভ নাই বরং লস বেশি। গ্যাস এর দাম বাড়বে, বাণিজ্যিক সম্পর্ক হ্রাস পাবে, অস্ত্রের জোগান কমে যাবে, বড়বড় দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট হবে। কত লস! ওরা মরুক। আমরা নাহয় একটা রিবোট্রিল ০.৫ এমজি খেয়ে ঘুমাই।

    [১] https://tinyurl.com/wtdubfs

    [২] https://tinyurl.com/wqrt6u8

    [৩] The Muslim Skeptic Youtube channel

    [৪] https://tinyurl.com/ts87958 & https://tinyurl.com/y5b5ww48

    [৫] https://tinyurl.com/ts87958

    [৬] https://tinyurl.com/y5u3oqcc & https://tinyurl.com/y3m1an8p

    [৭] https://tinyurl.com/y3us82k1

    [৮] https://tinyurl.com/y5w5n17j

    [৯] https://tinyurl.com/yyyvdafa

    [১০] https://tinyurl.com/ts87958

    [১১] https://tinyurl.com/ts87958

    [১২] https://tinyurl.com/y5359uhb

    [১৩] https://tinyurl.com/rrhhqgs & https://tinyurl.com/to2zjr7
Working...
X